Let's see how to grow spinach. And some of the benefits of eating spinach.[22-11-2024]

in blurt-188398 •  last month 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November, 22-11-2024

  • A beautiful day
  • November,22-11-2024,

Assalamu Alaikum my dear friends how are you all.? Hope you all are very well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah. Today I am going to discuss with you a very popular vegetable of my village. Now I will share with you how some of our villages are nutritious and popular. Now I will try to tell you several things about growing spinach and selling it in the market and some of the benefits of eating this spinach. In order to cultivate spinach, the land must be cultivated first.


IMG_20241122_082117.jpg


Spinach seeds should be soaked in water for 24 hours, after which the spinach seeds should be planted in the ground by pulling the ladder and leveling the soil. These works are done very carefully by a farmer after two days. Seedlings from seeds.They are produced and grown very skillfully by a farmer who has previously seen many insect attacks. And those insects protect the spinach from that insect attack and later when they grow up they earn a lot of money by selling them in the market. Now let's know some of the benefits of eating spinach due to which this vegetable has gained a lot of popularity in rural areas.


IMG_20241122_082057.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই.? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আমার গ্রামের খুবই জনপ্রিয় একটি সবজি নিয়ে আলোচনা করতে যাচ্ছি।এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমাদের গ্রামের কিছু গ্রাম এই পুষ্টিকর ও জনপ্রিয় পালং শাক চাষ করে এবং সেগুলো বাজারে বিক্রি করে এবং এই পালং শাক খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে এখন আমি আপনাদের মাঝে বেশ কিছু কথা বলার চেষ্টা করব। পালং শাক চাষ করার জন্য প্রথমে আগে জমি চাষ করে নিতে হবে এরপর। পালং শাকের উন্নত মানের বীজগুলো ২৪ ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এরপর যেও আমি চাষ করা হয়ে গেলে মই টেনে মাটি সমান করে পালং শাকের বীজগুলো জমিতে রোপন করতে হবে। এই কাজগুলো খুবই সতর্কতার সাথে একজন কৃষক করে থাকে দুইদিন পর। বীজ থেকে চারা গাছ। তৈরি হয় এবং সেগুলো একজন কৃষক খুবই দক্ষতার সাথে বড় করে করে আগের মাঝে অনেক পোকামাকড়ের আক্রমণ দেখা যায় সেই কৃষক। এবং সেই পোকামাকড় সেই পোকামাক আক্রমণ থেকে পালং শাকগুলো রক্ষা করে এবং পরবর্তীতে বড় হয়ে গেলে সেগুলো বাজারে বিক্রি করে অনেক অর্থ অর্জন করেন। এবার চলুন জেনে নেয়া যাক পালং শাক খাওয়ার কিছু উপকারিতা যার কারণে গ্রাম অঞ্চলে এই সবজি অনেক জনপ্রিয়তা পেয়েছে।


IMG_20241122_082135.jpg


Spinach is a winter vegetable that contains a lot of nutrients to keep the body healthy and strong. The vegetable can be kept in the food list to keep away various diseases.Let's learn more about the 5 health benefits of this vegetable.Eating the vegetable has many benefits.It is a winter vegetable that contains a lot of nutrients to keep the body healthy and strong. The vegetable can be kept in the food list to keep away various diseases. Let's learn more about the 5 health benefits of spinach. Spinach contains high levels of magnesium.As a result, eating spinach regularly will help control our blood pressure. If you want to choose low-calorie foods, you can choose spinach.Because every 100 grams of spinach contains only 7 kilocalories of calories which will help you lose weight.


IMG_20241122_082039.jpg


Those who have constipation problems find it very difficult to live well.Many people are afraid to eat different types of food for fear of constipation. Since spinach is rich in fiber, you can eat this vegetable without fear to relieve constipation. Various green leafy vegetables contain many important phytochemicals that prevent the loss of our eyesight. Spinach contains high levels of beta-carotene, which helps us reduce the risk of cataracts. Vitamin A in spinach plays a very important role in maintaining moisture in the outer layer of the skin. It is also very effective in treating various skin problems like acne, wrinkles etc. It also slows down the signs of aging and helps keep the skin soft and supple.Through this post I have tried to share how to grow spinach and some of its benefits. I hope you will like them very much. May you all be well and be healthy. Allah Hafeez.


IMG_20241121_190229.jpg


পালং শাক একটি শীতকালীন সবজি যাতে রয়েছে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য প্রচুর পুষ্টি উপাদান। বিভিন্ন প্রকার অসুখ-বিসুখকে দূরে রাখতে খাবারের তালিকায় শাকটি রাখা যেতে পারে। চলুন শাকটির ৫টি স্বাস্থ্যকর গুনাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।পালং শাক খেতে যেমন মজা তেমনি কাজেও দারুণ। শাকটি খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। এটি একটি শীতকালীন সবজি যাতে রয়েছে শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য প্রচুর পুষ্টি উপাদান। বিভিন্ন প্রকার অসুখ-বিসুখকে দূরে রাখতে খাবারের তালিকায় শাকটি রাখা যেতে পারে। চলুন শাকটির ৫টি স্বাস্থ্যকর গুনাগুণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।পালং শাকে রয়েছে থাকা উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম। এর ফলে নিয়মিত পালং শাক খেলে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে।যদি কম ক্যালরি যুক্ত খাবার বাছাই করতে চান সেক্ষেত্রে আপনি পালং শাককে বেছে নিতে পারেন। কারণ প্রতি ১০০গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে মাত্র ৭ কিলোক্যালরি যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করবে।যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান। যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে খেতে পারেন সবজিটি।বিভিন্ন প্রকার সবুজ শাক সবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে যা আমাদের দৃষ্টি শক্তির ক্ষতি বাধা দেয়।


IMG_20241122_082135.jpg


পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিন থাকায় তা আমদের চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।পালং শাকে থাকা ভিটামিন এ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন ব্রণ, বলিরেখা পড়া ইত্যাদির দূরীকরণেও বেশ কার্যকর। এছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীর করে এবং ত্বককে নরম ও স্থিতিস্থাপক অবস্থা ধরে রাখতে সাহায্য করে।আমি এই পোস্টের মাধ্যমে পালং শাক কিভাবে চাষ করতে হয় এবং এর কিছু উপকারিতা শেয়ার করার চেষ্টা করেছি।আমি আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!