A Rainy Day

in blurt-188398 •  2 months ago 

20241003_105908.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


It was raining in the morning so there was no way to go out. So I was enjoying the rain sitting from the balcony. In this way, I took many pictures of the weather outside from the balcony. And experienced a rainy day which is a wonderful experience. What I'm feeling right now can't really be expressed in words. I thought I would write a poem sitting here. If I were a poet, I would have written it now. All of us friends used to play football together during childhood on rainy days, it was a different kind of fun. I love to sing on rainy days. Sometimes everyone sings together with tea chat.

20241003_105930.jpg

We all tried to sing together whether we could sing or not. Really childhood days were very beautiful. So sitting on the balcony today I reminisced for a while. Beautiful rice fields can be seen in front. All the sky has assumed a beautiful form. It looks very beautiful. Birds take shelter under wet tree branches to escape the rain. Today I feel really happy to see something brand new. This beautiful feeling cannot be expressed in words. Everyone likes rainy days more or less and I am no exception. I am very happy to see this incredible beauty. In fact, it is so beautiful that it is impossible to express it in writing.
If you want to write a poem on a rainy day, but I am not very good at writing poetry. Many poets became famous by writing poems on this rainy day. Looks like today is coming to an end. I will remember this day.

20241003_105924.jpg

Many people want to relax at home on rainy days. I am also no exception. I love reading favorite books with a cup of tea especially on rainy days. Many people do raining. Many people want to spend time with their loved ones and take them for walks and get wet in the rain with them. Many people like to eat khichuri and beef on rainy days. This beef and khichuri cooks in many homes on rainy days.
On rainy days, the weather is relatively cool, so sleep is also very good. Sleep is good both day and night. During the hot season, such an uncomfortable environment is not created like sleeping. And I didn't talk about tea chat with loved ones. Many people just want to spend such days sleeping.
The rain cools down the hot atmosphere of the city. The trees of the dusty city are cleansed and given new life.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

20241003_105917.jpg

সকালে বৃষ্টি হয়েছিল তাই বাইরে বের হওয়ার কোনো উপায় ছিলোনা। তাই বেলকুনি থেকে বসে বৃষ্টি উপভোগ করছিলাম। এভাবে বেলকুনি থেকে বাইরের আবহাওয়ার অনেকগুলো ছবি নিয়েছি । আর অনুভব করেছি একটি বৃষ্টিমুখর দিনকে যা একটি অসাধারণ অভিজ্ঞতা। এ মুহূর্তে আমি যা অনুভব করছি তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাবলাম একটা কবিতা লিখব এখানে বসে বসে। যদি কবি হতাম তাহলে এখনই লিখে ফেলতাম। আমরা সকল বন্ধুরা মিলে শৈশবের সময় বৃষ্টির দিনে ফুটবল খেলতাম সে এক অন্যরকম মজা ছিল । বৃষ্টির দিনে গান গাইতে আমার অনেক ভালো লাগে।মাঝে মাঝে সবাই একসাথে চায়ের আড্ডার সাথে গানও বলা হয়।

20241003_105912.jpg

গান পারি বা না পারি সবাই মিলে গান গাওয়ার চেষ্টা করতাম। সত্যি শৈশবের দিনগুলো অনেক সুন্দর ছিল।তাই বেলকুনিতে বসে আজকে অনেক স্মৃতিচারণ করলাম কিছুক্ষণ।সামনে সুন্দর ধানের ক্ষেত দেখা যায়। সমস্ত আকাশ যেন একটি সুন্দর রূপ ধারণ করেছে। দেখে মনে হয় অনেক সুন্দর। ভেজা গাছের ডালের আড়ালে পাখিরা আশ্রয় নিচ্ছে বৃষ্টি হাত থেকে বাঁচার জন্য। আজ আমি সত্যিই অনেক আনন্দিত মনে হচ্ছে একেবারে নতুন কিছু দেখছি। এই সুন্দর অনুভূতি আর ভাষায় প্রকাশ করা যাবে না। বৃষ্টির দিন সবারই কম বেশি পছন্দ আমিও তার মধ্যে ব্যতিক্রম নয়। এই অসম্ভব সৌন্দর্য দেখে আমার মনে খুব আনন্দ হচ্ছে। আসলে অনেক সুন্দর যা লিখে প্রকাশ করা সম্ভব নয়। বৃষ্টির দিনে ইচ্ছা করলে একটা কবিতা লিখে ফেলানো যায় কিন্তু আমি খুব একটা দক্ষ না কবিতা লেখাতে। অনেক কবিরা এ বৃষ্টির দিনে কবিতা লিখেই বিখ্যাত হয়েছেন । দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে। আমার এই দিনটির কথা মনে থাকবে।

বৃষ্টির দিনে অনেকেই ঘরে বসে আরাম আয়েশ করতে চান। তেমনি আমিও তার ব্যতিক্রম না। বিশেষ করে বৃষ্টির দিনে এক কাপ চা নিয়ে পছন্দের বইগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। অনেকে বৃষ্টিবিলাসের করেন। অনেকে আবার চাই প্রিয়জনের সাথে সময় কাটাতে এবং তাকে নিয়ে ঘুরতে যেতে এবং তার সাথে বৃষ্টিতে ভিজতে। আবার অনেকে পছন্দ করে বৃষ্টির দিনে খিচুড়ি এবং গরুর মাংস খেতে। এই গরুর মাংস এবং খিচুড়ি বৃষ্টির দিনে অনেক বাড়িতে রান্নার ধুম পড়ে যায়।
বৃষ্টির দিনে আবহাওয়া টা তুলনামূলক শীতল থাকে তাই ঘুমটাও অনেক ভালো হয় । দিনে রাতে উভয় সময়েরই ঘুমটা ভালো হয় । গরমের সময় ঘুমের মত এরম অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয় না । আর প্রিয় মানুষের সাথে চায়ের আড্ডার কথা নাই বললাম। আবার অনেকে শুধু এমন দিন ঘুমিয়েই কাটিয়ে দিতে চান । শহরের গরম পরিবেশটাকেও শীতল করে তোলে বৃষ্টি । ধুলাবালিতে জমে থাকা শহরের গাছগুলো পরিষ্কার হয়ে যায় এবং নতুন প্রাণ ফিরে পায়।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!