Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh
Red flower is a very popular flower. Which is used in beauty enhancement. It is often used very well. Its use is seen in everything from home decor. It is a very popular flower. So it is used for all tasks including housework and red flowers are very beautiful to look at. So it can be placed anywhere from around the house. We are always fascinated by the beauty of flowers, but not that. Sometimes the beauty of leaves attracts us and someone's policy seems to look very beautiful. Beautiful leaves easily attract everyone and help to attract attention. Lal Agnishwar is the best example of this. The color of its leaves makes everyone smile which is a very important thing. To enjoy its beauty, you must see it with your own eyes. When dew or rain falls on these beautiful leaves, the beauty is enhanced. Then it looks very beautiful which is very charming. You can enjoy watching it yourself with great satisfaction. Even if there are no flowers, it looks very beautiful. It will take some time to flower, it will take a long time to flower. A long time of care can result in the appearance of flowers. Being a tree is very easy and not very difficult so it should be taken care of very well. You can place it anywhere inside or outside the house and it will spread beauty wherever you place it. It can be placed in a medium-sized tub and placed in any room. However, at night inside the room, it should be kept in the sun for the first time, not too much sun, so that it adjusts. Even if it is kept outside the house, it cannot be kept on the hard road, if it is kept in the sun, the color of the leaves will burn and the composition will be destroyed. The plant should be kept in a shady place. Water should be given regularly, but not too much. If you give too much, the water may accumulate at the base of the plant and reach the roots. After some days the soil should be applied with nutrient rich bull and nutrient enrichment business etc. Flowers come early. Those leaves that die must be plucked from there otherwise other plants may die. Trees are our beneficial friends.It has to be properly cared for, if not properly
cared for it appears that there will be problems later on. Later it will not grow very well.
I give them guidance and support and show them how to plant. Buyers cannot buy less than 30-40 rupees from wholesalers. Those who buy wholesale are more profitable. The grapefruits here are taken to sell as they do not get a fair price in the market. There is a good demand for grapefruit. Grapefruit is available at a much lower price than other fruits. Very rich in nutrients so this tree though I have one in my house but I have made another seedling from the bridge here many of them come together when they grow up I will plant them separately as this is later I have a plan to grow more trees as I want to cultivate commercially. They said that it is ready and available at a good price. Grapefruit is in great demand as it is tasty and juicy. Lemon crops are very beneficial for the body so two varieties are being expanded nationwide by producing seedlings through cuttings. Like every year, this year too there is a possibility of good yield. Grapefruit is a very common fruit of Bangladesh which is more or less loved by all people.
Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.
লালফুল অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। যা সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা হয়। এটি সচরাচর খুব ভালোভাবে ব্যবহার করা হয়। গৃহসজ্জা থেকে শুরু করে সবকিছুতে এর ব্যবহার দেখা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। তাই বাসার কাজ সহ সকল কাজ এটি ব্যবহার করা হয় এবং লাল ফুল দেখতে খুব সুন্দর লাগে। তাই এটি বাসার আনাচে-কানাচি থেকে শুরু করে সব জায়গায় রেখে দেয়া যায়। সব সময় যে ফুলের সৌন্দর্যেই আমরা মুগ্ধ হই ওইটা কিন্তু না। কখন কখন পাতার সৌন্দর্য আমাদেরকে আকর্ষিত করে কারও নীতি খুব সুন্দর একটি দেখতে মনে হয়। সুন্দর পাতা সহজে সবাইকে আকর্ষিত করে এবং মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে।লাল অগ্নিশ্বর এটি হচ্ছে এর উৎকৃষ্ট উদাহরণ।এর পাতার রং সবাইকে মুখরিত করে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে নিজের শরীরে দেখতে হবে নিজের চোখে দেখতে হবে। যখন এই সুন্দর পাতা গুলোর উপর শিশির অথবা বৃষ্টি পড়বে তখনই সৌন্দর্য একটু একদম বৃদ্ধি পায়। তখন দেখতে অনেক সুন্দর লাগে যেটা অনেক মনোমুগ্ধকর। আপনি নিজেই এটি দেখে অনেক তৃপ্তির সাথে এনজয় করতে পারবেন। ফুল না হলেও এটি অনেক দেখতে সুন্দর লে দেখায় অনেক কাজ আছে যেগুলোতে ফুল হয় না কিন্তু পাতার সৌন্দর্যে মানুষকে আকর্ষিত করে বেশি। ফুল হলে একটু সময় লাগবে ফুল হতে অনেকদিন পর্যন্ত করতে হবে। অনেকদিন পরিচর্যা ফলে ফুলের দেখা মিলতেও পারে।
গাছ হওয়াটা খুবই সহজ আবার অত্যন্ত কঠিনোও না তাই অত্যন্ত ভালোভাবে যত্ন করা উচিত । এটিকে ঘরের ভেতরে বা বাইরে সব জায়গাতে রাখতে পারবেন যে জায়গাতে রাখবেন সেই জায়গাতেই সৌন্দর্য ছড়াবে। মাঝারি সাইজের টবে লাগিয়ে যেকোনো রুমে রাখা যাবে।তবে ঘরের ভেতরের রাতে প্রথম প্রথম একটু রোদে রাখতে হবে হালকা রোডে বেশি রোদে না যেন এটা এডজাস্ট হয়ে যায় । আবার ঘরের বাইরে রাখলেও কড়া রোডে রাখা যাবে না করা রোদে রাখলে পাতার রং ঝলসে যাবে এবং সংযোজন নষ্ট হয়ে যাবে। গাছটিকে রাখতে হবে আলোছায়া যুক্ত জায়গায়। পানি দিতে হবে নিয়মিত কিন্তু খুব বেশি দেয়া যাবে না বেশি দিলে পরবর্তীতে গাছে গোঁড়ায় পানি জমে শিকড় পৌঁছে যেতে পারে । কিছু দিন পর পর মাটিতে পুষ্টিগুণ সম্পন্ন ষাঁড় এবং পুষ্টি সমৃদ্ধচার ব্যবসার ইত্যাদি প্রয়োগ করতে হয়। ফুল আসে তাড়াতাড়ি।যে কথা মরে যাবে সেই পাতাগুলো ওইখান থেকে ছিড়ে ফেলতে হবে তা না হলে অন্য কথাগুলো মরে যেতে পারে। গাছ আমাদের উপকারী বন্ধু।এটি সঠিক পরিচর্যা করতে হবে সঠিক পরিচর্যা না করলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে সমস্যা হবে। পরবর্তীতে এটি খুব ভালোভাবে বৃদ্ধি করবে না।
আমি তাদেরকে দিকনির্দেশনা প্রদান করি এবং সাহায্য সহযোগিতা প্রদান করি এবং কিভাবে তারা রোপন করবে সেটি দেখিয়ে দেয়। পাইকারদের কাছ থেকে ক্রেতারা ৩০-৪০ টাকার কমে কিনতে পারেন না। যারা পাইকারি কিনি তারাই বেশি লাভবান হচ্ছে। বাজারে ন্যায্য দাম না পাওয়ায় এখানকার জাম্বুরা বিক্রি করতে নিয়ে যান। সেখানে জাম্বুরার ভালো চাহিদা রয়েছে এজাম্বুরা অন্যান্য ফলের তুলনায় দামে অনেক কম পাওয়া যায়। অনেক পুষ্টিমণ সমৃদ্ধ তাই এই গাছ যদিও আমার বাড়িতে একটা আছে তারপরও আমি ব্রিজ থেকে আর একটা চারা তৈরি করেছি এখানে অনেকগুলো তারা একসাথে আসে এগুলো বড় হলে পর্যায়ক্রমে আমি আলাদা আলাদা করে রোপন করব কারণ এটি পরবর্তীতে আমার আরো গাছ বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ আমি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য প্রস্তুত এবং দামও ভালো পাওয়া যায় বলে জানান তারা।জাম্বুরা সুস্বাদু ও রসালো হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। লেবু জাতীয় ফসলের শরীরের জন্য অনেক উপকারী তাই দুটি জাত কলমের মাধ্যমে চারা উৎপাদন করে দেশব্যাপী সম্প্রসারণ করা হচ্ছে। প্রতি বছরের মত এবারও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। জাম্বুরা বাংলাদেশের একটি বহুল প্রচলিত একটি ফল যা সকল মানুষই কম বেশি পছন্দ করে।
ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।