My village in ten pics || Amazing five pics.[1-12-2024]

in blurt-188398 •  21 days ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh December,1-12-2024

  • A beautiful day
  • December,1-12-2024,

Assalamu Alaikum my dear friends how are you all? Hope you all are doing well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share a very nice landscape drawing tutorial post from "Steem Kids & Parents" community.Through these five pictures, how the very common and very common farmers of my village live and who works in which profession. And I will try to highlight the beauty of the village through these five pictures. I hope you will like them very much. Let's start.


IMG_20241201_215158.jpg


If you look at the picture I shared earlier, you can see that two people are working very efficiently, they are buffalo drivers by profession. Their main job is to deliver different types of crops from the farmer's fields to their own homes by their buffalo carts. And to do this work they have to work hard and can earn very little money in exchange for this work. These people buy his buffalo food with a little money and with the remaining money they meet their own food needs.


আমি প্রথমে যে ছবিটি শেয়ার করেছি এই ছবিটি লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন।দুইজন ব্যক্তি খুবই দক্ষতার সাথে কাজ করছে এনারা পেশায় একজন মহিষ গাড়ি চালক। এদের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল কৃষকের ফসল গুলো মাঠ থেকে তাদের নিজের বাড়িতে তাদের মহিষ গাড়িতে করে পৌঁছে দেওয়ার কাজ করেন। আর এই কাজ করতে তাদের অনেক পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রমের বিনিময় খুব অল্প কিছু অর্থ উপার্জন করতে পারেন এই ব্যক্তিরা অল্প কিছু অর্থ দিয়ে তার মহিষের খাবার কেনেন এবং বাকি অর্থ দিয়ে তারা তাদের নিজের খাবারের চাহিদা মিটিয়ে থাকেন।


Now you can see the picture. This person is a farmer by profession and his main job is to grow different types of crops on his own land. And for this he has to cultivate the land first. After cultivating the land, he prepares the crop land by leveling the soil beautifully and then planting the seeds of different types of crops on his land. He is planting the crops in his land very efficiently.


IMG_20241201_215315.jpg

এবার যে ছবিটি দেখতে পারছেন। এই ব্যক্তি পেশায় একজন কৃষক ইনার প্রধান কাজ হচ্ছে তার নিজের জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলানো। আর এই জন্য তার প্রথমে জমি চাষ করে নিতে হয় জমি চাষ করার পর।মাটি গুলো সুন্দর করে সমান করে মই দিয়ে ফসলের জমি প্রস্তুত করেন এরপর বিভিন্ন ধরনের ফসলের বীজ তার জমিতে রোপন করেন দেখলে বুঝতে পারবেন । খুবই দক্ষতার সাথে তার জমিতে সে ফসলের বীজ রোপন করছে।


Another place of beauty is the rivers in the countryside because the rivers in the countryside enhance the beauty as well. When the tidal water comes in the river along with the water many fishes also come in the river and those fishes are caught from the river by the common unemployed fishermen and sell them in the market to make their livelihood.


IMG_20241201_215418.jpg


সৌন্দর্যের মধ্যে আরেকটি স্থান হচ্ছে।গ্রাম অঞ্চলের নদীগুলো কারণ গ্রাম অঞ্চলের নদীগুলো যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি ভাবে। যখন নদীতে জোয়ারের পানি আসে পানির সঙ্গে সঙ্গে নদীতে অনেক মাছ ও চলে আসে এবং সেই মাছগুলো সাধারণ বেকার জেলেরা নদী থেকে ধরে এবং সেইগুলো বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্ধারণ করে।


The one you can see in this picture is a shepherd by profession. This person's main job is to take his cattle to the field and feed them grass. And this shepherd has to work very hard all day long. And working hard so the cows go to the field and feed the green grass and then return home with them in the afternoon and this is how the village people lead a very simple life.


IMG_20241201_215756.jpg


এই ছবিতে আপনারা যাকে দেখতে পারছেন ইনি পেশায় একজন রাখাল।এই ব্যক্তির প্রধান কাজ হচ্ছে তার গবাদি পশু গরু গুলোকে মাঠে নিয়ে গিয়ে তাদের কে ঘাস খাওয়ানো। আর এই রাখাল খুবই কঠর পরিশ্রম করতে হয় সারা দিনে। এবং কঠোর পরিশ্রম করে তাই গরুগুলোকে মাঠে গিয়ে সবুজ ঘাস খাওয়ায় এরপর বিকেলে সেগুলো নিয়ে বাসায় ফিরে আর এভাবেই খুব সাধারণভাবে জীবন যাপন করেন গ্রাম অঞ্চলের মানুষেরা।


Since Bangladesh is a major agricultural country, almost every district of the country has more or less agricultural work. In our district Kushtia also many people are connected with agriculture now the farmers of village area are growing banana in their own land on a large scale because the cost of banana cultivation is low and very economically profitable also banana contains various nutrients which are very important for human body.I have tried to capture the lifestyle of some very poor people of my village through this post. I hope you like them very much. You all will be fine. And God bless you.


IMG_20241201_215930.jpg


বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ তাই এদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে কম বেশি বেশি কৃষি কাজ করা হয়। আমাদের জেলাতে কুষ্টিয়াতেও অনেকেই কৃষিকাজের সাথে সংযুক্ত এখন গ্রাম অঞ্চলের কৃষকেরা ব্যাপক আকারে তাদের নিজের জমিতে কলা চাষ করছে কারণ কলা চাষের খরচ কম এবং অনেক অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে এছাড়াও কলা রয়েছে নানারকম পুষ্টিকর পর্যন্ত মানব দেহের জন্য অত্যন্ত জরুরী। আমি এই পোষ্টের মাধ্যমে আমার গ্রামের অতি দরিদ্র কিছু মানুষের জীবনযাত্রা ধরার চেষ্টা করেছি। আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  21 days ago  ·  

Dhan Tola shared a very nice post