Let's take a look. How a potter earns a living by making various products out of clay...[21-12-2024]

in blurt-188398 •  9 hours ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh December,21-12-2024

  • A beautiful day
  • December,21-12-2024,

Assalamu Alaikum my dear friends how are you all I hope Allah Almighty bless you all are very well and healthy. Alhamdulillah, I am also very well by the grace of Allah, today I am among you. Today I am going to share a very nice post. A life story of a very poor and very ordinary person from my village. A person who makes different types of products made of clay, plates, bowls, pots and pans. They make them and sell them in the market and village streets. It is known as clay art or kumar by village people.


IMG_20241221_124907.jpg


This person with the touch of his own hand. You can make different types of products with clay. There was a time when these products were very popular but nowadays. Modern plastics and industrial and aluminum products are available in the market due to which these daughters are no longer found. It was a tradition almost 100 years old that people still hold and the money they earn from it somehow meets their food needs. I am sharing with you the life story of such a person.


IMG_20241221_124936.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ।রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে। খুবই চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আমার গ্রামের খুবই দরিদ্র এবং খুব সাধারণভাবে জীবন যাপন করে একজন ব্যক্তির জীবন কাহিনী। যে ব্যক্তিটা মাটির তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী থালা বাটি হাড়ি পাতিল। তৈরি করে সেগুলো বাজারে এবং গ্রামের রাস্তাগুলোতে বিক্রি করে বেড়ায়। একে গ্রাম অঞ্চলের মানুষের মাটির শিল্প বা কুমার নামে চিনে থাকে। এই ব্যক্তি তার নিজের হাতের ছোঁয়া দিয়ে। মাটি দিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করতে পারেন। একটা সময় ছিল এই পণ্যগুলো অনেক জনপ্রিয় কিন্তু বর্তমানে। আধুনিক প্লাস্টিক এবং শিল্প ও অ্যালুমিনিয়ামের প্রয়োজনীয় পণ্য সামগ্রী বাজারে দেখতে পাওয়া যায় যার কারণে এই কন্যা গুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। এটা ছিল প্রায় ১০০ বছর পুরাতন একটি ঐতিহ্যবাহী ব্যক্তি এখনো ধরে রেখেছে এবং সেটা দিয়েই যে অর্থ উপার্জন করা সেটা দিয়ে কোন মতে সে তার খাবারের চাহিদা মেটানো। এমন একজন ব্যক্তির জীবন কাহিনী আমি আপনাদের মাঝে শেয়ার করছি।


IMG_20241221_125004.jpg


Which you will understand by looking at these pictures. Even after being done very efficiently, these are not in much demand in the market because now people use aluminum silver and even plastic utensils for their daily use. Due to which this person is no longer sold as before. This person makes various types of paper with clay, some of the notable ones are pots. Dish lids and large pots also produce a variety of other products and the clay bathars that are made carry them around in the poorest areas of the village. For sale but brother these are now. People don't like it like before. Very good pitha is also made with these clay pots but very cheap.


IMG_20241221_125030.jpg


And in those places where people have not yet got the touch of modernity, these types of utensils are still used more or less and this person is like getting married in those areas, his clay dishes and bowls and different types. Selling the products but these products have a good side that they have no harmful side like plastic and they were used by earlier people due to which more people nowadays. Diseases and germs could not harm them as they are highly cured field products which kill the germs and make them absolutely safe for consumption. Even now they are not used by people but many years ago about 100 years ago they were very popular people then used these kind of products.


IMG_20241221_124936.jpg


In daily life anyway I made a very low quality art of my village through this post. And I have tried to show you the beautiful products that you can make with your own hands and the things that this individual lives in a simple way. I hope you like them very much. You all will be very well and stay healthy. I will be in my village very soon. I will appear with the life story of a person of low quality. May Allah keep you all well and healthy.


যা এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন।খুব দক্ষতার সাথে করার পরেও এইগুলা বাজারে তেমন একটা চাহিদা নাই কারণ এখন মানুষ অ্যালুমিনিয়াম সিলভার এমনকি প্লাস্টিকের পাত্র গুলো ব্যবহার করেন তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য। যার কারণে এই ব্যক্তির আগের মত আর বিক্রি হয় না এই ব্যক্তি মাটি দিয়ে বিভিন্ন ধরনের পত্র তৈরি করেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পাত্র হচ্ছে। থালা বাটি ঢাকনা এবং বড় বড় পাতিল এছাড়াও আরো বিভিন্ন ধরনের পণ্য তৈরি করেন এবং তৈরি করা মাটির তৈরি বাথরগুলো গ্রাম অঞ্চলের অতি দরিদ্র এলাকাগুলোতে সেগুলো নিয়ে ঘুরে বেড়ান।


IMG_20241221_124907.jpg


বিক্রি করার জন্য কিন্তু ভাই এগুলো এখন আর। মানুষ আগের মত পছন্দ করেন না এগুলো দিয়ে অনেক ভালো পিঠাও তৈরি করা হয় এই মাটিতে তৈরি পাত্র গুলো ব্যবহার করে কিন্তু অতি গ্রাম। এবং যেদিকে আধুনিকতার ছোঁয়া এখনো মানুষ পাইনি সেসব জায়গায় এখনো এই ধরনের পাত্র কমবেশি ব্যবহার করা হয় আর এই ব্যক্তি ওইসব এলাকাতেই বিয়ে করার মত তার মাটির তৈরি এইসব থালা বাটি এবং বিভিন্ন ধরনের। পণ্যগুলো বিক্রি করেন তবে এই পণ্যগুলোর একটা ভালো দিক রয়েছে এইগুলো প্লাস্টিকের মতো কোনো ক্ষতিকর দিক নেই এবং এগুলো আগেকার মানুষ ব্যবহার করতেন যার কারণে আজকাল মানুষের অনেক বেশি। রোগ বালাই এবং জীবাণ তাদেরকে কোন ক্ষতি করতে পারত না কারণ এগুলো অত্যন্ত আগুনে পুড়িয়ে শক্ত করা হয় মাঠের তৈরি পণ্যগুলো যার কারণে জীবাণুগুলো মারা যায় এবং এগুলো একদম ব্যবহারের জন্য নিরাপদ হয়ে যায়। তারপরও এখন আর এগুলো মানুষ ব্যবহার করে না কিন্তু অনেক বছর আগে প্রায় ১০০ বছর আগে এগুলো ছিল অনেক জনপ্রিয় মানুষ তখন এই ধরনের পণ্যগুলোই ব্যবহার করতেন তাদের।


IMG_20241221_125054.jpg


দৈনন্দিন জীবনে যাইহোক আমি এই পোস্টের মাধ্যমে আমার গ্রামের খুবই নিম্নমানের একজন শিল্প তৈরি করেন। এবং তার নিজের হাত দিয়ে কত সুন্দর পণ্য তৈরি করতে পারেন সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই ব্যক্তিগত সাধারন ভাবে জীবন যাপন করেন সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনারা সবাই অনেক ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আমার গ্রামের। নিম্নমানের কোন ব্যক্তির জীবন কাহিনী নিয়ে হাজির হব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!