A Village River

in blurt-188398 •  3 months ago 

20240927_084636.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


The small rivers of the village play a major role in enhancing the beauty of the village. Every village has a small river. Because Bangladesh is a riverine country. Today I will give you an idea about a small river. The river is near where we live. The river is located next to the local market where I shop every day. Beautiful enchanting environment with a bridge over the river. Many people visit here every afternoon. Many boys enjoy playing games here. Boys catch fish and from here load big trawlers and go fishing in the sea. Apart from that, those who cannot go fishing in the local fishermen fish in dinghy boats. The main occupation of many people in this area is fishing.

They run the family and survive. Fishermen take 30 days of food from this river at a time in trawlers and go to the Bay of Bengal and return here after 30 days with trawlers loaded with fish. It also helps local public representatives. Encourages them because by fishing they meet their and the country's and their own nutritional and non-nutritive needs. And next to this river there is a bazaar where everyone including us do the bazaar which is known as local bazaar. The water of the river goes down once every day and comes up from the Bay of Bengal through the tide which is a very charming sight. Everyone enjoys it. You can see a bridge on this river, the name of that bridge is Sheikh Fazlul Haque Moni Setu. A bad thing is that such a small bridge is trolled. And the view of this river is more beautiful in the afternoon. When the sun sets in the afternoon, many people enjoy the beauty of watching the sunset from the bridge. Since it is a river of the village, the beauty of the village can be seen here. Village children drive river boats and they like to swim in the river. The children of the riverside area are very brave, they are not afraid to go down into the river. Because they are used to this work since childhood. All in all one thing can be said that this river has enhanced the beauty of this area. Because the river plays a role in enhancing the beauty of an area. This river is no exception. Bangladesh is a riverine country with changing beauty. Personally I like the river very much.

Although these are all small rivers, they are of great importance. Fishermen earn their livelihood by catching fish from this river. So the importance of this river is immense. Many say this is the only means of livelihood. But there are not so many fish in the river as in the sea. I like to eat river fish more than sea fish. So people like it very easily. The beauty of the river in the village is more beautiful than anything else. Country fish farming is being widely done in different parts of the country. Many fishermen have become self-reliant by catching fish and employment has been created for many, unemployment has been eliminated. River fish is very important to meet the non-food needs of the people of the country. Because it fulfills the meat needs of the people of Bangladesh. River fish are now being commercially exported abroad. And many countries have shown interest in buying this fish. Because there are many meat in river fish.

20240927_084653.jpg

The river easily enhances the beauty of the village and its role in maintaining the balance of the environment is very important. So all environmentalists ask to save the river. We are in favor of keeping the river clean. River fish is available at very low prices. It is very tasty so try to eat it sometimes. I like to find and capture the beauty of rivers. I use my own personal phone to film the scenes. Also I advise everyone to do this. Others may see the beauty in it later. All people from lower class families like to fish in the river. So everyone tries to eat it. It is very favorite food of people of Bangladesh and people like and try to buy all of them. And the most important thing is that any river is very important for our country. Many people in the village organize boat rides in the river and there are always rows of boats lined up in the river. So my advice will be that you also enjoy the beauty of the river.

20240927_084641.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

এটি সব ছোট নদী হওয়ার সত্ত্বেও এর গুরুত্ব রয়েছে ব্যাপকভাবে। জেলেরা এই নদী থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে । তাই এই নদীর গুরুত্ব অপরিসীম। অনেকেই এই জীবিকার একমাত্র মাধ্যমও বলে। কিন্তু নদীতে সাগরের মত এত বেশি মাছ পাওয়া যায় না। সাগরের মাছের থেকে নদীর মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তাই মানুষ খুব সহজেই পছন্দ করে।গ্রামের নদী সৌন্দর্য অন্য সবকিছু ছেড়ে থেকে সুন্দর। দেশীর মাছের চাষ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে হচ্ছে। অনেক জেলে মাছ ধরে স্বাবলম্বী হয়েছে এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেকারত্ব দূরীকরণ হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে নদীর মাছ অনেক গুরুত্বপূর্ণ। কারন এটি বাংলাদেশের মানুষের আমিষের চাহিদা পূরণ করে। নদীর মাছ এখন বিদেশেও বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে। আর অনেক দেশ এই মাছ কিনতে আগ্রহ দেখিয়েছে। কারণ নদীর মাছে অনেক আমিষ থাকে ।

নদী খুব সহজেই গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই সকল পরিবেশবিদ নদী সংরক্ষণ করতে বলে। আমরা নদী পরিষ্কার রাখার পক্ষে। অনেক কম দামে নদীর মাছ পাওয়া যায়। এটি অনেক সুস্বাদু তাই মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। আমি খুঁজে খুঁজে নদীর সৌন্দর্যগুলো ক্যামেরাবন্দি করতে পছন্দ করি। দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করতে আমি আমার নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করি। এছাড়াও আমি সবাইকে এটি করার জন্য পরামর্শ দি। এটাতে অন্যরাও পরবর্তীতে সৌন্দর্যগুলো দেখতে পারে। নিম্নবিত্ত পরিবারের সকল মানুষ নদীতে মাছ ধরতে পছন্দ করে। তাই সবাই এটি খাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের মানুষের খুব প্রিয় খাবার এটি এবং মানুষ সবাইকে পছন্দ করে এবং কেনার চেষ্টা করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেকোনো নদী আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের অনেকেরই নদীতে নৌকা বাইচের আয়োজন করে ও সব সময় নদীতে সারিবদ্ধ ভাবে নৌকার বাঁধা থাকে । তাই আমার পরামর্শ থাকবে আপনারাও নদীর সৌন্দর্য উপভোগ করবেন।

20240927_084638.jpg

গ্রামের সৌন্দর্য বর্ধনে সব থেকে বেশি ভূমিকা রাখে উক্ত গ্রামের ছোট নদীগুলো। প্রত্যেকটা গ্রামেই ছোট ছোট নদী আছে।কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। আজকে আমি আপনাদের একটা ছোট নদী সম্পর্কে ধারণা দিব। নদীটা আমরা যেখানে থাকি তার পাশেই অবস্থিত। যে লোকাল বাজারে প্রতিদিন বাজার করি তার পাশেই নদীটা অবস্থিত। সুন্দর মনমুগ্ধকর পরিবেশ নদীর উপর একটা ব্রিজ রয়েছে। প্রতিদিন বিকেলে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। এখানে খেলা খেলে উপভোগ করে অসংখ্য ছেলে। মাছ ধরে এবং এইখান থেকেই বড় বড় ট্রলার লোড করে সমুদ্রের মাছ ধরতে যায় ছেলেরা।তার পাশাপাশি যারা স্থানীয় জেলে মাছ ধরতে যেতে পারে না ডিঙ্গি নৌকায় করে মাছ ধরে । এই এলাকার মানুষের অনেকেরই প্রধান পেশা মৎস্য আরোহন ।

20240927_084634.jpg

এরা রোহন করে সংসার চালাই এবং বেঁচে থাকে। এই নদী থেকে একবারে ৩০ দিনের খাবার নিয়ে ট্রলারে করে জেলেরা বঙ্গোপসাগরে চলে যাই এবং ৩০ দিন পরে ট্রলার বোঝাই করে মাছ নিয়ে আবার এখানে ফিরে আসি। এটা স্থানের জন প্রতিনিধিরাও সাহায্য করে। তাদেরকে উৎসাহ দেয় কারণ মাছ ধরে তারা এবং দেশ এবং নিজেদের পুষ্টির ও আমিষের চাহিদা পূরণ করে। আর এই নদীর পাশেই এখানে বাজার গড়ে উঠেছে যেখানে আমরা সহ এখানে সকলে বাজার করে যা লোকাল বাজার হিসেবে পরিচিত ।নদীর পানি প্রতিদিন একবার নেমে যাই আবার জোয়ারের মাধ্যমে বঙ্গোপসাগরের থেকে উঠে আসে যে দৃশ্য খুব মনোমুগ্ধকর। এটা সবাই উপভোগ করে। এই নদীর উপর একটা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজটির নাম শেখ ফজলুল হক মনি সেতু।খারাপ লাগার একটা বিষয় এত ছোট একটা ব্রিজ ট্রোল আদায় করা হয়। আর এই নদীর দৃশ্য বিকেলে আরো অনেক সুন্দর দেখা যায়। বিকেলে যখন সূর্য অস্ত যাই তখন অনেক মানুষ ব্রিজের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য পর্যবেক্ষণ করে সৌন্দর্য উপভোগ করে। যেহেতু এটি গ্রামের একটা নদী তাই এখানে গ্রামের সৌন্দর্য দেখা যায়। গ্রামের শিশুরা নদীর নৌকা চালাই এবং তারা নদীতে সাঁতার কাটতে পছন্দ করে। নদীর তীরবর্তী অঞ্চলের শিশুরা অনেক সাহসী হয় তারা কোন ভয় করেনা নদীতে নেমে চলে যায় যখন তখন। কারণ তারা ছোট থেকে এই কাজে অভ্যস্ত। সবকিছু মিলিয়ে একটা কথাই বলা যায় এই নদীটা এই এলাকার সৌন্দর্য বর্ধন করেছে। কারণ নদী একটা এলাকার সৌন্দর্য বর্ধন করতে ভূমিকা রাখে। এই নদী ও তার ব্যতিক্রম না। থেকে বড় কথা বাংলাদেশ নদীমাতৃক দেশ সৌন্দর্য পরিবর্তন করেই নদী। ব্যক্তিগতভাবে আমার নদীকে অনেক ভালো লাগে।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord