Tree decorating the house

in blurt-188398 •  2 months ago 

20241024_094617.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


There are various works of decorating the house inside the house. Different types of trees are used to decorate music rooms in all areas starting from residential areas. The photo was taken from inside a house
People do these things at home for a bit of brick-and-cement relief in urban living. Proximity to plants is becoming very rare day by day. Nowadays many people do these jobs at home. Apart from beautifying, they provide oxygen and also play a very important role in maintaining the balance of the environment. Having beautiful plants in the home not only adds to the aesthetics of the home, but also creates a peaceful atmosphere. So if you wish you can decorate your house with beautiful trees and you can decorate your house with many beautiful songs, the beauty will increase while the amount of fresh air in your house will increase.In this case also the soil should be cleaned so that the water reaches inside the soil. Spread the seeds very lightly in the tub. The seeds should be buried in the soil with manure. Water should be given regularly, the speed of water should not be too strong, water damage should occur. Attention should be paid to the speed of water so that the organic fertilizer coating on the seeds does not move. Smaller seeds should be watered more carefully so as not to damage and dislodge the seeds. This is important because germination can be disrupted. So instead of pouring water over all the tubs, it should be arranged at the bottom so that many important tasks are completed. If you want to grow flowers in a tub, you need to do a lot of maintenance. Many times after planting they can attack your seedlings by attacking birds, insects etc. So you have to keep an eye on the birds to prevent them from attacking the insects and monitor them with importance and find out where the problems are. Necessary medicine should be used so that insects or ants cannot attack the crops. However, to save the crop from birds, the tub should be covered with a net. Shade-loving plants can be planted in tubs on your patio, roof and balcony which add beauty to your home and increase the fresh air here and they also look very nice. But you have to take steps by choosing the right plants to use in the decoration. In this context, researchers and scientists say that many plants that survive in the shade can be planted indoors in tubs. Among these are ivy vine, patabahar, money plant, phyllo dendron, dracaena, croton, bahari kachu, palm, anthurium, dieffenbeckia, maranta, among many other important plants. Each of these has different variations with different beauty. You can find these plants by searching in different nurseries. The price is not too high and is affordable.

20241024_094615.jpg

You have to decide for yourself how to decorate. Tubs and plants should be selected that match the furniture and other materials of the room to look good. Its position and size should be kept in how many divisions so that there are not too many bushes and big trees. There are many trees that survive in the shade. But it is good if there is enough light and air movement in the house. The plants should be kept in such a way that the space of the plants with other furniture of the house is very free so that it is convenient for cleaning. Proper planning is required to remove one tree at a time. Among the herbs, this plant is very important for everyone and plays a very important role in maintaining the balance of the environment. So this tree must be maintained very carefully so that the balance of the environment is preserved. Apart from that, you should take care to keep your house very beautiful and look very nice and recommend it to everyone. In this case proper planning is very important. Trees should be planted in consultation with expert people, without proper advice and proper ideas, the tree may be damaged later on. Chemical fertilizers, pesticides, etc., should be used as little as possible, and natural fertilizers should be given to the plants.

20241024_094607.jpg

Apart from that you can take stone Khushi Khushi stone to enhance the beauty in the tub. It is a very important subject as it is very necessary to work with composition is not good so you have to take regular and proper method. By taking care and keeping the plant tub clean and dry, there will be no risk of harmful pathogens entering the house. These plants play an important role in enhancing the atmosphere of the house which is very important as it enhances the beauty as well as enhances the beauty of the house. It balances the oxygen in the air and the temperature of the environment also decreases relatively. Plants balance the air by increasing the supply of oxygen to offset the carbon emissions caused by using refrigerators.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

ঘরের ভেতরে ঘর সাজানোর নানা রকম কাজ রয়েছে । আবাসিক এলাকা থেকে শুরু করে সব এলাকাতেই গান ঘর সাজানোর জন্য বিভিন্ন প্রকার গাছ ব্যবহার করা হয়। ছবিটি একটি বাড়ির ভেতর থেকে তোলা শহুরে জীবনযাত্রায় ইট-সিমেন্টের একটু স্বস্তির জন্য মানুষ এই কাজগুলো বাড়িতে করে। গাছপালা সান্নিধ্য দিন দিন অনেক দুর্লভ হয়ে যাচ্ছে। আজকাল অনেকেই বাড়িতে এই কাজগুলো রোপন করে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এগুলো অক্সিজেন সরবরাহ করে তার পাশাপাশি এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশের ভারসাম্য রক্ষায়। সুন্দর সুন্দর উদ্ভিদ বাড়িতে থাকলে তাতে গৃহসজ্জায় নান্দনিকতার পাশাপাশি প্রশান্ত এক পরিবেশও তৈরি হয়। তাই আপনি নিজে ইচ্ছা করলে নিজের ঘরটি এরম সুন্দর গাছ দিয়ে সাজাতে পারেন এবং নিজের বাড়িটি অনেক সুন্দর গান দিয়ে সাজাতে পারেন সৌন্দর্য বৃদ্ধি পাবে অন্যদিকে আপনার বাড়ির বিশুদ্ধ বাতাসের পরিমাণটা বৃদ্ধি পায়। ছায়াপ্রেমী উদ্ভিদ আপনার বাড়ির আঙিনা, ছাদ ও বারান্দায় রাখা টবের মধ্যে লাগাতে পারেন যা আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধি করে এবং এখানে বিশুদ্ধ বাতাস বাড়িয়ে দেয় এবং দেখতেও এগুলো খুব সুন্দর লাগে ঠিক আছে তারা নিয়মিত এগুলো করার জন্য পরামর্শ দেয়। কিন্তু গৃহসজ্জায় কী কী উদ্ভিদের ব্যবহার করবেন সেটা সঠিকভাবে নির্বাচন করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। এ প্রসঙ্গে গবেষক এবং বিজ্ঞানীরা বলেন, ছায়ায় বেঁচে থাকে এমন অনেক উদ্ভিদ ঘরের ভেতরে টবে লাগানো যায়। এসবের মধ্যে আইভি লতা, পাতাবাহার, মানি প্ল্যান্ট, ফাইলো ডেনড্রন, ড্রাসেনা, ক্রোটন, বাহারি কচু, পাম, অ্যানথুরিয়াম, ডাইফেনবেকিয়া, ম্যারান্টা, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদের রয়েছে। এগুলোর প্রতিটির মধ্যে বিভিন্ন ধরনের বৈচিত্র রয়েছে বিভিন্ন সৌন্দর্য রয়েছে। বিভিন্ন নার্সারিতে খোঁজ নিলেই এসব উদ্ভিদ পাবেন। দাম খুব বেশি নয় সাধ্যের মধ্যেই থাকে।

20241024_094603.jpg

কীভাবে সাজাবেন সেটা আপনার নিজেকে নির্ধারণ করতে হবে। ঘরের আসবাব সহ অন্যান্য উপকরণের সাথে মিলে যায় এরকম টব এবং গাছ নির্বাচন করতে হবে যেন দেখতে সুন্দর লাগে। তাহার অবস্থান এবং আয়তনের কত ডিভিশনে রাখতে হবে যেন বেশি ঝাকরা এবং বড় গাছ না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অনেক গাছ আছে যেগুলো ছায়ায় বেঁচে থাকে। তবে ঘরে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল থাকলে ভালো। গাছগুলো এমন ভাবে রাখতে হবে যেন ঘরের অন্যান্য আসবাবপত্র সাথে গাছগুলোর জায়গা অনেক ফাঁকা থাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সুবিধা হয়। এক একটা গাছ ছাড়ানো খেতে সঠিক পরিকল্পনার প্রয়োজন। ভেষজ গোদের মধ্যে এই গাছ সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই গাছ খুব যত্ন সহকারে পালন করতে হবে যেন পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। তার পাশাপাশি আপনার ঘরও খুব সুন্দর থাকে এবং দেখতেও যেন খুব সুন্দর লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে এটার পরামর্শ দিতে হবে । এক্ষেত্রে সঠিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রয়োজনীয়। যারা বিশেষজ্ঞ মানুষ আছে তাদের সাথে পরামর্শ নিয়ে গাছ রোপন করতে হবে সঠিক পরামর্শ এবং সঠিক ধারণা না থাকলে পরবর্তী দেখা যাচ্ছে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছের রাসায়নিক সার কীটনাশক ইত্যাদি কম প্রয়োগ করতে হবে যত প্রকার পারেন যে ন্যাচারাল স্যার গবর ছাড় এগুলো গাছে দেয়ার চেষ্টা করতে হবে।

20241024_094555.jpg

তার পাশাপাশি টবের মধ্যে সৌন্দর্য বর্ধনের জন্য পাথর খুশি খুশি পাথর আপনি নিতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যত নিয়ে খুব প্রয়োজন রচনা নিয়ে কাজ ভালো হয় না তাই রেগুলার যত নিতে হবে সঠিক পদ্ধতি নিতে হবে । যত্ন নিলে এবং গাছের টব পরিচ্ছন্ন ও শুষ্ক রাখলে ঘরে ক্ষতিকর রোগজীবাণু হওয়ার শঙ্কা থাকবে না।গাছটা ছিটে রাখা যাবে না নিবে এগুলো পানি দিতে হবে এবং গাছের পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে এমন টপ নির্বাচন করতে হবে না ছিদ্র থাকে এবং পানি সহজেই নিষ্কাশন হতে পারে।এক্ষেত্রেও মাটির ঝরঝরে করে নিতে হবে যেন পানি মাটির ভিতরে পৌঁছায়। খুব হালকাভাবে বীজ ছড়িয়ে দিতে হবে টবের ভেতর। সার দিয়ে মাটির ভেতরে বীজগুলোকে পুঁতে দিতে হবে। পানি দিতে হবে নিয়মিত পানির গতি বেশি জোরে হওয়া যাবে না পানির ক্ষতি আসতে হতে হবে। লক্ষ্য রাখতে হবে পানির গতিতে যাতে বীজের উপর জৈব সারের আবরণ সরে না যায়। যে সব বীজ আকারে ছোট সেগুলোর ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করে পানি দিতে হবে যেন কোন ক্ষতি না হয় এবং বিদ গুলো যেন সরে না দেয়। অঙ্কুরোদগমে ব্যঘাত ঘটতে পারে তাই এটি গুরুত্বপূর্ণ। তাই সব টবের উপর দিয়ে পানি না দিয়ে তলা দিয়ে শেষের ব্যবস্থা করতে হবে যাতে অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। ফুল চাষ টবে করতে হলে অনেক পরিচর্যা করতে হবে। অনেক সময় তারা রোপন করার পরে পাখি পোকামাকড় ইত্যাদিতে আক্রমণ করে আপনার চারা নষ্ট করে ফেলতে পারে যেন পাখি পোকামাকড় আক্রমণ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং গুরুত্বটা দিয়ে এগুলো মনিটরিং করতে হবে এবং কোথায় কি সমস্যা আছে সেগুলো খতিয়ে বের করতে হবে। ফসলে যেন পোকা বা পিপড়া আক্রমণ না করতে পারে সেই জন্য প্রয়োজনীয় ঔষধ ব্যবহার করতে হবে। তবে পাখির হাত থেকে ফসল বাঁচাতে হলে টবের উপর জাল দিয়ে ঢেকে রাখতে হবে। ঘরের সভা বাড়াতে এসব উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা অনেক গুরুত্বপূর্ণ কারণ সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ঘরে শোভা বৃদ্ধি করে। এতে বাতাসে অক্সিজেনের ভারসাম্য তৈরি হয় এবং পরিবেশের তাপমাত্রাও তুলনামূলক কমে। রেফ্রিজারেটর ব্যবহার করার ফলে যে কার্বন নির্গত হয় তার সঙ্গে পাল্লা দিয়ে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে বাতাসের ভারসাম্য বজায় রাখে উদ্ভিদ।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!