A shepherd's story.(12-11-2024)

in blurt-188398 •  9 days ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November, 12-11-2024

  • A beautiful day
  • November,12-11-2024,

Assalamu Alaikum my dear friends how are you all? I hope you all are very well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share a very nice post with you today.I will share the story of a very common shepherd in my village.And I will try to highlight how hard he works to make his living.I hope you like them a lot so let's start today's post.


IMG_20241112_082310.jpg

The photographs that I have taken today are some very nice photographs in a natural scene of my village. Since Bangladesh is a major agricultural country, most of the country's psyche is attached to agricultural work.In rural areas, after cultivation of crops, the lands are left for a long time due to which green grass grows in the abandoned lands. And these grasses are very favorite food of cattle, cows and goats. In rural areas, people also like to practice Guru along with agriculture. Because every house in the village area has one or two cows. And they like to feed these cows on green grass all day long. This man has many cows which you can understand just by looking at the pictures.


IMG_20241112_082534.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি আজকে আমি। আমার গ্রামের অতি সাধারণ একজন রাখালের গল্প শেয়ার করব। এবং তিনি কত কঠোর পরিশ্রম করে তার জীবিকা নির্ধারণ করে সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকে পোস্ট।


আজকের যে ফটোগ্রাফি গুলো আমি করেছি এটি হচ্ছে আমার গ্রামের একটি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তাই এদেশের প্রায় অধিকাংশ মানসিক কৃষি কাজের সাথে সংযুক্ত থাকায়। গ্রাম অঞ্চলের মাঠগুলোতে ফসল চাষ করার পর জমিগুলো অনেকদিন ফেলে রাখা হয় যার কারনে ফেলে রাখা জমিগুলোতে সবুজ ঘাস জন্ম নিয়ে থাকে। আর এই ঘাসগুলো গবাদি পশু গরু ছাগল এগুলো খুবই প্রিয় খাবার গ্রাম অঞ্চলে মানুষ কৃষিকাজের সাথে গুরু পালন করতেও পছন্দ করে। কারণ গ্রাম অঞ্চলের প্রত্যেকটি বাড়িতেই একটা দুইটা করে গরু রয়েছে। এবং তারা এই গরুগুলো সারাদিন সবুজ ঘাস খাওয়াতে পছন্দ করে। এই ব্যক্তির অনেকগুলো গরু রয়েছে যা আপনারাই ছবিগুলো দেখলেই বুঝতে পারছেন।


IMG_20241112_082441.jpg


The main job of this person is to eat some food early in the morning and take his cattle from home to feed them with green grass in the field.And this work has to be done very carefully because if his cow strays into the nearby crop field then the crop owners tend to take their cows as compensation. For this reason, these cows eat the grass of the vacant land very carefully.Which you will understand by looking at these pictures.And this person has to do this work from morning to almost afternoon and when it is evening, he takes the Gurus and goes home again. He left and this is how this person lives a very simple life. And with the money he gets from selling this cow, he buys food for these people and then spends the rest of the money on buying cows and with the remaining money to meet all the expenses of his family.Tries and thus a shepherd lives a very simple life. Through this post I have tried to share some of this shepherd's cow riding and how he lives his life. I hope you will like them. May you all be well and be healthy. I am very much looking forward to my next post. I will appear inshAllah.


IMG_20241112_082341.jpg


এই ব্যক্তির প্রধান কাজ হচ্ছে।খুব সকালবেলা কিছু খাবার খেয়ে বাড়ি থেকে তার গবাদি পশুগুলো নিয়ে মাঠের মধ্যে সবুজ ঘাস খাওয়ানোর কাজ করে। আর এই কাজ করতে হয় খুবই সতর্কতার সাথে কারণ আশেপাশে ফসলে জমির মধ্যে যদি তার গরু চলে যায় তাহলে ফসলের মালিকেরা ক্ষতিপূরণ হিসেবে তাদের গরু নিয়ে যেতে থাকে। এ কারণে খুবই সতর্কতার সাথে ফাঁকা জমির ঘাসগুলো এই গরুগুলো খায়। যা এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই কাজ করতে হয় এই ব্যক্তির সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন গুরু গুলোকে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে। রওনা হয় আর এভাবেই এই ব্যক্তি খুবই সাধারণ ভাবে জীবন যাপন করে।এবং এই গরু বিক্রি করে যে অর্থ পান সেই অর্থ দিয়ে এই ব্যক্তি গুলোর খাবার কিনেন।


এরপর বাকি অর্থ দিয়ে আবার গরু কেনার কাজে ব্যয় করেন এবং অবশিষ্ট অর্থ দিয়ে তার সংসারে যাবতীয় খরচ মেটানোর। চেষ্টা করে থাকেন আর এভাবেই একজন রাখাল খুবই সাধারণ ভাবে জীবন যাপন করেন। আমি এই পোস্টের মাধ্যমে এই রাখালের গরু চড়ানোর কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছে এবং কিভাবে এ জীবন যাপন করেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি।আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি খুব আমার পরবর্তী পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  9 days ago  ·  

Sometimes when I see a beautiful post, I feel very happy. Go ahead, good luck.