Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,26-11-2024
- A beautiful day
November,26-11-2024
Tuesday.....
Assalamu Alaikum my dear friends, how are you all, I hope you are all doing well by the grace of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah."Blunt Space" I am going to post about a hundred years old tradition which was very popular for a while. Which was used by earlier people to travel to distant places, now I am going to share with you the horse-cart vehicles. These traditional horse-cart vehicles are almost seen nowadays.Let's start with why it was so popular.
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।" ব্লুর্ট স্পেস ।"আজ আমি প্রায় একশ বছরের পুরানো ঐতিহ্য পোষ্ট করতে যাচ্ছি যা কিছু সময়ের জন্য খুবই জনপ্রিয় ছিল। যা আগে মানুষ দূর-দূরান্তে যাতায়াতের জন্য ব্যবহার করত, এখন আমি আপনাদের সাথে ঘোড়ার গাড়ির বাহন শেয়ার করতে যাচ্ছি। এই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িগুলি আজকাল প্রায় দেখা যায়৷ কেন এটি এত জনপ্রিয় ছিল তা দিয়ে শুরু করা যাক৷
Let's start by knowing a few things about this traditional vehicle.There was a time when people did not have such modern technology as now. People did not know the use of modern technology and used to walk or use bullock carts or horse carts to go to distant places.And these horse carts could travel on any road and in the earlier days there were no modern roads like now because of which the roads were muddy and the cars that have been invented in the modern era could not even run if these modern cars were available at that time.
And there are some other reasons why horse carts are popular. These vehicles were used by people to travel long distances and some goods from one place to another. These horse carts were also very popular than vehicles.Because this vehicle can carry a lot of cargo.And no driving license is required to operate this vehicle.It is possible to move such a vehicle from one place to another only with a horse walking along with a man, which you can understand by looking at these pictures.
চলুন তাহলে শুরু করা যাক এই ঐতিহ্যবাহী যানবাহন সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। একটা সময় ছিল যখন এখনকার মত এত আধুনিক প্রযুক্তি ছিল না তখনকার মানুষেরা। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও জানত না মানুষ দূরের কোন জায়গায় যাওয়ার জন্য পায়ে হেঁটে অথবা গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। আর এই ঘোড়ার গাড়ি গুলো যে কোন রাস্তা দিয়ে চলাচল করতে পারতাম আর আগেকার দিনে এখনকার মতো আধুনিক কোন রাস্তা ছিল না যার কারনে রাস্তায় কাদা মাটি থাকতো এবং আধুনিক যুগে এসে যে গাড়িগুলো এখন আবিষ্কার হয়েছে এগুলো চলতেও পারত না যদি সে সময় এই আধুনিক গাড়িগুলো থাকতো। আর ঘোড়ার গাড়ি জনপ্রিয় হওয়ার আরো কিছু কারণ রয়েছে এই যানবাহন গুলো মানুষ আগে অনেক দূরে যাওয়ার পথে ব্যবহার করতেন এবং কোন মালামাল এক স্থান থেকে অন্য স্থানে।পৌঁছানোর কাজেও এই ঘোড়ার গাড়ি যানবাহন থেকে অনেক জনপ্রিয় ছিল। কারণ এই যানবাহন টি অনেক বেশি মালামাল বহন করতে পারেন। আর এই যানবাহনটি জ্বালাতে কোন ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়ে না। শুধু ঘোড়া হাঁটতে থাকে সাথে একজন মানুষ থাকলেই এই ধরনের যানবাহন এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া সম্ভব যা এই ছবিগুলো দেখলে এতটা বুঝতে পারবেন।
And this vehicle did not need any oil or petrol to run.Due to which it was possible to go far at a very low cost. Only if they were fed greener grass than this horse, they could go far.But now due to the advent of modern technology, such vehicles are no longer seen, but when such vehicles used to run earlier, the accidents were very less and even if there were accidents, they were very less likely to cause damage. Because such vehicles tend to move at very high speeds, there is very little chance of harming people.But now these types of vehicles are no longer seen, but if you go to the rural areas, you can still see two because the people of the rural areas have still retained this tradition.
But these horse carts are now used only for transporting the crops from the crop field to the owner's home because no modern vehicle can ply in the crop field as there are no roads so these types of vehicles are very good in the crop field which is why these types of vehicles are still in rural areas. can be seen Only because of some people in rural areas this kind of tradition still survives these types of vehicles you can see only in rural areas because these types of vehicles are no longer seen in cities. However, through this post I have tried to talk about the hundred years old tradition of my village, horse carts and vehicles.
আর এই যাহার যানবাহন চালাতে।কোন তেল বা পেট্রোলের প্রয়োজন পড়তো না। যার কারণে অনেক অল্প খরচে অনেক দূর যাওয়া যাওয়া সম্ভব হতো। শুধুমাত্র এই ঘোড়ার চেয়ে সবুজ ঘাস খাওয়ালেই সে অনেকদূর পর্যন্ত চলতে পারতো তারা। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি আসার কারণে এই ধরনের যানবাহন আর দেখতে পাওয়া যায় না তবে এই ধরনের যানবাহন যেমন আগে চলাচল করতো তখন দুর্ঘটনাও অনেক কম হতো আর দুর্ঘটনা হলেও তারা ক্ষতির সম্ভাবনা খুবই কম ভাগ্য। কারণ এই ধরনের যানবাহন খুব ভিড় গতিতে চলতে পছন্দ করে তাই মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম হতো। কিন্তু এখন আর এই ধরনের যানবাহন দেখা যায় না তবে গ্রাম অঞ্চলে এখনো গেলে দুই একটা চোখে পড়ে কারণ গ্রাম অঞ্চলের মানুষেরা এখনো এই ঐতিহ্যটা ধরে রেখেছে। তবে এই ঘোড়ার গাড়িগুলো এখন শুধু মাত্র ফসলের জমি থেকে মালিকের বাড়িতে ফসল পৌঁছানোর কাজে ব্যবহার করা হয় কারণ ফসলের জমিতে কোন আধুনিক যানবাহন চলতে পারে না কারণ সেখানে কোন রাস্তা নেই।
এইজন্য ফসলের জমির মাঠে এই ধরনের যানবাহন চলতে খুবই পারদর্শী যার কারণে এখনো এই ধরনের যানবাহন গ্রাম অঞ্চলে দেখা যায়। শুধুমাত্র গ্রাম অঞ্চলের কিছু মানুষের কারণে এখনো এই ধরনের ঐতিহ্যটা টিকে রয়েছে এই ধরনের যানবাহনগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলে আপনারা দেখতে পারবেন কারণ শহরে এ ধরনের যানবাহন আর দেখা যায় না। যাইহোক আমি এই পোষ্টের মাধ্যমে আমার গ্রামের প্রায় একশ বছরের পুরাতন ঐতিহ্য ঘোড়ার গাড়ি যানবাহন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছেন আমি আশা করি এগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।