Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh February,4-2-2025
- A beautiful day
- February,4-2-2025,
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক
ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি৷ চলুন আর বেশি দেরি না করে শুরু করে দেই।
||
গত পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যে আমার আঁকাআঁকি করতে বেশ ভালো লাগে। অবসর সময় আমি আঁকতে বসে যাই। ঠিক তেমনি আজকে সকালে ঘুম থেকে উঠে আমার আঁকাআঁকির সরঞ্জাম নিয়ে বসে পড়লাম। আমি পেন্সিল স্কেচ করতে বেশিই পছন্দ করি। পেন্সিল স্কেচ করতে আমার বেশ ভালো লাগে। আঁকাআঁকি অনেক সময়ের ব্যাপার এবং অনেক ধৈর্যের।
আমি বিগত পোস্টেই বলেছি ছোটবেলায় আমি আকাশের ক্লাস করতাম। তখন আমাদের পেন্সিল স্কেচ শেখানো হতো না। কিন্তু ক্লাসে যে নোটিশ বোর্ড থাকতো সেখানে স্যারের অনেক পেন্সিল স্কেচ এর ছবি ছিল। ছবিগুলো দেখেই আমার মনে হলো আমাদের কেন এই স্কেচ শেখানো হয় না। কৌতুহল বসত আমি স্যারের কাছে জিজ্ঞাসা করলাম,"স্যার এই ছবিগুলো কিভাবে এঁকেছেন?" আমিও এরকম পেন্সিল স্কেচ শিখতে!
আমার উৎসাহ দেখে স্যার অনেক খুশি হয়েছিল। আমাকে বলেছিল যে সময় হলে আমি তোমাকে শিখিয়ে দেব। বিগত পোস্টে আমি বলেছিলাম যে আমাদের ক্লাস ফাইভ এর পর থেকে ড্রয়িং বিষয়টি উঠিয়ে নেওয়া হয়েছিল। তারপর সবাই ড্রইং ক্লাস ছেড়ে দিলেও আমি জোর করে এক বছর ড্রয়িং ক্লাস করেছিলাম শুধুমাত্র পেন্সিল স্কেচ শেখার জন্য।
কেন জানিনা পেন্সিল স্কেচ এর প্রতি আমার আলাদা একটা অনুভূতি কাজ করতো। সেখান থেকে আমি মাঝে মাঝে বাসায় বসে পেন্সিল স্কেচ করতাম। অবশ্য প্রথম প্রথম স্কেচগুলো এত ক্লিয়ার হতো না কোথাও একটু বেশি গাড়ো তো কোথাও হালকা। অনেক প্র্যাকটিস করার পর আস্তে আস্তে স্কেচগুলো ক্লিয়ার হয়েছে। আমি মনে করি, এখনো আমি স্কেচের এক পার্সেন্টও ভালোভাবে শিখিনি। এখনো কিছু শেখার বাকি। এখন ক্লাস করার সময় হয় না। তাই এখন অনেকের ভিডিও দেখে মাঝে মাঝে শিখি।
এখন চলুন আমি কিভাবে গোলাপ ফুলের স্কেচ তৈরি করলাম তা আপনাদের মাঝে প্রতিটি ধাপ শেয়ার করি.........
উপকরণ:
![]() |
---|
আমি বিগত পোস্টেও বলেছি আঁকাআকি করতে গেলে বেশ কিছু জিনিসের দরকার হয়। সেগুলো হলো,একটি ড্রইং খাতা, 2bও6bপেন্সিল, রাবার, পেন্সিল কাটার,কাটা কম্পাস, স্কেল ইত্যাদি। তবে আমি আজকে আমার পেন্সিল স্কেচে কলমও ব্যবহার করেছে। ব্যাপারটা শুনতে কেমন লাগলো আসলেই সত্যি।
১ম ধাপ
![]() |
---|
আমি প্রতিটা আঁকা শুরু করি খাতার চারপাশে বর্ডার লাইন এঁকে। খাতা চারপাশে বর্ডার লাইন আঁকলে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে।
২য় ধাপ
![]() |
---|
গোলাপ ফুল আঁকানোর জন্য প্রথমে গোলাপের কুড়ি আঁকাতে হয়। এজন্য আমি প্রথমে ইউ আকৃতি তৈরি করে গোলাপের কুড়ি আকিয়ে নিলাম।
৩য় ধাপ
![]() |
---|
শুধু কুড়ি আঁকলেই তো হবে না গোলাপের পাপড়িও আঁকতে হবে। তা না হলে গোলাপটি দেখতে ভলো লাগবে না। গোলাপের কুড়ির চারপাশ দিয়ে পাপড়ি আঁকিয়ে নিলাম।
৪র্থ ধাপ
![]() |
---|
গোলাপের পাপড়ি আঁকানোর পর গোলাপের ডাল তৈরি করে নিলাম। এবং পাতার বেজ তৈরি করে নিলাম। তারপর পাতা আঁকায় ফেল্লাম। প্রথমে পাতা আঁকাতে গিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। কারণ পাতা সমান হবে নাকি কাটা কাটা হবে বুঝে উঠতে পারছিলাম না। পরে মা বললো কাটা দিতে তারপর কাটা কাটা দিলাম।
৫ম ধাপ
![]() |
---|
গোলাপের বেজ তৈরি করার পর স্কেচ শুরু করে দিলাম। আমি মনে করি ছবি আঁকানোর থেকে স্কেচ করা খুব কঠিন।
৬ষ্ঠ ধাপ
![]() |
---|
গোলাপ ফুলের স্কেচ শেষ করে একটু তুলা দিয়ে স্কেচটা সকল জায়গায় মিশিয়ে নিলাম।
৭ম ধাপ
![]() |
---|
ফুলের স্কেচ ও স্কেচ মিশানোর পর কালি শেষ কলম দিয়ে গোলাপের পাতার শিরা তৈরি করে নিলাম। কালি শেষ কমল দিয়ে শিরা আঁকালে দেখতে বেশ ভালো লাগে।
৮ম ধাপ
![]() |
---|
পাতার শিরা আঁকানোর পর পাতা গুলো স্কেচ করে নিলাম।
৯ম ধাপ
![]() |
---|
তারপর ডাল দুটি স্কেচ করে নিলাম। স্কেচ করার পর গোলাপের ডালটি একটু মোটা মোটা লাগতেছিল তাই রাবার দিয়ে একটু মুছে নিলাম।
১০ম ধাপ
![]() |
---|
আমি মনে করি গোলাপ ফুল কাটা ছাড়া অসম্পূর্ণ। তাই কাটা আঁকায় নিলাম।
ফাইনাল লুক
![]() |
---|
সবকিছুর পর ফুলটির চারপাশ দিয়ে পেন্সিল দিয়ে লাইন আঁকায় নিলাম। সর্বশেষ আমার আঁকানোটা গোলাপ এরকম দেখতে লাগছে।
আশা করি আজকে আপনাদের আমার আঁকানোটা ভালো লাগবে। এখন থেকে আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের মাঝে নিয়মিত পেন্সিল স্কেচ শেয়ার করার।