A local fish market.

in blurt-188398 •  3 days ago 

20241109_092542.jpg

20241109_092545.jpg

20241109_092546.jpg

20241109_092549.jpg

20241109_092548.jpg

It is exported to the outside world to fulfill the needs of the country. And when we fail to export the country suffers economically. This month is popular in many countries except Bangladesh. The government is now planning to export it on its own initiative. If the exports to different countries are good then hopefully the country will earn a lot of foreign exchange and reserves will increase. So we all should be aware of this. We buy these fish from our local market where they are available at very low prices. If you catch this fish, please comment. While fishing must be done carefully so that the fish do not die immediately after the catch, the price decreases when the fish die. Above all, fish is one of the essential items in meeting non-vegetarian needs. As it is a very popular fish, the demand of this fish is high in every market. Being a very demanding fish, everyone likes it a lot. Try to feel the taste because it is a fish rich in nutrients. And when the price of this fish is low, then the competition of common people to buy it starts. They eat mostly marine fish. And there are many benefits of fish that many people do not know. Marine fish has many elements that are beneficial for the body that many of us do not know. Doctors also suggest to eat fish. And everyone likes fried fish eggs too. Which is a very pleasant thing. Which is one of the favorite foods. We catch the fishes from our local sea. There are many types of fish here. Trawling from the sea is a challenge that not everyone can handle. Now the risk is very high. So we can catch and sell this month at high price which is a very profitable business. So when the price of fish is high, we make a lot of profit, so we try to fish regularly.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.


Asmani Poem Cover by a student of Green Rain School.

দেশের চাহিদা পূরণ করে এটি বহির বিশ্বে রপ্তানি করা হয়। আর আমরা যখন রপ্তানি করতে ব্যর্থ হই দেশ অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ছাড়া অনেক দেশেই এই মাসের জনপ্রিয়তা রয়েছে। সরকার এখন নিজ উদ্যোগে এটি রপ্তানি করার পরিকল্পনা গ্রহণ করছে। যদি বিভিন্ন দেশে রপ্তানি ভালোভাবে হয় তাহলে আশা করি দেশের অনেক বৈদেশিক মুদ্রা আয় হবে এবং রিজাভ বৃদ্ধি পাবে। তাই আমাদের সকলের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। আমরা আমাদের লোকাল বাজার থেকে এই মাছগুলো কিনে থাকি যেখানে খুব কম দামে পাওয়া যায়। আপনারা যদি কেউ এই মাছ ধরেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ ধরার সময় অবশ্যই সাবধানে ধরতে হবে যেন ধরার সাথে সাথে মাছগুলো না মারা যায় মাছগুলো মারা গেলে দাম কমে যায়। সবথেকে বড় কথা হল মাছ আমিষের চাহিদা পূরণে একটি প্রয়োজনীয় জিনিসের মধ্যে অন্যতম। এটি অত্যন্ত জনপ্রিয় মাছ হওয়ার কারণে প্রত্যেকটা বাজারে এই মাছের চাহিদা অনেক। অনেক চাহিদা সম্পন্ন মাছ হওয়ার কারণে সবাই এটি অনেক পছন্দ করে। স্বাদ অনুভব করার চেষ্টা করে কারণ এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি মাছ । আর এই মাছের দাম যখন কম থাকে তখন সাধারণ মানুষের এটি কেনার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারা খুব বেশিকরে সামুদ্রিক মাছ খায়। আর মাছের অনেক উপকারিতা আছে যেগুলো অনেকেই জানেনা সামুদ্রিক মাছের শরীরের জন্য উপকারী এমন অনেক উপাদান থাকে যেগুলো আমরা অনেকেই জানিনা। ডাক্তাররাও মাছ খেতে সাজেস্ট করেন।আর মাছের ডিম ভেজেখেতেও সবাই অনেক পছন্দ করে।যেটা অনেক ভালোলাগার একটা বিষয়। যেগুলো প্রিয় খাবার গুলোর মধ্যে অন্যতম। আমরা আমাদের লোকাল সমুদ্র থেকে মাছগুলো ধরে আনি। এখানে অনেক প্রকারের মাছ আছে। সমুদ্র থেকে ট্রলারে করে মাছ ধরেন একটা চ্যালেঞ্জের বিষয় যা সকলে পারে না । এখনে রিস্ক অনেক বেশি থাকে। তাই আমরা ধরে এনে এই মাস চড়া দামে বিক্রি করতে পারি যা খুবই লাভজনক একটি ব্যবসা। তাই মাছের মূল্য যখন বেশি থাকে তখন আমাদের অনেক লাভ হয় তাই আমরা রেগুলার মাছ ধরার চেষ্টা করি ।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  2 days ago  ·  

Thank you sir