Let's see how a farmer saves the crops from his land and brings it home….

in blurt-188398 •  yesterday 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,20-11-2024

  • A beautiful day
  • November,20-11-2024,
  • wednesday...

Assalamu Alaikum how are my dear friends? Hello everyone, I hope you all are very well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah. Today I have come to you with a very nice post.Today I am going to share with you how an economic crop of Bangladesh. A farmer preserves them very efficiently. And I will now try to show you the whole effort of how to thresh the crop and make it fit for food.As Bangladesh is a major agricultural country, almost every district of the country is engaged in agriculture. In our district Kushtia district, about 80 people out of 100 people are engaged in agriculture.


IMG_20241120_091224.jpg


As our forefathers are connected with agriculture, we have a lot of kis land in this land this year paddy plant was planted some time ago those paddy started harvesting and on the occasion of paddy ripening two of our workmen took I will share some of them today. A farmer works very hard to grow crops on his own land.


IMG_20241120_091414.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন? আছেন সবাই আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে বাংলাদেশের একটি অর্থনৈতিক ফসল। একজন কৃষক খুব দক্ষতার সাথে সেগুলো সংরক্ষণ করে। এবং সেই ফসল থেকে কিভাবে মাড়াই করে খাবারের উপযোগী করে তোলে সেই পুরো প্রচেষ্টা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু বাংলাদেশ।


IMG_20241120_091244.jpg


একটি কৃষি প্রধান দেশ তাই এদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে কৃষি কাজ করা হয় আমাদের জেলা কুষ্টিয়ার জেলাতেও প্রায় 100 জন মানুষের মধ্যে ৮০ জন মানুষের কৃষি কাজের সাথে সংযুক্ত। আমাদের পূর্বপুরুষেরা কৃষিকাজের সাথে সংযুক্ত থাকায় আমাদের অনেকগুলো কিসের জমি রয়েছে এই জমিতে এবছর ধান গাছ রোপন করা হয়েছিল কিছুদিন আগে সেই ধানগুলো কাটতে শুরু করেছে এবং ধান পাকা উপলক্ষে আমাদের দুইটা কাজের মানুষ নিয়েছে আমি আজকে তাদের কিছু কথা শেয়ার করব। একজন কৃষক খুবই কঠোর পরিশ্রম করে তার নিজের জমিতে ফসল ফলায়।


IMG_20241119_110155.jpg


And when the crops begin to ripen, he does it all very skillfully and laboriously and saves them from accumulation and then brings them home and threshes them and separates the paddy next to them and prepares them for food. And to cultivate this rice, a lot of work is required. First, rice seeds have to be planted in a field and when the seedlings are formed, they have to cultivate the land and plant the rice seedlings there.A few days after planting, many weeds sprouted around the paddy plants, then the farmer very skillfully saved those weeds from the land. After that various types of attacks are seen and his rice has to be protected from that attack of insects after working hard like this.About three months after planting the seedlings, the paddy starts to ripen, then the paddy is stored and stored.


IMG_20241120_091306.jpg


This entire process requires a lot of effort from a farmer. After that, the farmer sells the paddy in the market.Bear the expenses and pay the rest. This is how a farmer lives a very common life by somehow determining his livelihood. Through this post, I have tried to highlight how a farmer grows crops on his land and preserves them. I hope you find them yours. It would be great if you all stay well and stay healthy God Hafez.


IMG_20241120_091201.jpg


এবং যখন ফসলগুলো পাকতে শুরু করে।তখন সে কি সবগুলো খুবি দক্ষতার সাথে এবং অনেক পরিশ্রম করে সেগুলো জমে থেকে সংরক্ষণ করে এরপর বাড়ি নিয়ে এসে সেগুলো মাড়াই করে ধানগুলো আলাদা করে এর পাশে এগুলো খাবারের উপযোগী করে পড়ে তোলেন। আর এই ধান চাষ করতে অনেক পরিশ্রম করতে হয় প্রথমে ধানের বীজ একটা জমিতে চারা দিতে হয় এবং যখন চারা গাছ তৈরি হয় তখন একে জমি চাষ করে সেখানে ধানের চারা গাছগুলোর রোপন করতে হয়। রোপন করার কিছুদিন পর ধান গাছগুলোর আশেপাশে অনেক আগাছা জন্ম নেয় তখন সেই কৃষক খুবই দক্ষতার সাথে সেই আগাছাগুলো জমি থেকে সংরক্ষণ করে।


IMG_20241119_110313.jpg


এরপর বিভিন্ন ধরনের আক্রমণ দেখা যায় পোকামাকড়ের সেই আক্রমণ থেকেও তার ধানগুলোকে রক্ষা করতে হয় এভাবে কঠোর পরিশ্রম করার পর। প্রায় চারাগাছ রোপন করার তিন মাস পর ধানগুলো পাকতে শুরু করেন এরপর সেই ধানগুলো জমে থেকে সংরক্ষণ করা হয় এই পুরো প্রসেসটিক একজন কৃষকের খুবই পরিশ্রম করা লাগে এরপর সেই কৃষক সে ধানগুলো তাদের নিজের খাবার গুলো বাজারে বিক্রি করে।পরবর্তী বছর ধানের বীজ কেনা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করে এবং বাকি অর্থ দিয়ে। কোনভাবে তার জীবিকা নির্ধারণ করে এভাবেই একজন কৃষক খুবই সাধারণভাবে জীবন যাপন করেন আমি এই পোষ্টের মাধ্যমে একজন কৃষক কিভাবে তার জমিতে ফসল ফলায় এবং সেগুলো সংরক্ষণ করে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করি আপনাদের কাছে এগুলো আপনার। অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!