My village in ten pics || Amazing five pics.[7-12-2024]

in blurt-188398 •  15 days ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh December,7-12-2024

  • A beautiful day
  • December,7-12-2024,

Assalamu Alaikum my dear friends how are you all? Hope you all are doing well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I am going to share a very nice landscape drawing tutorial post from "Steem Kids & Parents" community.Through these five pictures, how the very common and very common farmers of my village live and who works in which profession. And I will try to highlight the beauty of the village through these five pictures. I hope you will like them very much. Let's start.


IMG_20241207_220527.jpg

The picture I shared first. This is a picture of a horse cart driver in my village. Enna's main job is to take her horse-drawn cart to deliver different types of crops from the land to the owner in different seasons. Because the modern day carts cannot go in the crop field, this kind of horse cart actually takes the crops from the land very easily to the owner. Due to which such vehicles are very popular in rural areas. And this person can earn very little money throughout the day in exchange for this work. And that little money paid for his food needs.


আমি প্রথমে যে ছবিটি শেয়ার করেছি। এটি হচ্ছে আমার গ্রামের একজন ঘোড়ার গাড়ি চালকের ছবি। এনার প্রধান কাজ হচ্ছে তার ঘোড়ার দিয়ে চালিত গাড়িটি নিয়ে মানুষের ফসলে জমি থেকে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের ফসল মালিকের নিকটে পৌঁছে দেওয়া। কারণ যেহেতু ফসলের জমিতে আধুনিক যুগের যে গাড়িগুলো আছে সেগুলো যেতে পারে না যার কারণে এই ধরনের ঘোড়ার গাড়ি আসলে জমি থেকে খুব সহজেই ফসলগুলো নিয়ে সে মালিকের। নিকটে পৌঁছে দিতে পারেন যার কারণে এই ধরনের যানবাহন গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয়। আর এই ব্যক্তি এই কাজ করার বিনিময়ে সারা দিনে খুব অল্প কিছু অর্থ উপার্জন করতে পারেন। এবং সেই অল্প কিছু অর্থ দিয়েছে তার খাবারের চাহিদা মেটান।


IMG_20241207_221441.jpg


Another place among the beauty of the countryside is the fields or crop fields of the countryside where the green nature surrounds. Green grass as far as the eye can see. Which is very nice to see in the afternoon. Seeing this kind of green scenery under the open sky is really refreshing. Such scenes are seen only in rural areas. Because it is not possible to enjoy such a beautiful landscape in the gap between big buildings in urban areas.


গ্রাম অঞ্চলের সৌন্দর্যের মধ্যে আরেকটি স্থান হচ্ছে।গ্রাম অঞ্চলের মাঠগুলো বা ফসলের মাঠগুলো যেখানে চারিদিকে সবুজ প্রকৃতি। যতদূর চোখ যায় তত দূর সবুজ ঘাস। যা বিকেল বেলা দেখতে ভীষণ ভালো লাগে মুক্ত আকাশের নিচে এই ধরনের সবুজ প্রাকৃতিক দেখলে সত্যিই মন ভালো হয়ে যায় এই ধরনের দৃশ্যগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলে দেখা যায়। কারণ শহর অঞ্চলে বড় বড় বিল্ডিং এর ফাঁকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা কোনভাবেই সম্ভব না।


Since Bangladesh is an agricultural country, agriculture is done in almost every district of this country. In our district, there are many farmers in Kushtia. Bananas are cultivated in large quantities along with growing other crops because there is a huge demand for bananas in the market and bananas contain a large amount of nutrients that are very beneficial for the human body. And the people of the village are now benefiting a lot from this banana cultivation and can meet their food needs very easily just because of banana cultivation.


IMG_20241207_220559.jpg


বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ।তাই এ দেশের প্রায় প্রত্যেকটি জেলাতেই কৃষি কাজ করা হয় আমাদের জেলাতেও কৃষিকাজ করা হয় আমাদের জেলা কুষ্টিয়াতে অনেক কৃষক এখন বর্তমানে। অন্যান্য ফসল ফলানোর পাশাপাশি প্রচুর পরিমাণে কলা চাষ করছে কারণ বাজারে কলার রয়েছে প্রচুর পরিমাণ চাহিদা এবং কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। আর এই কলা চাষ করে গ্রামের মানুষেরা এখন অনেক লাভবান হচ্ছে এবং তাদের খুব সহজে খাবারের চাহিদা মিটাতে পারছে শুধুমাত্র কলা চাষ করার কারণে।


IMG_20241207_221258.jpg


Currently in our district Kushtia. Even many brick kilns have been built near our house. Although it is a serious damage to the environment, but due to the construction of brick kilns, the unemployed children of the village and those who could not do any work easily work in these brick kilns. They are able to earn very little money throughout the day and the brick kilns are fulfilling their food needs. And with the other half they are paying all the expenses of their family. It is a very good job which has been a job search for unemployed people.


বর্তমানে আমাদের জেলা কুষ্টিয়াতে।এমনকি আমাদের বাড়ির পাশে অনেকগুলো ইটের ভাটা তৈরি হয়েছে। যদিও এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করা কিন্তু ইটের ভাটা তৈরি হওয়াতে গ্রামের যত বেকার ছেলেমেয়েরা ছিল এবং যারা কোন কাজ করতে পারতেছে না সহজেই এই ইটের ভাটায় কাজ করে। সারাদিনে খুব অল্প কিছু অর্থ উপার্জন করতে পারছেন এবং ইটের ভাটাই তাদের খাবারের চাহিদা পূরণ করে থাকছেন। এবং বাকি অর্ধ দিয়ে তাদের সংসারের যাবতীয় খরচ মিটাচ্ছেন। এটা অত্যন্ত ভালো একটি কাজ যা বেকার মানুষের কাজের একটি সন্ধান হয়েছে।


IMG_20241207_221208.jpg


The one you can see in this picture is the main job of a shepherd. His livestock cows, goats are taken to the fields to feed on green grass and feed on grass. Carrying some Khas bicycle home and this grass for his cows and goats to eat. And this person lives a very simple life. What you can understand by looking at this picture is that the people of the region are very simple and like to live a normal life.Through these pictures I have tried to show the beauty of my village and who is working in which profession. I hope you will like them. May you all be very well and stay healthy God Hafez.


এই ছবিতে আপনারা যাকে দেখতে পারছেন।এনি পেশা একজন রাখাল ইনার প্রধান কাজ হচ্ছে। তার গবাদি পশু গরু, ছাগলকে মাঠে নিয়ে গিয়ে সবুজ ঘাস খাওয়ানো এবং ঘাস খাওয়ানোর শেষ করে। কিছু খাস সাইকেলের বহন করে নিয়ে বাড়ি নিয়ে যাওয়া এবং এই ঘাসগুলো যাতে তার গরু ছাগল খেতে পারে।আর এই ব্যক্তি খুবই সাধারণভাবে জীবন যাপন করেন। যা এই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে যা অঞ্চলের মানুষ অনেকটাই সহজ সরল হয় এবং সাধারণভাবে জীবন যাপন করতে পছন্দ করে। এই ছবিগুলোর মাধ্যমে আমার গ্রামের সৌন্দর্য।এবং কে কোন পেশায় কাজ করে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি।আমি আশা করি এগুলো আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!