Our Village Playground

in blurt-188398 •  2 months ago 

20241102_162814.jpg

This is our village playground. Many people are playing football cricket here, many are playing today's game, I am enjoying it a lot. Today, I shared with you the picture of children playing together with adults. Apart from playing football, they enjoy many different things. There are two separate teams for juniors and seniors. They play football differently. The most remarkable thing is that everyone here plays different football games with it. Now an important point. So regular crowds gather here to watch football matches. With important beliefs everyone enjoys playing football very well. Today I am showing you another day of football. Hope you can enjoy it very much. Along with playing football, everyone here is playing other sports as well. And I mainly like football cricket two games. So football has become a more popular sport for us.

20241102_162805.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

20241102_162742.jpg

20241102_162749.jpg

এটা আমাদের গ্রামের খেলার মাঠ। এখানে অনেকে ফুটবল ক্রিকেট খেলে আজকের খেলা খেলছে অনেকে এটা দেখে আমি অনেক এনজয় করছি। এখানে বড়দের পাশাপাশি ছোটরা খেলে আজকে ছোটদের খেলার ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফুটবল খেলার পাশাপাশি তারা অভিহীন ধরনের বিষয় ইনজয় করে। এখানে ছোটদের টিম এবং বড় দুটি আলাদা। আলাদা আলাদা ভাবে তারা ফুটবল খেলে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এখানে সবাই এর সাথে ভেদা ফুটবল খেলা খেলে। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই রেগুলার এখানে অনেক জনসমাগম হয় ফুটবল খেলা দেখার জন্য। সাথে গুরুত্বপূর্ণ বিশ্বাসে ফুটবল খেলার সবাই খুব ভালোভাবে ইনজয় করে। আজকে অন্য একটা দিনে ফুটবল খেলার বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখে খুব ভালো ধরনের ইনজয় করতে পারবেন। ফুটবল খেলার সাথে সাথে এখানে সবাই অন্যান্য খেলা ও ফেলছে। আর আমি মূলত ফুটবল ক্রিকেট দুটো খেলা কে পছন্দ করি। তাই ফুটবল আমাদের জন্য অধিক জনপ্রিয় খেলা হিসেবে পরিণত হয়েছে।

20241102_162746.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

A beautiful Islamic song of green rain school.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!