A very nice photography of brinjal flower...[17-12-2024]

in blurt-188398 •  5 days ago 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh December,17-12-2024

  • A beautiful day
  • December,17-12-2024,

Assalamu Alaikum how are you my dear friends I hope you are all well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah. Today I have come to you with a very nice photography post. Today I will share such a photography with you. Maybe you all are this flower. You all have seen and know the photography of flowers. Now I am going to share this with you. The result is really nice to see from the work. I am now going to share with you a flower photography whose beauty cannot impress anyone's mind. I hope you will like them so let's start today's photography.


IMG_20241217_203645.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি এমন একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব এই ফুলটি হয়তো আপনারা সবাই।দেখেছেন এবং সবাই চিনেন ফুলের ফটোগ্রাফি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই ফলটি কাজ থেকে দেখতে সত্যিই ও খুব ইচ্ছে চমৎকার। এই ফুলের সৌন্দর্য যে কারো মনকে মুগ্ধ করতে পারে না এমন একটি ফুলের ফটোগ্রাফি আমি এখন আপনার মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের করা ফটোগ্রাফি গুলো।


IMG_20241217_203620.jpg


As Bangladesh is an agricultural major country, there are about 64 districts in this country and agriculture is done in each district. And our district Kushtia is connected with agriculture. It can be said that out of 100 people in Bangladesh, 80 people work in agriculture. So it can be said that most of the people are connected with agriculture. And these farmers grow different types of crops on their land, some of which are notable crops. Rice, wheat, corn, these crops are very popular among the people, but now, in the past, the people of the mango region are now fleeing these discourses.


IMG_20241217_203559.jpg


Growing lots of vegetables. One of the popular vegetables among these is eggplant. It tastes very delicious when made. And now I have shared with you a photo of a flower that blooms before it becomes an eggplant, which is incredibly beautiful. I went for a walk in the field today. I went into the field and saw that a farmer had planted brinjal trees in a field and those brinjal trees were holding begum and some of the brinjals were blooming. I didn't like seeing the flowers from a distance, but when I got closer to these fruits.


IMG_20241217_203620.jpg


I really liked them. See, I couldn't control myself anymore so I took several photos of brinjal flowers and this flower looks very beautiful especially the petals of this flower. Looking even better, I took several photographs and then walked around the whole eggplant fields indoors. I really liked the look and I also liked that these eggplant flowers have a distinct fragrance. I took several photographs and came straight back home.I hope I do today. Photographs of these eggplant flowers. You will like it very much. May you all be very well and healthy. I will be back with you soon with my next one, insha'Allah.


IMG_20241217_203711.jpg


বাংলাদেশ যেহেতু একটি কৃষি প্রধান দেশ।তাই এদেশের প্রায় 64 জেলার রয়েছে এবং প্রত্যেকটি জেলাতে কৃষি কাজ করা হয়। এবং আমাদের জেলা কুষ্টিয়া কৃষিকাজের সাথে সংযুক্ত। বলা যায় বাংলাদেশের প্রায় ১০০ জন মানুষের মধ্যে 80 জন মানুষই কৃষিকাজ করেন। তাই বলা যায় অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে সংযুক্ত। আর এই কৃষকেরা তাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল ফলান এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফসল হচ্ছে। ধান গম ভুট্টা এই ফসলগুলো মানুষের খুবই জনপ্রিয় কিন্তু বর্তমানে অতীতে আম অঞ্চলের মানুষেরা এখন এই ভাষণ গুলো পালানোর পাশাপাশি। প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করছেন। এরমধ্যে জনপ্রিয় একটি সবজি হচ্ছে বেগুন বেগুন হয়তো সকলেরই অনেক পছন্দের একটি সবজি কারণ এটি খেতে খুবই সুস্বাদু এবং বেগুনের চপ। তৈরি করে খেলে খুবই সুস্বাদু লাগে।


IMG_20241217_203645.jpg


এবং বেগুন হওয়ার আগে যে ফুলটা ফোটে সেই ফুলটা দেখতে অসম্ভব পরিমাণ সুন্দর এমন একটি ফুলের ফটোগ্রাফি এখন আমি আপনাদের মাঝে শেয়ার করেছে। আমি আজকে হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে গিয়েছিলাম। মাঠের মধ্যে গিয়ে দেখি একটা জমিতে একজন কৃষক বেগুন গাছ লাগিয়েছেন এবং সেই বেগুন গাছগুলোতে বেগম ধরে আছে এবং কিছু গাছে বেগুনের ফুল ফুটে আছে। দূর থেকেই ফুল গুলো দেখে খুব একটা ভালো না লাগলো আমি যখন এই ফলগুলোর কাছে গেলাম দেখে আমার বেশ ভালো লাগলো। দেখি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তাই বেশ কয়েকটি বেগুনের ফুলের ফটোগ্রাফি করলাম এবং এই ফুলটি দেখতে খুবই চমৎকার বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো। দেখতে আরো বেশি চমৎকার আমি বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম এরপর পুরো বেগুনের জমিগুলো ঘরে ঘুরে ঘুরে দেখলাম। দেখে আমার বেশ ভালো লাগলো এবং এই বেগুনের ফুলেরা একটি আলাদা ধরনের সুগন্ধ রয়েছে এটাও আমার খুব ভালো লাগলো। আমি বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম সোজা বাড়ি ফিরে এলাম। আমি আশা করি আমার আজকের করা।এই বেগুনের ফুলের ফটোগ্রাফি গুলো। আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আমার পরবর্তী নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।


3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!