A Vegetable Market

in blurt-188398 •  4 months ago 

20240921_091557.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Today I am going to show you village vegetable market. There may not be as many vegetables available here as in the city but there are plenty of vegetables available. Everyone in this area markets from here. Everything besides green vegetables is available here. Green students include bitter gourd, shrimp, potato, potato, brinjal, green pepper etc. Many people come here to market.

20240921_091328.jpg

Many people come to market here. comes to buy vegetables. A lot of creation based vegetables are available here. Young and old come here and have fun. We also went and enjoyed a lot. When I go to the market, I first look at everything in the market. There is no decision to buy after having a good look at where any vegetable is being sold. Then see how much it costs. I try to understand the market price. Because the price of raw vegetables rises regularly. So cannot be bought at a high price. Market should be done by understanding the market value. In this same market, all the rich and poor of the village come to market. There is no difference between anyone. There should be no difference. Because differences drive people apart. Here vegetables are sold both wholesale and retail. Green vegetables are rich in vitamins. Eating vegetables rich in vitamins increases the immune system of the body. So I try to eat green vegetables. Abundant amount of Vitamin C is available in Shubha Job. Low income people meet their non-vegetarian needs through pulses. Because dal also contains meat like fish and meat, this meat can be easily consumed and fulfilled by people. Better quality and fresher vegetables are available in this vegetable market than super shops in the city. Which are completely unadulterated and formalin free. So we try to eat such vegetables. Vegetables contain various types of minerals vitamins etc. Green vegetables are a major boost to the nutrition of low-income people. People buy their daily requirement of vegetables from here. But there are some drawbacks. Beggars are a bit more of a nuisance in this vegetable market. Wherever you go shopping, you'll want a helping hand by your side. He won't give up until you pay. Which I find very embarrassing. Besides, good vegetables are available here. The price is also cheap.

20240921_091552.jpg

The most interesting thing in the vegetable market is buying vegetables at bargain prices. I myself like to buy vegetables at bargain prices. Because I also like to brag. But if you don't have experience in this work, you have to get caught again. Inexperienced people get caught everywhere. So no matter what work you are going to do, you need prior experience first. Nothing can be achieved without experience so we all need to be experienced. Every job requires experience to do well. At present, doctors in Bangladesh have told many families to eat everything green.

20240921_091329.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

20240921_091331.jpg

আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি গ্রাম্য সবজির বাজার। এখানে হয়তো শহরের মতো অনেক রকম সবজি পাওয়া যায় না কিন্তু অনেক সবজি পাওয়া যায়। এই এলাকার সবাই এখান থেকেই বাজার করে। এখানে সবুজ শাক সবজির পাশাপাশি সবকিছুই পাওয়া যায়। সবুজ ছাত্রদের মধ্যে রয়েছে করলা উচ্ছা, ঝিঙ্গা, আলু , পটল, বেগুন, কাঁচা মরিচ ইত্যাদি। অনেক মানুষ এখানে বাজার করতে আসে আমি আছি।
এখানে অনেক মানুষ বাজার করতে আসে। সবজি কিনতে আসে। সৃজন ভিত্তিক অনেক সবজি এখানে পাওয়া যায়। ছোট-বড় এখানে আসে এবং মজা করে। আমরাও গিয়েছিলাম এনজয় করেছি অনেক। আমি বাজারে গেলে প্রথমে বাজারের কোথায় কি আছে সব কিছু ঘুরে দেখি। কোথায় কোন সবজি বিক্রি হচ্ছে সেটা ভালোভাবে ঘুরে দেখে তারপরে কেনার ডিসিশন নেই। তারপরে দেখি কোনটার দাম কেমন। দাম বুঝে বাজার করার চেষ্টা করি। কারণ কাঁচা সবজির দাম দর রেগুলার উঠানামা করে। তাই বেশি দাম দিয়ে কেনা যাবে না। বাজারের মূল্য বুঝে বাজার করতে হবে। এই একই বাজারে গ্রামের বড় ছোট ধনী গরিব সবাই বাজার করতে আসে। কারো মধ্যে কোন ভেদাভেদ নাই। ভেদাভেদ থাকাও উচিত না। কারণ ভেদাভেদ মানুষকে দূরে ঠেলে দেয়। এখানে শাকসবজির পাইকারি এবং খুচরা দুই ভাবেই বিক্রয় করা হয়। সবুজ শাকসবজিতে অনেক পরিমাণে ভিটামিন থাকে। ভিটামিনযুক্ত শাকসবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই আমি সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করি। শুভ চাকরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়।স্বল্প আয়ের মানুষ আমিষের চাহিদা পূরণ করে ডালের মাধ্যমে । কারণ ডালেও মাছ-মাংসের মত আমিষ থাকে এই আমিষ মানুষ সহজে গ্রহণ করতে পারে এবং পূরণ করতে পারে। এই শাকসবজির বাজারে শহরের সুপার শপের থেকেও উন্নত মানের এবং টাটকা শাকসবজি পাওয়া যায়। যেগুলো সম্পূর্ণরূপে ভেজালমুক্ত এবং ফরমালিনমুক্ত। তাই এই ধরনের শাকসবজি আমরা খাওয়ার চেষ্টা করি। শাকসবজিতে বিভিন্ন ধরনের মিনারেল ভিটামিন ইত্যাদি থাকে। নিম্ন আয়ের মানুষের পুষ্টি সঞ্চারের প্রধান উৎসাহ এই সবুজ শাকসবজি। মানুষ তার প্রয়োজন মত শাকসবজি প্রতিদিন এখান থেকে ক্রয় করে। কিন্তু এখানে কিছু কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। এই শাক সবজির বাজারে ভিক্ষুকের উপদ্রব একটু বেশি। যেখানেই আপনি কেনাকাটা করতে যাবেন সেখানেই আপনার পাশে হাত পেতে একজন সাহায্য চাইবে। যতক্ষণ না পর্যন্ত আপনি টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত সে হাত নামাবে না। যেটা আমার কাছে খুব বিব্রতকর মনে হয়েছে। তাছাড়া এখানে ভালো শাকসবজি পাওয়া যায়। দামও সস্তা। শাকসবজি বাজারে সব থেকে মজার বিষয় হলো দামাদামি করে শাকসবজি কেনা।আমি নিজেও দামাদামি করে কিনতে পছন্দ করি। কারণ দামাদামি করতে আমারও ভালোলাগে। কিন্তু এই কাজে অভিজ্ঞতা না থাকলে আবার ধরা খেয়ে যেতে হয় অভিজ্ঞতাহীন লোক প্রত্যেকটা জায়গাতেই ধরা খেতে থাকে। তাই যে কাজে আপনি করতে যাবেন না কেন প্রথমে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া কি অন্য কিছুই করে পৌঁছাতে পারেনা তাই আমাদের সকলের অভিজ্ঞ হওয়া প্রয়োজন। প্রত্যেকটা কাজ ভালোভাবে করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশের ডক্টরের অনেক পরিবারের সবুজ সবকিছু খেতে বলেছেন।

20240921_091326.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  4 months ago  ·  

Brother, I see you went to the market and took a very beautiful photography of fresh vegetables. Nice to see the vegetables, thank you

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp