Grapefruit Tree

in blurt-188398 •  2 months ago 

20241010_074759.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Grapefruit is a very profitable plant. I have planted a grapefruit tree in my yard and am trying to take care of it. It is very profitable and everyone wants to cultivate it. Moulvibazar Bangladesh is the most cultivated damra. The soil of this region is very suitable for grapefruit cultivation and soil fertility is very important because of the fact that we grow more in this region. Farmers always have a smile of satisfaction when they get profit from grapefruit cultivation. Since the fruit of the grapefruit tree lasts for a long time, it can be cultivated commercially to make it self-reliant. It is possible to get the yield of grapefruit within two to three years of planting. But the seed seedlings that I have planted will take 5-6 years to bear fruit from here. Each tree lives for forty to fifty years and bears fruit for a long time. Usually flowers come in February-March and fruits come in October to November. We don't sell it, we try to eat it at home and if we get any grapefruit from this new plant we eat it at home and distribute it among family and relatives. Grapefruit is in high demand as it is a vitamin rich food. It is well cultivated in many parts of the country. Most of the above we are growing commercially, which is very important and there are regular things that need to be done to increase the yield. The people of the village make their own Dampura wherever there is an empty space around the homestead. Grapefruit is also known as Batabi Lebu in some regions. Compared to other fruits, grapefruit is cheaper and full of nutrients.

20241010_074758.jpg

This sour-sweet fruit is very good to be eaten with salt, pepper and chili pepper. We also try to eat it. Planted and cared for properly so it's starting to grow so much we planted the seeds so it's taking so long for us to grow. As per the advice of the Upazila Agriculture Officer, I have planted grapefruit trees and he has given me the instructions on how to plant, how to apply fertilizer when it grows and how to control pesticides. Get very good yield. Many grapefruits will be available per plant if the yield is good. Most of them are local varieties. I enjoyed eating the grapefruit so I saved these seeds and planted them. When I planted the seedlings I thought maybe they wouldn't grow out of the seeds as I was trying to find out, but later I saw that when they were planted, the star slowly came out. Came out and started nursing then slowly four started to grow. Many people are interested in planting this nutritious fruit around their homes.

I give them guidance and support and show them how to plant. Buyers cannot buy less than 30-40 rupees from wholesalers. Those who buy wholesale are more profitable. The grapefruits here are taken to sell as they do not get a fair price in the market. There is a good demand for grapefruit. Grapefruit is available at a much lower price than other fruits. Very rich in nutrients so this tree though I have one in my house but I have made another seedling from the bridge here many of them come together when they grow up I will plant them separately as this is later I have a plan to grow more trees as I want to cultivate commercially. They said that it is ready and available at a good price. Grapefruit is in great demand as it is tasty and juicy. Lemon crops are very beneficial for the body, so two varieties are being expanded across the country by producing seedlings through cuttings. Like every year there is a possibility of good yield this year too. Grapefruit is a very common fruit of Bangladesh which is more or less loved by all people.

20241010_074754.jpg

This is the most expensive tree among these trees and it is a very demanding tree. This tree looks very beautiful and is very useful. I went to the market and took pictures of some trees this time. It is really beautiful to look at and plays an important role in maintaining the balance of the environment. This plant should be grown indoors and with light care it grows very large and adds a lot of beauty and removes air pollutants. I also like to eat this tree. I bought this tree and the trees look very beautiful. And it is a tree of many beautifications. Many people bring this tree home as a hobby. Because it adds a lot of beauty, it also looks beautiful and feels good. I also buy from the market and take care of it. Everyone actually likes it very much and I am no exception. They sell the trees of long ago. If you are looking for a beautiful house plant then I don't think there is any alternative to this tree. So this plant is used by many people worldwide and kept at home. And if you don't buy this plant then you won't get clean air at home. I hope you understand how to buy and care for this tree.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

জাম্বুরাতে অনেক লাভজনক একটি গাছ। আমি আমার বাড়ির আঙিনায় একটি জাম্বুরা গাছ লাগিয়েছি এবং পরিচর্যা করার চেষ্টা করছি। এটি অত্যন্ত লাভজনক হয় সবাই এটি চাষ করতে চায়। মৌলভীবাজার বাংলাদেশ সব থেকে বেশি দামড়ার চাষ হয় থাকে । এ অঞ্চলের মাটি জাম্বুরা চাষ হওয়ার জন্য খুব উপযোগী এবং এই অঞ্চলে আমরা বেশি চাষ হয় এই কারণে মাটির উর্বরতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ।জাম্বুরা চাষে লাভ হলে কৃষকের মুখে থাকে সবসময় তৃপ্তির হাসি। জাম্বুরা গাছে দীর্ঘদিন ফল হওয়ায় এটি বাণিজ্যিকভাবে চাষ করে আত্মনির্ভরশীল হওয়ার পথ সুগম করা যায়।গাছ লাগানোর দুই তিন বছরের মধ্যে জাম্বুরার ফলন পাওয়া সম্ভব। তবে আমি যেটি লাগিয়েছি সেটা বীজের চারা গাছ এখান থেকে ফলন পেতে ৫-৬ বছর লাগবে ।প্রতিটি গাছ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বাচে ফলনও পাওয়া যায় দীর্ঘ দিন ধরে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ মাসে ফুল আসে এবং ফল আসে অক্টোবর থেকে নভেম্বরে ফল পাওয়া যায়।আমরা এটি বিক্রি করি না আমরা বাড়িতে খাওয়ার চেষ্টা করি এবং এই নতুন গাছটি লাগিয়েছি সেখান থেকে যদি কোন জাম্বুরা পাই সেটা আমরা বাড়িতে খাবো এবং পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে বিলিয়ে দিব ।ভিটামিন সমৃদ্ধ খাবার হওয়ায় জাম্বুরার চাহিদা রয়েছে ব্যাপক। দেশের অনেক অঞ্চলে এটি ভালোভাবে চাষ হয়। অনেক উপরে থাকে আমরা বাণিজ্যিকভাবে চাষ হয়, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেখানে রেগুলার ফলন বৃদ্ধি করার জন্য যা যা করার প্রয়োজন সেটা রেগুলার করা হয়। গ্রামের মানুষ বসতবাড়ির আশেপাশে বাড়ি আশেপাশে বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা যেখানে আছে সেখানে দাম্পুরা তার আপন করে। কোনো কোনো অঞ্চলে জাম্বুরা বাতাবি লেবু নামেও পরিচিত। অন্যান্য ফলের তুলনায় জাম্বুরা দামে সস্তা এবং পুষ্টিগুনে ভরপুর ।

20241010_074749.jpg

টক-মিষ্টি এ ফলটি লবণ মরিচ ঝাল মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে আমরাও মাখিয়ে খাওয়ার চেষ্টা করি । সারা লাগিয়ে সঠিকভাবে পরিচর্যা করছি তাই এটি অনেক বড় হতে শুরু করেছে এটি আমরা বীজ রোপন করেছিলাম তাই এত দেরি হচ্ছে আমাদের এটাই বড় হতে। উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ ক্রমে আমি জাম্বুরা গাছ লাগিয়েছি এবং তিনি যে দিক নির্দেশনা আমাকে দিয়েছেন কিভাবে রোপন করতে হবে কিভাবে সেটা বড় হলে কিভাবে সার প্রয়োগ করতে হবে এবং কিভাবে কীটনাশক দমন করতে হবে তা সকল পরামর্শক্রমে আমি চারা রোপন করেছি এবং তারা বড় হতে শুরু করেছে আশা করি অনেক ভাল ফলন পাব। গাছ প্রতি অনেক জাম্বুরা পাওয়া যাবে যদি ফলন ভালো হয়। এগুলো বেশির ভাগই স্থানীয় জাতের। জাম্বুরাটি খেয়ে আমার খুব ভালো লাগছিল তাই এই বীজগুলো সংরক্ষণ করে আমি চারারকম করি ।আমি যখন চারা রোপন করি তখন ভাবছিলাম হয়তো তারা টিপ বের হবে না বীজ থেকে চাই যেহেতু আমি জানার আপন করছি তারপরও পরবর্তীতে দেখতে পেলাম বীজ থেকে যখন তারা রকম করলাম আস্তে আস্তে এসে তারাটি বের হয়ে আসলো এবং পরিচর্যা শুরু করলাম তারপরে আস্তে আস্তে চারটি বড় হতে শুরু করেছে। অনেকেই আগ্রহ হয়ে এই পুষ্টিগুণ সম্পন্ন ফল তার বাড়ির আশেপাশে রোপন করতে চাই ।

আমি তাদেরকে দিকনির্দেশনা প্রদান করি এবং সাহায্য সহযোগিতা প্রদান করি এবং কিভাবে তারা রোপন করবে সেটি দেখিয়ে দেয়। পাইকারদের কাছ থেকে ক্রেতারা ৩০-৪০ টাকার কমে কিনতে পারেন না। যারা পাইকারি কিনি তারাই বেশি লাভবান হচ্ছে। বাজারে ন্যায্য দাম না পাওয়ায় এখানকার জাম্বুরা বিক্রি করতে নিয়ে যান। সেখানে জাম্বুরার ভালো চাহিদা রয়েছে এজাম্বুরা অন্যান্য ফলের তুলনায় দামে অনেক কম পাওয়া যায়। অনেক পুষ্টিমণ সমৃদ্ধ তাই এই গাছ যদিও আমার বাড়িতে একটা আছে তারপরও আমি ব্রিজ থেকে আর একটা চারা তৈরি করেছি এখানে অনেকগুলো তারা একসাথে আসে এগুলো বড় হলে পর্যায়ক্রমে আমি আলাদা আলাদা করে রোপন করব কারণ এটি পরবর্তীতে আমার আরো গাছ বাড়ানোর চিন্তাভাবনা আছে কারণ আমি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য প্রস্তুত এবং দামও ভালো পাওয়া যায় বলে জানান তারা।জাম্বুরা সুস্বাদু ও রসালো হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। লেবু জাতীয় ফসলের শরীরের জন্য অনেক উপকারী তাই দুটি জাত কলমের মাধ্যমে চারা উৎপাদন করে দেশব্যাপী সম্প্রসারণ করা হচ্ছে। প্রতি বছরের মত এবারও ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। জাম্বুরা বাংলাদেশের একটি বহুল প্রচলিত একটি ফল যা সকল মানুষই কম বেশি পছন্দ করে।

20241010_074747.jpg

এইসব গাছের ভিতর ভিতরে সবথেকে দামি গাছ এটি এবং এটি অনেক চাহিদা সম্পন্ন একটি গাছ।এই গাছ দেখতে অনেক সুন্দর লাগে আবার অনেক উপকারী। আমি আমি বাজারে গিয়ে এইবার কিছু গাছ ছবি তুলেছি। আসলেই দেখতে অনেক সুন্দর এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গাছ বাড়ির ভিতরে রেখে বড় করতে হয় এবং হালকা যত্নে এই গাছ অনেক বেশি বড় হয় এবং অনেক সৌন্দর্য বর্ধন করে এবং বাতাসের দূষিত পদার্থগুলো দূর করে। এই গাছ আমারও খেতে অনেক ভালো লাগে। আমি এই গাছ কিনে নিয়ে আসি গাছগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। আর এটি অনেক সৌন্দর্য বর্ধনের একটি গাছ। অনেকে শখের বসে এই গাছ নিয়ে এসে রাখে বাসায়। কারণ এটি অনেক এটি অনেক সুন্দর্য বর্ধন করে তার পাশাপাশি এটি দেখতে অনেক সুন্দর এবং ভালো লাগে । আমিও বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবং পরিচর্যা করি। সবাই আসলে এটি অনেক খুব পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না আমিও অনেক পছন্দ করি । অনেক আগের দিনের গাছ তারা বিক্রি করে। যদি অনেক সুন্দর গাছ খুঁজে থাকেন বাসার বাড়ির জন্য তাহলে এই গাছের বিকল্প গাছ আছে বলে আমার মনে হয় না। তাই এই গাছটা বিশ্বব্যাপী অনেকেই ব্যবহার করে এবং বাসায় রাখে। আর যদি এই গাছ না কিনেন তাহলে বাড়িতে বিশুদ্ধ বাতাস পাবেন না । আপনারা কিভাবে এই গাছ কিনবেন এবং পরিচর্যা করবেন আশা করি বুঝতে পেরেছেন ।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!