Let's take a look.||How a farmer works hard to grow corn on his own land...||[30-11-2014]

in blurt-188398 •  22 days ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,30-11-2024

  • A beautiful day
  • November,30-11-2024,

Assalamu Alaikum my dear friends, how are you all I hope you all are doing very well by the infinite mercy of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah."Blurt space" community. I am here with a very nice post. Now I will share how a farmer works hard to grow crops in his own land and a very popular crop is our area corn field and how corn seeds are planted in the field and how hard this corn works. Now I will try to show you the things that need to be cultivated. I hope you like them a lot so let's get started.


IMG_20241130_121947.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। "ব্লুর্ট স্পেস" তে খুব ইচ্ছে চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।এখন আমি শেয়ার করব কিভাবে একজন কৃষক কঠোর পরিশ্রম করে তার নিজের জমিতে ফসল ফলায় এবং খুবই জনপ্রিয় একটি ফসল হচ্ছে আমাদের এলাকার ভুট্টা ক্ষেত এবং ভুট্টার বীজ কিভাবে জমিতে রোপন করা হয় এবং কতটা কঠোর পরিশ্রম করে এই ভুট্টা চাষ করতে হয় সেই বিষয়গুলো আমি এখন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক।


IMG_20241130_121826.jpg


Since Bangladesh is the main country, agriculture is done in almost every district of this country. Agriculture is done in 64 districts of Bangladesh. One of the notable districts is Kushtia district, our home. About 80 percent of the people in Kushtia district are engaged in agriculture, which is why farmers now sow maize seeds on their own land on a large scale.Planting because corn.Cultivation is very easy and the cost is very less compared to any crop and the main reason that maize has gained popularity in our village as a very good crop is that to cultivate maize, the land must first be plowed well with a tractor.


IMG_20241130_121851.jpg


যেহেতু বাংলাদেশের প্রধান দেশ।তাই এদেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই কমবেশি কৃষি কাজ করা হয় বাংলাদেশের ৬৪ জেলাতেই কৃষি কাজ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি জেলা হচ্ছে কুষ্টিয়ার জেলা আমাদের বাড়ি। কুষ্টিয়ার জেলায় প্রায় ১০০ জনের মধ্যে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের সাথে সংযুক্ত যার কারনে কৃষকেরা এখন ব্যাপক আকারে তাদের নিজের জমিতে ভুট্টার বীজ৷ রোপন করছে কারণ ভুট্টা। চাষ করা খুবই সহজ এবং খরচ অনেকটা কম তুলনামূলকভাবে কোন ফসলের তুলনায় এবং ভুট্টা অনেক ভালো ফসল হিসেবে আমাদের গ্রামে পরিচিত লাভ করেছে তার প্রধান কারণ হচ্ছে ভট্টা চাষ করার জন্য প্রথমে একটি ট্রাক্টর দিয়ে ভালো করে জমি চাষ করে নিতে হয়।


After that a ladder has to be leveled. After the soil is leveled, an iron auger is used to make light holes in the soil. Corn seeds are planted one by one in that land. And this work is done by a farmer very skillfully which you can understand by looking at these pictures, here you see a person very skillfully digging the soil and a person who is planting the corn seedlings or corn seeds in the ground. And at the end of planting. And when all the seeds are planted in the soil. Corn fields must be watered so that the seeds can grow into seedlings. And those trees are made. There are different types of weeds in the seedlings. takes birth and those weeds are a farmer very skillfully. Cleared from the land and when the corn plants are a little bigger, there are different types of them. Insect attacks occur when the farmer is attacked by insect spiders.


IMG_20241130_121924.jpg


Apart from that corn, the trees need to be protected. And this is how the corn plants grow very carefully in the hands of a skilled farmer, then when the plants are three to four months old, they start to bear corn, then when the corns. When it starts ripening then he saves those corns from the field and takes them home and they meet his food needs and sell the rest to his household. All the expenses are borne and thus a farmer works very hard and efficiently cultivates his land I have tried to share through this post how a corn farmer cultivates corn in his land. Tried to highlight those points I hope you like them very much and you all stay well and stay healthy. I will present my next post to you very soon inshallah.


IMG_20241130_121851.jpg


এর পর একটি মই টেনে মাটি গুলো সমান করে নিতে হয়। মাটিগুলো সমান করা হয়ে গেলে একটা লোহার তৈরি এক ধরনের মাটি গর্ত করার যন্ত্র যেটা দিয়ে মাটি হাল্কা গর্ত করে। ভুট্টার বীজগুলো একটা একটা করে।সেই জমিতে রোপন করতে হয়। আর এই কাজ একজন কৃষক খুবই দক্ষতার সাথে করে থাকে যা এই ছবিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন একজন ব্যক্তি খুবই দক্ষতার সাথে মাটিগুলো গর্ত করে দিচ্ছে আর একজন ব্যক্তি যেই ভুট্টার চারা গাছগুলো বা ভুট্টার বীজ গুলো মাটিতে রোপন করছে। এবং রোপন করার শেষে । আর যখন সমস্ত বীজ গুলোর মাটিতে রোপন করা হয়ে যাবে তখন। ভুট্টার জমিতে পানি শেষ দিতে হবে যাতে বীজগুলো থেকে চারা গাছ হতে পারে। আর যারা গাছ তৈরি হওয়ার।সেই চারা গাছের মধ্যে বিভিন্ন ধরনের আগাছা। জন্ম নিয়ে থাকে এবং সেই আগাছা গুলো একজন কৃষক খুবই দক্ষতার সাথে। জমি থেকে পরিষ্কার করেন এবং যখন ভুট্টার গাছগুলো একটু বড় হয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের।পোকামাক এর আক্রমণ দেখা দেয় তখন সেই কৃষক পোকা মাকড়ের করে আক্রমন থেকে । সেই ভুট্টা ছাড়া গাছ গুলোকে রক্ষা করা লাগে।


IMG_20241130_121809.jpg


আর এভাবেই একজন দক্ষ কৃষকের হাতে খুবই যত্নে বেড়ে ওঠে ভুট্টার গাছগুলো এরপর যখন মোর টারে গাছগুলোর বয়স তিন থেকে চার মাস হয় তখন সেগুলোতে ভুট্টা ধরতে শুরু করে এরপর যখন ভুট্টা গুলো। পাকতে শুরু করে তখন জমি থেকে সেই ভুট্টাগুলো সংরক্ষণ করে এবং সেগুলো বাড়িতে নিয়ে যায় এবং সেগুলো তার খাবারের চাহিদা পূরণ করে এবং বাকিগুলা বিক্রি করে তার সংসারে। যাবতীয় খরচ বহন করে থাকেন আর এভাবেই একজন কৃষক খুবই কঠোর পরিশ্রম করে এবং দক্ষতার সাথে তার জমিতে ফসল ফালাই আমি এই পোষ্টের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছে একজন ভট্টাচাষী কিভাবে তার জমিতে ভুট্টা চাষ করে। সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি খুব শীঘ্রই আমার পরবর্তী পোস্টটি আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  22 days ago  ·  

Put the vote Thank you for sharing a very nice post with us