My long size brinjal cultivation

in blurt-188398 •  last month  (edited)

20241109_170156.jpg

20241109_170159.jpg

20241109_170201.jpg

20241109_170203.jpg

20241109_170205.jpg

Eggplant is one of the most popular vegetables in Bangladesh. Everyone loves eggplant. I am no exception. So I planted eggplant in my own land. If you don't identify the regular eggplant, the eggplant is not good. The long variety of my eggplant is not good. Here are long eggplants. Eggplant from this sector is completely unadulterated and natural. Again, those that are not popular are offered here. In summers, due to excess heat in the morning, there is a risk of yield, so in winters, Raman has to be done. At present, some high temperature tolerant cultivars are yielding well in the summer season. To get good results in brinjal, it is necessary to select the right salam at the right time and plant it properly. Sandy loam soil is best for brinjal cultivation. The land for brinjal cultivation should be well plowed and weeded and leveled. After the seedling is grown in the seed bed, it should be sown. An area should be created inside which will have drainage system and be free from weeds. And of course, the seed bed should be prepared by selecting the right time. If the time is not selected, the seed will not grow. The soil should be cultivated deeply and properly for making seed bed. Selection of vacation spot for inside must be done on Tuesday ground. If the soil fertility is low, then in order to prepare seeds for that soil, sufficient quantity of fertilizers, pesticides, organic fertilizers, etc. should be mixed to bring back the soil fertility and then prepare pistils. Otherwise the fertility of the crop will decrease. The yield on the crop will not be good and if the fertility of the crop is not good, these can be damaged. Since we are not cultivating eggplant for agribusiness, we are cultivating eggplant for our own consumption. So we prepared them using the method and planted them which are growing very well.

Thank you all for reading my blog so carefully. Hope you all stay with me and read my blog regularly. I write each of my blogs from my real life experiences. I hope you can learn something good from here and apply it in your personal life. And I am ending here today by praying that I can write new blogs daily and share them with you.

A beautiful song of green rain school.

বেগুন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সবজি। সবাই বেগুন অনেক পছন্দ করে। আমিও তার ব্যাতিক্রম না। তাই নিজের জমিতে বেগুন লাগিয়েছি।রেগুলার বেগুনের পরিচয়টা না করলে বেগুন ভালো হয় না আমার বেগুনের যে লম্বা জাত। এখানে লম্বা লম্বা বেগুন হয়। এই খাতের বেগুন সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং ন্যাচারাল। আবার যেগুলোতে জনপ্রিয় না সেগুলো এখানে অর্পণ করা হয় ।গ্রীষ্মকালে সকালে অতিরিক্ত তাপের কারণে ফলনে ঝুঁকি হয় সেজন্য শীতকালে রমন করতে হয়। বর্তমানে কিছু উচ্চ তাপমাত্রা সহিষ্ণুজাত গ্রীষ্ম মৌসুমে ভালো ফলন হয়।বেগুনে ভালো ফলাফল পেতে হলে সঠিক সময় সঠিক সালাম নির্বাচন করে সঠিকভাবে রোপন করতে হবে। বেলে দোআঁশ মাটিই বেগুনের চাষাবাদের জন্য উত্তম। বেগুন চাষের জমি ভালো করে চাষ ও মই দিয়ে আগাছামুক্ত করে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। বীজতলায় চারা গজানোর পর বপন করতে হয়।ভিতরে এমন একটি জায়গা তৈরি করতে হবে যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকবে এবং আগাছা মুক্ত থাকবে। আর অবশ্যই সঠিক সময় নির্বাচন করে বীজতলা প্রস্তুত করতে হবে সঠিক সময় নির্বাচন না করলে বীজ বপন এবং সেটা বড় হবে না। বীজতলা তৈরির জন্য মাটি গভীরভাবে সঠিক ভাবে চাষ দিতে হবে। ভিতরে জন্য ছুটির জায়গা নির্বাচন করতে হবে মঙ্গলবার মাটিতে করতে হবে। মাটির উর্বর্তী যদি কম থাকে তাহলে সেই মাটিতে বীজ তোলা প্রস্তুত করতে হলে পর্যাপ্ত পরিমাণে সার কীটনাশক জৈব সার ইত্যাদি মিশিয়ে মাটির উর্বরতা ফিরিয়ে এনে তারপরে পিস্তলা প্রস্তুত করতে হবে। তা না হলে ফসলের উর্বরতা কমে যাবে। ফসলের উপর ভর্তা ভালো হবে না আর ফসলের উর্বরতা ভালো না হলে এসব ক্ষতিগ্রস্ত হতে পারে।আমরা যেহেতু কৃষিকাজ বাণিজ্যিক কাজের জন্য বেগুন চাষ করছি না আমরা নিজে খাওয়ার জন্য বেগুন চাষ করছি। সেহেতু আমরা এগুলো পদ্ধতি অবলম্বন করে আমরা প্রস্তুত করেছি এবং তারা রোপন করেছি যেটা খুব ভালোভাবে গ্রো করছে।

ধন্যবাদ আপনাদের সবাইকে এত মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য। আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং আমার ব্লগ পড়বেন রেগুলার। আমার বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি আমার প্রতিটি ব্লগ লিখে থাকি। আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ব্যক্তিগত লাইফে সেটা এপ্লাই করতে পারবেন।আর আমি যেন প্রতিনিধি নিত্য নতুন ব্লগ লিখতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া কামনা করে আজ এখানেই শেষ করছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!