Some random photography of my beautiful village.[11-11-2024]

in blurt-188398 •  last month 

Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,11-11-2024

  • A beautiful day
    *November,11-11-2024,

Assalamu Alaikum my dear friends, how are you all, I hope you are doing well with the infinite mercy of Allah. Alhamdulillah I am also very well by the grace of Allah.Today I have come to you with a very nice post.Today I am going to share with you some green nature photos of my village and random photography. I hope you will like these photos I took today.So let's start with some beautiful photography I took with my own phone.


IMG_20241111_210037.jpg


I first took this photograph from the river bank, a very beautiful place in my village because I like to spend some time by the river bank every afternoon. And today too I went in the afternoon and spent some wonderful moments amidst the cloudy cloudy sky and green nature all around. And from there I took some very nice photography.Looking at this photograph, you can tell how beautiful a tree looks without leaves, because in the midst of green nature around, this tree seems to be staring at the blue sky.


IMG_20241111_215646.jpg


আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা,কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে খুবই চমৎকার একটি পোস্ট আপনি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার গ্রামের কিছু সবুজ প্রকৃতির ছবি এবং এলোমেল ফটোগ্রাফি আমি আশা করি এই আমার আজকে করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার নিজের ফোন দিয়ে করা কিছু সুন্দর ফটোগ্রাফি। আমি প্রথমেই আমার গ্রামের খুবই সুন্দর একটি জায়গা নদীর পাড় থেকে এই ফটোগ্রাফিটি করেছিলাম কারণ আমি প্রতিদিন বিকেল বেলা নদীর পাড়ে গিয়ে কিছু সময় কাটাতে পছন্দ করি। এবং আজকেও বিকেল বেলা গিয়েছিলাম তখন মেঘলা মেঘলা আকাশ এবং চারিদিকে সবুজ প্রকৃতি মাঝে খুব চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছি। এবং সেখান থেকে খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছিলাম। এই ফটোগ্রাফিটি দেখলে আপনার বলতে পারবেন একটি গাছের পাতা না থাকায় পরেও কতটা সুন্দর দেখাচ্ছে কারণ চারদিকে সবুজ প্রকৃতির মাঝে এই গাছটি মনে হচ্ছে নীল আকাশের দিকে ওকে মেরে দাঁড়িয়ে রয়েছে যাক আজ থেকে দেখতে সত্যিই খুব চমৎকার দেখাচ্ছিল।


IMG_20241111_220247.jpg


Now I am going to share a very nice photography. I took this photography while sitting on the river bank. Sitting on the bank of the river, I suddenly noticed.The sun was setting in the western sky and it looked as good as possible.The sky looked really beautiful today as the sun went down.Because the white clouds and red clouds in the blue sky looked really interesting and I liked sitting on the bank of the river the most.To enjoy the moment of sunset, this kind of view looks really nice from work and I feel good instantly.I have photographed several sunset moments, I hope you will like the photographs.


IMG_20241111_220316.jpg


এখন আমি খুবই চমৎকার একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।এই ফটোগ্রাফিটি আমি নদীর পাড়ে বসেই করেছিলাম। নদীর পাড়ে বসে হঠাৎই খেয়াল করলাম। সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে এবং দেখতেও সম্ভব পরিমাণ ভালো লাগতেছে। সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে আজকে আকাশটা দেখতে সত্যিই খুবই চমৎকার দেখাচ্ছিল। কারণ নীল আকাশের মাঝে সাদা মেঘ এবং লাল মেঘ গুলো দেখতে সত্যি খুবই আকর্ষণীয় দেখাচ্ছিল এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছিল নদীর পাড়ে বসে।সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা উপভোগ করতে এই ধরনের দৃশ্য কাজ থেকে দেখলে সত্যিই খুব চমৎকার দেখায় এবং নিমিষেই মন ভালো হয়ে যায় আমি তখন। বেশ কয়েকটি সূর্য ডোবার মুহূর্তের ফটোগ্রাফি করলাম আমি আশা করি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে।


IMG_20241111_220857.jpg


Then I really wish nice. A photograph it is the road in the village area.And all ends on both sides of this road and the afternoon sky is very beautiful to sit by this road.The roads in village areas are made of any kind of clay but they are very attractive because of the green nature around.And in the middle is a beautiful road with green trees on both sides.And the interesting thing is that no heavy vehicles ply on this type of road.Due to which the people of the village are living very well without facing any kind of damage.I have tried to share some very beautiful photography of my village through this post.I hope you will like the photographs I made today. May Allah keep you all well and healthy.


IMG_20241111_220946.jpg


এরপর আমি খুব ইচ্ছা চমৎকার।একটি ফটোগ্রাফি এটি হচ্ছে গ্রাম অঞ্চলের রাস্তা। এবং এই রাস্তার দুই পাশ দিয়ে সব শেষ থাকে এবং এই রাস্তার পাশে বসে বিকেল বেলা আকাশ দেখতে খুবই চমৎকার দেখায়। গ্রাম অঞ্চলের রাস্তা গুলো এরকমই হয়ে থাকে যেকোনো মাটির তৈরি কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় কারণ চারিদিকে সবুজ প্রকৃতি। এবং মাঝখান দিয়ে চমৎকার একটি রাস্তা যার দুই পাশ দিয়ে সবুজ গাছপালা। আর মজার ব্যাপার হচ্ছে এই ধরনের রাস্তা কোন ভারি যানবাহন চলাচল করে না। যার কারণে গ্রাম অঞ্চলের মানুষেরা কোন প্রকার ক্ষতির সম্মুখীন না হয়ে খুবই সুন্দর ভাবে। খুবই সুন্দর ভাবে চলাচল করতে পারে আমি এই পোস্টের মাধ্যমে আমার গ্রামের খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছি। আমি আশা করি আমার আজকের করাই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

Enchanting village picture I saw a very beautiful and peaceful picture

  ·  last month  ·  

আমাদের কমিউনিটির ইউজারদের জন্য একটা ডিসর্কড় সার্ভার চালু করা হয়েছে। এখানে আপনারা যে কোন প্রশ্ন করতে পারবেন এবং তার সঠিক উত্তর পাবেন। একই সাথে একজন ইউজার আর একজন ইউজারের সাথে সহজে পরিচিত হতে পারবেন এই সার্ভারের মাধ্যমে। তাই আমি মনে করি আপনাদের কাজের মান বৃদ্ধি করার জন্য এই সার্ভারে যুক্ত হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায় আপনারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন যেগুলো সমাধান কোনভাবেই করতে পারেন না, সেই সমস্যা গুলা ও এই সার্ভারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হবে।

Join discord: https://discord.gg/hdH3GGvD