Native Sweet Orange/Maltra

in blurt-188398 •  last month 

20240923_093329.jpg

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @kingparvez from Bangladesh


Although malta is a foreign fruit, it is widely cultivated in the country. Farmers in Bangladesh have started its cultivation using foreign technologies and techniques. So now it is widely seen in the market of a country. Many people call this malta sweet orange. Malta is delicious and juicy to eat. But the native material does not have the same beautiful color as the foreign material. The color of native Malta is green. Despite its green color, the inside is very sweet. Because it is sweet inside, people like it very easily. The price of foreign Malta is very high. Cultivation of native malt is widespread in different parts of the country. Many farmers have become self-sufficient by cultivating it and employment has been created for many and unemployment has been eliminated. The demand of native Malta is important to meet the vitamin needs of the people of the country. Because it fulfills the vitamin needs of the people of Bangladesh. Domestic goods are now being commercially exported abroad. And many countries have shown interest in buying this product. Because the price of domestic goods is much lower than foreign goods.Desi malta is a popular fruit of Bangladesh. Which fulfills the needs of all types of vitamins of people. Majority of the people of the country like it and keep it in their list of fruits. Desi Malta is available in various places in Bangladesh. I mostly buy from local market. I have eaten foreign food but our desi food is very tasty. Today I will share my shopping experience. There is a local market near where I live. I go there regularly. There are two types of malta available here namely domestic malta and foreign malta. Meanwhile, I like desi Malta tie. Yesterday I bought 2 kg of desi Malta. Every day thousands of people queue up here to buy goods. The peddler uncle's behavior was very nice and polite. He gives very nice customer service. Needless to say, it is a local market but very clean. The entire shop and seating areas are very clean. The surroundings are very beautiful. The behavior of those who came to market with us was also very nice. By eating fruits, our body is prevented from various diseases.

I try to have fruits especially for breakfast. Because fruits are very beneficial to our body. There are many fruit shops in the city. Malta has become an accessible fruit of Bangladesh. So people of all ages and all classes prefer the goods. I have eaten many fruits but my favorite fruit is desi malata. I recommend everyone around me to eat Malta.

20240923_093327.jpg

Desi malta is very easily available at low cost among fruits. Doctors ask sick patients to take it regularly. Its role is very important in meeting the vitamin requirements of the patient's body. So all the doctors in the country tell sick patients to eat it regularly and fill it up. I try to eat. I try to buy when I go to the market. It is available at a very low price. It is very tasty so I try to eat it sometimes. I try to find the good ones and try to buy the good ones and keep them in the fridge at home and eat them regularly. I have these for breakfast every day. Also I recommend everyone in my house to eat it. It contains various types of vitamins that are very beneficial for the body. All people from lower class families like to eat it, the price is very low. No other product as good as this one is easily available at this price. So everyone tries to eat it. It is a very favorite food of people of Bangladesh and people like it and try to buy it. And the most important thing is that any fruit is very important for our body so if we get any fruit at a very low price then we should not miss it so I also try to buy it regularly. It is the favorite of many people in our village and everyone tries to buy it. When the farmers pluck it from the garden and bring it to the market, there are videos of people standing in line to buy it. It is very much loved by people from rich to poor in our village as it is a very cheap fruit. So I would suggest you can also watch it here.The most interesting thing about the local market shop is that many kinds of people come here to buy fruits. I myself go there to buy fruits. Because I also like to eat fruit. Knowing good results is a function of a lot of experience. So no matter what work you are going to do, you need prior experience first. Nothing can be achieved without experience so we all need to be experienced. Every job requires experience to do well.

20240923_093325.jpg

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

মালটা একটি বিদেশি ফল হওয়ার সত্ত্বেও দেশে এর চাষ হচ্ছে ব্যাপকভাবে। বাংলাদেশের চাষীরা বিদেশী প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে এর চাষ শুরু করেছে। তাই এখন একটি দেশের বাজারে ব্যাপকভাবে দেখা যায়। অনেকেই এই মালটাকে মিষ্টি কমলাও বলে।মালটা খেতে সুস্বাদু এবং রসালো। কিন্তু দেশি মালটা বিদেশি মালটার মত সুন্দর রং ধারণ করে না। দেশি মালটার রং সবুজ। সবুজ রং হওয়া সত্ত্বেও ভিতরে কিন্তু অনেক মিষ্টি। ভিতরে মিষ্টি হওয়ার কারণে মানুষ খুব সহজেই পছন্দ করে।বিদেশি মালটার দাম অনেক বেশি হয় মানুষ দেশি মালটাকে বেছে নিয়েছে দেশি মালটা খাওয়ার চেষ্টা করছে। দেশী মালটার চাষ দেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে হচ্ছে। অনেক কৃষক এটি চাষ করে স্বাবলম্বী হয়েছে এবং অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বেকারত্ব দূরীকরণ হয়েছে। দেশের মানুষের ভিটামিনের চাহিদা পূরণে দেশি মালটার চাহিদা গুরুত্বপূর্ণ। কারন এটি বাংলাদেশের মানুষের ভিটামিনের চাহিদা পূরণ করে। দেশি মালটা এখন বিদেশেও বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে। আর অনেক দেশ এই মালটা কিনতে আগ্রহ দেখিয়েছে। কারণ বিদেশি মালটা তুলনাই দেশি মালটার দাম অনেক কম।দেশি মালটা বাংলাদেশের জনপ্রিয় একটি ফল। যা মানুষের সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে ।দেশের সিংহভাগ মানুষ এটি পছন্দ করে এবং তাদের ফলের তালিকায় এটি রাখে। বাংলাদেশে দেশি মালটা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। আমি বেশিরভাগ সময় লোকাল বাজার থেকে কিনি। আমি বিদেশি মালটা খেয়েছি কিন্তু আমাদের দেশি মালটা স্বাদ অত্যন্ত সুস্বাদু। আজকে আমি আমার মালটা কেনার অভিজ্ঞতা শেয়ার করব। আমি যেখানে থাকি তার পাশে একটা স্থানীয় বাজার আছে। সেখানে আমি রেগুলার যাই। এখানে দুই রকম মালটা পাওয়া যায় দেশি মালটা এবং বিদেশী মাল্টা। এরমধ্যে আমার দেশি মালটা টাই ভালো লাগে। গতকাল আমি ২ কেজি দেশি মালটা কিনে এনেছি। প্রতিদিন হাজার হাজার মানুষ সারি সারি বেঁধে এখানে মালটা কিনতে আসে। মালটা বিক্রেতা আঙ্কেলের ব্যবহারটা অনেক সুন্দর এবং ভদ্র ছিল। অনেক সুন্দর তিনি কাস্টমারকে সার্ভিস দেন। একটা কথা না বললেই নয় এটা লোকাল বাজার হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সম্পূর্ণ দোকান এবং বসার জায়গা গুলো। আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আমাদের সাথে যারা বাজার করতে এসেছিল আসছিল তাদের ব্যবহারটাও অনেক সুন্দর ছিল। ফল খেলে আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ হয়।

বিশেষ করে সকালের নাস্তা তে আমি ফল ফল রাখার চেষ্টা করি। কারণ ফল আমাদের শরীরে অনেক উপকার করে । শহরে অনেক ফলের দোকান দেখা যাই। মাল্টা বাংলাদেশের একটি সহজলভ্য ফল হিসাবে পরিনত হয়ে গেছে। তাই সকল বয়সের সকল শ্রেণীর মানুষ মালটা বেশি পছন্দ করে। আমি অনেকফল খেয়েছি কিন্তু আমার পছন্দের ফল দেশি মালটা। আমি আমার আশেপাশের সবাইকে মালটা খাওয়ার জন্য সাজেস্ট করি।
20240921_091258.jpg
ফলের মধ্যে কম দামে খুব সহজলভ্য দেশি মাল্টা। ডাক্তাররা অসুস্থ রোগীকে রেগুলার এটা খেতে বলেন।রোগীর শরীরের ভিটামিনের চাহিদা মেটাতে এর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই দেশের সকল ডাক্তার এটা খেতে বলেন রেগুলার অসুস্থ রোগীদের কে এবং পূরণ করতে বলেন। আমি খাওয়ার চেষ্টা করি আমি বাজারে গেলে কেনার চেষ্টা করি। অনেক কম দামে এটি পাওয়া যায়।এতে অনেক সুস্বাদু তাই মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করি। আমি খুঁজে খুঁজে ভালো গুলো বের করি ভালো বলা বের করে ভালো গুলো কেনার চেষ্টা করি এবং কিনে নিয়ে এসে বাসায় ফ্রিজে রাখি রেখে আমি রেগুলার খাই। প্রতিদিন সকালের নাস্তা আমার এগুলো থাকে। এছাড়াও আমি আমার বাড়ির সবাইকে এটি খাওয়ার জন্য পরামর্শ দি। এটাতে বিভিন্ন প্রকারের ভিটামিন যেগুলো শরীরের জন্য খুবই উপকারী। নিম্নবিত্ত পরিবারের সকল মানুষ এটি খেতে পছন্দ করে মূল্য অনেক কম। স্থানীয় বাজার এর দোকানের সব থেকে মজার বিষয় হলো অনেক প্রকারের মানুষ এখানে ফল কিনতে আসে।আমি নিজেও সেখানে ফল কিনতে যাই। কারণ ফল খেতে আমারও ভালোলাগে। ভালো ফল চিনে কিনা অনেক অভিজ্ঞতার একটি কাজ। তাই যে কাজে আপনি করতে যাবেন না কেন প্রথমে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা ছাড়া কি অন্য কিছুই করে পৌঁছাতে পারেনা তাই আমাদের সকলের অভিজ্ঞ হওয়া প্রয়োজন। প্রত্যেকটা কাজ ভালোভাবে করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয়।

20240921_091224.jpg

এই দামে ভালো অন্য কোন ফল পাওয়া যায় না সহজে। তাই সবাই এটি খাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের মানুষের খুব প্রিয় খাবার এটি এবং মানুষ সবাইকে পছন্দ করে এবং কেনার চেষ্টা করে আমিও বাজারে গিয়ে কিনে এনেছি কারণ এটা অনেক সুস্বাদু পুষ্টি সমৃদ্ধ আরো অনেক গুনাগুন এটাতে আছে যেটা না বললেই নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যেকোনো ফল আমাদের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা যদি অনেক কম দামে কোন ফল পেয়ে যাই তাহলে সেটা মিস করা উচিত না তাই আমিও রেগুলার এটি কিনে খাওয়ার চেষ্টা করি। আমাদের গ্রামের অনেকেরই এটি ফেভারিট সবাই টি কিনে খাওয়ার চেষ্টা করে চাষিরা যখন এটি বাগান থেকে চিড়ে বাজারে নিয়ে আসে তখন মানুষের উপচে পড়া ভিডিও লেগে যায় এটি কেনার জন্য মানুষ সবাই লাইন হয়ে দাঁড়িয়ে যায় এটি কিনার জন্য। আমাদের গ্রামের ধনী থেকে গরীব সকল মানুষই খুব স্বল্প মূল্যের ফল হওয়ার কারণে এটা অনেক পছন্দ করে। তাই আমার পরামর্শ থাকবে আপনারাও এটি এ দেখতে পারেন।

20240921_091300.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

It looks so beautiful, I want to eat lemon, thank you brother for sharing it with us