The beauty of the village river

in blurt-188398 •  2 months ago 

20241012_114103.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


There is no alternative to the river to enhance the beauty of rural Bengal. Bangladesh is a riverine country. So the beauty of the river continues to our eyes. Many communities depend on the river for their livelihood and besides, many become financially successful and self-sufficient by fishing in the river. And the beauty of the river cannot be overwritten. The river has many aspects of beauty. The green sky under it, the grain flow of the river water, how much more can't be explained. The river I photographed is a tributary of the Pasur River. A branch of this Pasur river connects the Sundarbans directly to Mongla port. Through this river, many large cargo ships pass to and from Mongla port. These ships use the river as the only route in this river. Which plays a very important role in domestic and international trade. Many families in Bangladesh depend on this river for their livelihood. The branch of the sea is not far from this river. The distance to the Bay of Bengal is only 12 to 13 km from the branch of this river.

20241012_114105.jpg

And so the depth of water here is very high due to which big ships can go directly to Mongla port through this river. The only reason why the rivers in the coastal region of Bangladesh are the most important is because the rivers here are very deep. It has a direct connection to the sea and has direct access to Mongla port. That is why the coastal rivers have so much importance in the economic field and in the political field. Many people come here to buy hilsa. Many types of hilsa are available here. We also went to buy hilsa fish. When I go to buy hilsa, I first check if Padma has hilsa. There is no need to make a decision after taking a good look at where any hilsa is being sold. Then see how much it costs. In this same market, local and foreign big and small, rich and poor all come to buy fish. There is no difference between anyone. Because people can buy hilsa fish here at a very low price. This is the kind of hilsa we try to eat which is completely natural. Low income people can also buy hilsa fish at a low price. There are no bridges to cross here. So the people here have to suffer a lot for the crossing of people and passengers. Here people cross from one side to the other through free and tolled means which is very difficult. This situation causes many disruptions to people's normal life so the government and those who are at the responsible level should solve this problem. As people can cross very easily and building a bridge here has become very important and necessary because people suffer a lot in this region which is very sad matter Sapper. If there is a river there must be a bridge here. Care should be taken to ensure that the bridge does not cause any inconvenience or inconvenience to commercial vessels.

20241012_114101.jpg

Desi Nadi is a popular place in Bangladesh. Which fulfills all kinds of non-food needs of the people. Majority of the people of the country like the river and keep it in their travel list. There are rivers in different places in Bangladesh. I mostly visit the local river. Today I will share my experience of going to the river. There is a local river near where I live. I go there regularly. Many types of fish are available here, both local and foreign fish. Meanwhile, I like desi fish. Yesterday I bought 2 kg of local fish. Every day thousands of people queue up here to see the river. The beauty of many beautiful rivers. Needless to say, it is a local river but very clean. The rivers are very clean. The surroundings are very beautiful. The behavior of those who came with us to see the river was also very nice. This river is very important economically.

Especially daily cargo ships expect to pass through this river. Because these rivers are very important water depth is more. Many rivers can be seen in the city. The river has become an important trade route of Bangladesh. So people of all ages and classes prefer rivers. I suggest everyone around me to protect the river.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

গ্রাম বাংলা সৌন্দর্য বৃদ্ধি করতে নদীর কোন বিকল্প নেই। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তাই নদীর সৌন্দর্য আমাদের চোখে পড়ে অবিরত। নদীর উপর নির্ভর করে অনেক জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ করে এবং তার পাশাপাশি নদীতে মাছ ধরে অনেকে আর্থিকভাবে সফলকাম স্বাবলম্বী হয়। আর নদীর সৌন্দর কথা বলতে গেলে লিখে শেষ করা যাবে না। নদীর অনেক সৌন্দর্যের দিক রয়েছে। সবুজ আকাশ তার নিচে নদী পানির শস্য প্রবাহ আরো কত কিছু যেটা বলে বোঝানো যাবে না। আমি যেই নদীতে ছবি তুলেছি সেটি হচ্ছে পশুর নদীর একটি শাখা। এই পশুর নদীর শাখা সুন্দরবন থেকে সরাসরি মংলা বন্দরের সাথে সংযোগ স্থাপন করেছে। এই নদীর মধ্য দিয়ে অনেক বড় বড় কার্গো বাহিরে জাহাজ মংলা বন্দরে যাওয়া আসা করে। এই জাহাজগুলো এই নদীতে নদীতেই একমাত্র রুট হিসেবে ব্যবহার করে। যা আভ্যন্তরী এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের অনেক পরিবার এই নদীর উপর নির্ভরশীল জীবিকা নির্বাহ করার জন্য তার একমাত্র এ নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। এই নদী থেকে সমুদ্রের শাখা খুব একটা দূরে না। বঙ্গোপসাগরের দূরত্ব এই নদীর শাখা থেকে মাত্র ১২ থেকে ১৩ কিলোমিটার।

আর তাই এখানে পানির গভীরতা অনেক বেশি যে কারণে বড় বড় জাহাজ এই নদী দিয়ে সরাসরি মংলা বন্দরে যেতে পারে। বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের নদী সবথেকে গুরুত্ব বেশি এই একটাই কারণ কারণ এখানে নদীর গভীরতা অনেক বেশি থাকে। সমুদ্রের সাথে সরাসরি সংযোগ থাকে এবং এখান থেকে মংলা বন্দরে সরাসরি যাওয়া-আসা করতে পারে। তাই সমুদ্র তীরবর্তী নদী গুলোর এত গুরুত্ব রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনৈতিক ক্ষেত্রে। এখানে অনেক মানুষ ইলিশ কিনতে আসে। অনেক প্রকার ইলিশ এখানে পাওয়া যায়। আমরাও গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে। আমি ইলিশ কিনতে গেলে প্রথমে দেখি পদ্মার ইলিশ আছে কিনা। কোথায় কোন ইলিশ বিক্রি হচ্ছে সেটা ভালোভাবে ঘুরে দেখে তারপরে নেওয়ার ডিসিশন নেই। তারপরে দেখি কোনটার দাম কেমন। এই একই বাজারে স্থানীয় বা বাইরের বড় ছোট ধনী গরিব সবাই মাছ কিনতে আসে। কারো মধ্যে কোন ভেদাভেদ নাই। কারণ মানুষ খুব কম দামে এইখানে ইলিশ মাছ কিনতে পারে। যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক তাই এই ধরনের ইলিশ আমরা খাওয়ার চেষ্টা করি। নিম্ন আয়ের মানুষেরাও কম দামে ইলিশ মাছ কিনতে পারে। এখানে পারাপারের জন্য কোন বিরিজ নাই। তাই মানুষ পারাপারের জন এবং যাত্রী পারাপারের জন্য এখানকার মানুষ অনেক ভোগান্তি পোহাতে হয়। এখানে ফ্রি মাধ্যমে এবং টলারের মাধ্যমে মানুষ এদিক থেকে ওইদিকে পারাপার হয় একটা খুব কষ্ট সাধ্য। মানুষের স্বাভাবিক জীবন যাত্রার অনেক বিঘ্ন ঘটে এই পরিস্থিতি তাই সরকারের এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের উচিত এই সমস্যাটি সমাধান করার। যেন মানুষ খুব সহজে পারাপার হতে পারে এবং এখানে একটা বিরিজ স্থাপন করা অতীব ও জরুরি হয়ে পড়েছে কারণ এই অঞ্চলে মানুষ এটার অনেক কষ্ট ভোগ করে যা অনেক দুঃখজনক ব্যাপার স্যাপার। নদী থাকলে এখানে অবশ্যই বিড়িজ থাকার দরকার। ব্রিজটি এমন ভাবে করতে হবে যেন বাণিজ্যিক জাহাজগুলো যেতে কোন ধরনের ভোগান্তি বা অসুবিধা সৃষ্টি না করে সে দিকে খেয়াল রাখতে হবে।

20241012_114052.jpg

দেশি নদী বাংলাদেশের জনপ্রিয় একটি স্থান। যা মানুষের সকল ধরনের আমিষের চাহিদা পূরণ করে ।দেশের সিংহভাগ মানুষ নদী পছন্দ করে এবং তাদের ভ্রমনের তালিকায় এটি রাখে। বাংলাদেশে নদী বিভিন্ন জায়গাতে আছে। আমি বেশিরভাগ সময় লোকাল নদী দেখতে যাই। আজকে আমি আমার নদীতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমি যেখানে থাকি তার পাশে একটা স্থানীয় নদী আছে। সেখানে আমি রেগুলার যাই। এখানে অনেক রকম মাছ পাওয়া যায় দেশি মাছ এবং বিদেশী মাছ। এরমধ্যে আমার দেশি মাছ টাই ভালো লাগে। গতকাল আমি ২ কেজি দেশি মাছ কিনে এনেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ সারি সারি বেঁধে এখানে নদী দেখতে আসে। অনেক সুন্দর নদীগুলোর সৌন্দর্য। একটা কথা না বললেই নয় এটা লোকাল নদী হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সম্পূর্ণ নদী গুলো। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের সাথে যারা নদী দেখতে এসেছিল আসছিল তাদের ব্যবহারটাও অনেক সুন্দর ছিল। এই নদী অর্থনীতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ।

20241012_114055.jpg

বিশেষ করে প্রতিদিনের কার্গো জাহাজ গুলো এই নদী দিয়ে যাওয়া আশা করে । কারণ এই নদীগুলো অনেক গুরুত্বপূর্ণ পানির গভীরতা বেশি । শহরেও অনেক নদী দেখা যাই। নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসাবে পরিনত হয়ে গেছে। তাই সকল বয়সের সকল শ্রেণীর মানুষ নদী বেশি পছন্দ করে। আমি আমার আশেপাশের সবাইকে নদী রক্ষার জন্য সাজেস্ট করি।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!