Planting Eggplant Seedlings

in blurt-188398 •  2 months ago 

20241022_171648.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Farmers are often disappointed if they do not know the proper eggplant cultivation method. If you do not plant eggplant seedlings knowing the characteristics of the variety, the yield will be lost. Many types of eggplant seedlings are available in our country. Apart from the most popular we are planted here. Again, those that are not popular are offered here. In summers, due to excess heat in the morning, there is a risk of yield, so in winters, Raman has to be done. At present, some high temperature tolerant cultivars are yielding well in the summer season. To get good results in brinjal, it is necessary to select the right salam at the right time and plant it properly. Sandy loam soil is best for brinjal cultivation. This is the most expensive tree among these trees and it is a very demanding tree. This tree looks very beautiful and is very useful. I went to the market and took pictures of some trees this time. It is really beautiful to look at and plays an important role in maintaining the balance of the environment. This plant should be grown indoors and with light care it grows very large and adds a lot of beauty and removes air pollutants. I also like to eat this tree. I bought this tree and the trees look very beautiful. And it is a tree of many beautifications. Many people bring this tree as a hobby and keep it at home. Because it adds a lot of beauty, it also looks beautiful and feels good. I also buy from the market and take care of it. Everyone actually likes it very much and I am no exception. They sell the trees of long ago. If you are looking for a beautiful house plant then I don't think there is any alternative to this tree. So this plant is used by many people worldwide and kept at home. And if you don't buy this plant then you won't get clean air at home. I hope you understand how to buy and care for this tree. The land for brinjal cultivation should be well plowed and weeded and leveled. After the seedling is grown in the seed bed, it should be sown. An area should be created inside which will have drainage system and be free from weeds. And of course, the seed bed should be prepared by selecting the right time. If the time is not selected, the seed will not grow. The soil should be cultivated deeply and properly for making seed bed. Selection of vacation spot for inside must be done on Tuesday ground. If the soil fertility is low, then to prepare the seeds for that soil, sufficient quantity of fertilizers, pesticides, organic fertilizers etc. should be mixed to bring back the soil fertility and then prepare the pistils. Otherwise the fertility of the crop will decrease. The yield on the crop will not be good and if the fertility of the crop is not good, these can be damaged. Since we are not cultivating eggplant for commercial agriculture, we are cultivating eggplant for our own consumption. So we prepared them using the method and planted them which are growing very well.

20241022_171644.jpg

The distance of each tree must be assigned by maintaining a certain ideal distance. Otherwise, there may be various hurdles and obstacles in everything from weeding to watering, application of pesticides, application of fertilizers etc. Due to which the eggplant plant will give less yield and if the yield is less, it will be damaged. And keeping this in mind, work should be done like brinjals that are a little further apart, if they are planted thinly, then they will be beneficial later. Land pictures should be done well on video release Land should be developed in such a way that drainage system is very good. And get enough sunlight and need enough sunlight here. The land for cultivation of common brinjal should be well plowed and weeded with a ladder.

If there are weeds in the land, the tree will not grow. The length and width of the bed size in the land should be selected properly and the proper method of sowing distance should be adopted. The size of the canal should be adopted in the right way and the depth should be done according to the rules. Eggplants should be kept in hand for a minimum of 40 to 50 days to be harvested. It can be done even if the brinjal seedlings are a little more at a distance. An important thing can be done and it should be done under the advice of the Agricultural Officer. Then this thing will increase the yield of brinjal very well so any suggestion any difficulty we all should act according to the advice of Agriculture Officer Paramanush. The red color on this onion shows that it is not a native onion. Today I will give you the idea of ​​desi pear. Desi onion is a little smaller in size and less red in color. Desi onion is cultivated in different places in the country. They are cultivated in different crop fields of the village. Here many people grow onions and sell them in the market. All of them cultivate with great skill which is their long experience. Everyone likes desi onion very much. Onion is the staple of many people in this area. The government currently provides a lot of support to onion farmers. Encourages them because they are meeting onion shortage in the country by cultivating onions. This is when onion prices increase. It's sad for everyone. Research is conducted on onion in Bangladesh and different countries. One thing that is bad is that the price of this onion is a little high. And this price is sometimes increased much more through the syndicate. As it is a village fish, it is very tasty to eat. Many people like to eat onions. Many businessmen of Bangladesh are engaged in onion import and export business. Those who do onion import and export business also contribute a lot to the country. Proper method should be adopted in applying fertilizer, it is possible to produce food in quantity of animal from the soil of eggplant plant. And this is why eggplant yield is not possible without fertilizers. But the amount of sir has to be determined depending on the land. How much you give them will depend on the fertility of the land. But you have to apply pesticides TSP fertilizer etc in quantity. Correct procedure and correct measurements should be followed. Full urea and remaining MPSA should be given in five equals. Weeds must be removed from the crop land because weeds cause a lot of damage to crops. Weeds are very destructive to crops and care must be taken when weeding to avoid uprooting any plants while weeding. We should pay attention to that in terms of happghvc
Thank you all for reading my blog so careful.

20241022_171641.jpg

Thank you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

সঠিক বেগুন চাষ পদ্ধতি না জানলে চাষিরা অনেক সময় হতাশ হয়। জাতের বৈশিষ্ট্য ভালোভাবে জেনে বেগুন চারা রোপন করতে হয় না হলে ফলনের ক্ষতি হয়। আমাদের দেশে অনেক ধরনের বেগুনের চারা পাওয়া যায়। সব থেকে জনপ্রিয় ছাড়াও আমাদের এখানে রোপন করা হয়। আবার যেগুলোতে জনপ্রিয় না সেগুলো এখানে অর্পণ করা হয় ।গ্রীষ্মকালে সকালে অতিরিক্ত তাপের কারণে ফলনে ঝুঁকি হয় সেজন্য শীতকালে রমন করতে হয়। বর্তমানে কিছু উচ্চ তাপমাত্রা সহিষ্ণুজাত গ্রীষ্ম মৌসুমে ভালো ফলন হয়।বেগুনে ভালো ফলাফল পেতে হলে সঠিক সময় সঠিক সালাম নির্বাচন করে সঠিকভাবে রোপন করতে হবে। এইসব গাছের ভিতর ভিতরে সবথেকে দামি গাছ এটি এবং এটি অনেক চাহিদা সম্পন্ন একটি গাছ।এই গাছ দেখতে অনেক সুন্দর লাগে আবার অনেক উপকারী। আমি আমি বাজারে গিয়ে এইবার কিছু গাছ ছবি তুলেছি। আসলেই দেখতে অনেক সুন্দর এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছ বাড়ির ভিতরে রেখে বড় করতে হয় এবং হালকা যত্নে এই গাছ অনেক বেশি বড় হয় এবং অনেক সৌন্দর্য বর্ধন করে এবং বাতাসের দূষিত পদার্থগুলো দূর করে। এই গাছ আমারও খেতে অনেক ভালো লাগে। আমি এই গাছ কিনে নিয়ে আসি গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটি অনেক সৌন্দর্য বর্ধনের একটি গাছ। অনেকে শখের বসে এই গাছ নিয়ে এসে রাখে বাসায়। কারণ এটি অনেক এটি অনেক সুন্দর্য বর্ধন করে তার পাশাপাশি এটি দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগে । আমিও বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং পরিচর্যা করি। সবাই আসলে এটি অনেক খুব পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমিও অনেক পছন্দ করি । অনেক আগের দিনের গাছ তারা বিক্রি করে। যদি অনেক সুন্দর গাছ খুঁজে থাকেন বাসার বাড়ির জন্য তাহলে এই গাছের বিকল্প গাছ আছে বলে আমার মনে হয় না। তাই এই গাছটা বিশ্বব্যাপী অনেকেই ব্যবহার করে এবং বাসায় রাখে। আর যদি এই গাছ না কিনেন তাহলে বাড়িতে বিশুদ্ধ বাতাস পাবেন না । আপনারা কিভাবে এই গাছ কিনবেন এবং পরিচর্যা করবেন আশা করি বুঝতে পেরেছেন ।বেলে দোআঁশ মাটিই বেগুনের চাষাবাদের জন্য উত্তম। বেগুন চাষের জমি ভালো করে চাষ ও মই দিয়ে আগাছামুক্ত করে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। বীজতলায় চারা গজানোর পর বপন করতে হয়।ভিতরে এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে এবং আগাছা মুক্ত থাকবে। আর অবশ্যই সঠিক সময় নির্বাচন করে বীজতলা প্রস্তুত করতে হবে সঠিক সময় নির্বাচন না করলে বীজ বপন এবং সেটা বড় হবে না। বীজতলা তৈরির জন্য মাটি গভীরভাবে সঠিক ভাবে চাষ দিতে হবে। ভিতরে জন্য ছুটির জায়গা নির্বাচন করতে হবে মঙ্গলবার মাটিতে করতে হবে। মাটির উর্বর্তী যদি কম থাকে তাহলে সেই মাটিতে বীজ তোলা প্রস্তুত করতে হলে পর্যাপ্ত পরিমাণে সার কীটনাশক জৈব সার ইত্যাদি মিশিয়ে মাটির উর্বরতা ফিরিয়ে এনে তারপরে পিস্তলা প্রস্তুত করতে হবে। তা না হলে ফসলের উর্বরতা কমে যাবে। ফসলের উপর ভর্তা ভালো হবে না আর ফসলের উর্বরতা ভালো না হলে এসব ক্ষতিগ্রস্ত হতে পারে।আমরা যেহেতু কৃষিকাজ বাণিজ্যিক কাজের জন্য বেগুন চাষ করছি না আমরা নিজে খাওয়ার জন্য বেগুন চাষ করছি। সেহেতু আমরা এগুলো পদ্ধতি অবলম্বন করে আমরা প্রস্তুত করেছি এবং তারা রোপন করেছি যেটা খুব ভালোভাবে গ্রো করছে।

20241022_171629.jpg

প্রতিটি গাছের দূরত্ব একটি নির্দিষ্ট আদর্শ দূরত্ব মেইনটেইন করে অর্পণ করতে হবে। তা না হলে আগাছা পরিষ্কার থেকে শুরু করে পানি দেওয়া কীটনাশক প্রয়োগ সার প্রয়োগ ইত্যাদিতে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং বাধা সৃষ্টি হতে পারে। যার কারণে বেগুন গাছ ফলন কম দিবে এবং ফলন কম দিলে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই বিষয়ে মাথায় রেখে কাজ করতে হবে যেন বেগুন যারা দূরত্ব একটু বেশি থাকে পাতলা পাতলা করে এগুলো রোপন করা হয় তাহলে পরবর্তীতে এগুলো সুবিধা হবে। জমির ছবি ভিডিও ছাড়ার উপর ভালোভাবে করতে হবে জমি এমনভাবে তৈরি করতে হবে যেন পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো থাকে। এবং সূর্যালোক পর্যাপ্ত পরিমাণে পাই এবং সূর্যের আলো এখানে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন। সাধারণ বেগুনের চাষের জমি ভালো করে চাষ করে মই দিয়ে আগাছা মুক্ত করে নিতে হবে।

জমিতে আগাছা থাকলে অবশ্যই গাছটি বড় হবে না। জমিতে বেডের আকারের দৈর্ঘ্য প্রস্থ সঠিকভাবে নির্বাচন করতে হবে এবং তার বপনের দূরত্বের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। নালার আকার সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে এবং গভীরতাও কিভাবে করতে হবে সে গভীর যে নিয়ম সেই করতে হবে। বেগুন যারা নেওয়ার জন্য মিনিমাম 40 থেকে 50 দিন হাতে রাখতে হবে এ সময় দাঁড়াতে পাতা। বেগুন চারা দূরত্বে একটু বেশি হলেও সেটা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয় করা যেতে পারে এবং কৃষি কর্মকর্তার পরামর্শ কমে এটি করতে হবে। এই পেঁয়াজ গায়ে লাল ভাবগুলো দেখে বোঝা যায় এটি দেশি পিয়াজ না । আমি আজকে আপনাদেরকে দেশি পিয়ারের ধারণা দিব। দেশি পেঁয়াজ সাইজে একটু ছোট এবং লালচে কালার কম । দেশি পেঁয়াজ দেশে বিভিন্ন জায়গায় চাষ হয় । গ্রামের বিভিন্ন ফসলের মাঠে এগুলো চাষ করা হয় । এখানে অনেকে পেঁয়াজ চাষ করে বাজারে বিক্রি করে। তারা প্রত্যেকে অনেক দক্ষতার সাথে চাষাবাদ করে যা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা।দেশি পেঁয়াজ সবাই অনেক পছন্দ করে । এই এলাকার মানুষের অনেকেরই প্রধান দেশী পেঁয়াজ । সরকার বর্তমানে পেঁয়াজ চাষীদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে । তাদেরকে উৎসাহ দেয় কারণ তারা পিয়াজ চাষ করে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করছে। এই পেঁয়াজ যখন মূল্য বৃদ্ধি পায় । এটা সবার জন্য দুঃখজনক । বাংলাদেশ ও বিভিন্ন দেশে পেঁয়াজের উপর গবেষণা চালানো হয় ।খারাপ লাগার একটা বিষয় এই পেঁয়াজের দামটা একটু বেশি । আর এই দাম সিন্ডিকেটের মাধ্যমে আরো অনেক বৃদ্ধি করা হয় মাঝে মাঝে । যেহেতু এটি গ্রামের একটা মাছ তাই এটি খেতে অনেক সুস্বাদু । অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করে । বাংলাদেশের অনেক ব্যবসায়ীরা পিঁয়াজ আমদানি রপ্তানির ব্যবসা করে । যারা পিয়াজ আমদানি রপ্তানির ব্যবসা করে তারাও দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।তাহলে এই বিষয়টা অনেক ভালোভাবে বেগুনের ফলন বৃদ্ধি পাবে তাই যে কোন পরামর্শে যে কোন অসুবিধাই আমাদের সবার উচিত কৃষি কর্মকর্তা পরমানুষের পরামর্শ অনুসারে কাজ করা। সার প্রয়োগ করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে বেগুন গাছের মাটি থেকে পশুর পরিমাণে খাদ্য উৎপাদন সম্ভব। আর এই তাই বেগুনের ফলন সার ব্যাতিত সম্ভব নয়। তবে স্যারের পরিমাণ নির্ধারণ করতে হবে জমির উপর নির্ভর করে। গবড় সার কম্পোস্ট ছাড় এগুলো কতটুকু দিবেন সেটা জমির উর্বরতার উপর নির্ভর করবে। কিন্তু আপনাকে কীটনাশক টিএসপি সার ইত্যাদি পরিমাণ মতো দিতে হবে। সঠিক পদ্ধতি এবং সঠিক পরিমাপ অনুসার দিতে হবে। সম্পূর্ণ ইউরিয়া ও বাকি এমপিসার পাঁচটি সমান দিতে হবে। ফসলের জমিতে প্রয়োজনে আগাছা গুলো তুলে ফেলতে হবে কারণ আগাছা ফসলের অনেক ক্ষতি করে। আগাছা ফসলের উপর এত নষ্ট করে এবং আগাছা তোলার সময় লক্ষ্য করতে হবে যেন আগাছা তুলতে গিয়ে কোন গাছের গোড়া উপড়ে না যায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে সুখ দুঃখ দৃষ্টিতে।

20241022_171619.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!