Company party at home abroad

in blurt-188398 •  2 months ago 

Hello
Friends of my blurt space Community
I'm @juwel001 from Bangladesh

IMG20230508215842.jpg

Alaikum my bullet friends hope you are very well. I am also very well with your prayers. Today I am going to share with you some moments of celebrating Eid with company money. I used to live in Malaysia for some time. After one year I went there and did a food program for company stars on Eid. Dance, song, many games were being performed. I was like a competition.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
আসসালামু আলাইকুম আমার বুল্ট বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কোম্পানি টাকায় ঈদে আনন্দ করার কিছু মুহূর্ত আমি কিছুদিন যাবত মালয়েশিয়া তে থাকতাম ওখানে গিয়ে এক বছর থাকার পর ঈদে কোম্পানির স্টারদের জন্য খাবারের অনুষ্ঠান করে ঈদ আনন্দ করার জন্য সবাইকে নিয়ে একটি অনুষ্ঠান করে ওখানে আমরা অনেক বাঙালি ছিলাম কোম্পানি স্টারদের জন্য নাচ গান অনেক খেলা অনুষ্ঠান করছিল আমি প্রতিযোগিতা হিসেবে ছিলাম ভালো লাগছে বিদেশের মাটিতে কে বা নাচাই এরকম আনন্দ অনেক খাওয়া দাওয়া অনেক ঘুরাঘুরি অনেক আনন্দ

IMG20230508215907.jpg

IMG20230508220111.jpg

were many types of Eid joy in foreign soil like in the country, which is not enough to explain, I am enjoying a lot with Malaysians on that day. There was no Malaysian food, Bengali food. Celebrating Eid abroad is truly a special experience. Celebrating Eid with company members, eating and drinking together, tasting different types of food, and spending time with each other creates a joyful atmosphere. Besides, offering Eid prayers, exchanging greetings with everyone and sharing Eid traditions creates a sense of togetherness. Getting to know the local cuisine and sharing joy together is also part of it.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
বিদেশের মাটিতে দেশের মতন ঈদের আনন্দ আরো অনেক রকম খাওয়া-দাওয়া ছিল যা বলে বোঝানোর মত নয় অনেক আনন্দ করছে ওদিন সাথেমালেশিয়ানদের সাথে অনেক আনন্দ করছি মালয়েশিয়ান খাবার বাঙালি কোন খাবার ছিল না সব মালেশিনের খাবার খাওয়া শেষে অনেক কিছু ছিল বিদেশে ঈদ পালন করা সত্যিই বিশেষ একটি অভিজ্ঞতা। কোম্পানির সদস্যদের সাথে ঈদ উদযাপন করে, সবাই মিলে খাওয়া-দাওয়া করা, নানা ধরনের খাবারের স্বাদ গ্রহণ করা, এবং একে অপরের সঙ্গে সময় কাটানো একটি আনন্দময় পরিবেশ তৈরি করে। এছাড়া, ঈদের নামাজ আদায়, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ঈদের ঐতিহ্যগুলো শেয়ার করা এক ধরনের মিলনমেলার অনুভূতি তৈরি করে। স্থানীয় খাবারের সঙ্গে পরিচিত হওয়া এবং একসাথে আনন্দ ভাগাভাগি করাও এর অংশ।

IMG20230508220154.jpg

cooked in coconut milk, usually served with hilsa, pickles, raw salad and eggs is a spicy soup, made with a variety of meats and vegetables. Fried chowmin, which is cooked with soy sauce, chilies, and various vegetables. It is noodles cooked in a spicy coconut soup, which is made with fish or meat. Malaysian food is very different from Bengali food. You like to eat everything raw. Their cooking is not like that of Bengalis, their cooking is different, chicken meat is boiled, fish is boiled, not fried, not salted, only boiled.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people
নারকেল দুধে রান্না করা ভাত, সাধারণত ইলিশ, আচার, কাচা সালাদ এবং ডিমের সঙ্গে পরিবেশন করা হয় এটি মশলাদার স্যুপ, যা বিভিন্ন প্রকার মাংস এবং সবজি দিয়ে তৈরি হয়। ভাজা চাউমিন, যা সয়াসস, ঝাল মরিচ, এবং বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয়।এটি মশলাদার কোকোনাট স্যুপে রান্না করা নুডলস, যা মাছ বা মাংস দিয়ে তৈরি হয় এবং মালয়েশিয়ার খাবার বাঙ্গালীদের খাবারের থেকে অনেক গুন পরিবর্তন তোরা সব কিছু কাঁচা খাইতে ভালোবাসি সিদ্ধ খাইতে ভালবাসে ওদের রান্না বাঙালিদের মতো নয় ভিন্ন রান্না মুরগির মাংস সিদ্ধ খায় মাছ সিদ্ধ খাই নাও ঝাল না লবণাতিল শুধু সিদ্ধ ওরা খাবার খাই প্রথমে খাইতে অনেক কষ্ট হইত বাট পরে সবকিছু মানিয়ে নিতে পারছি ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

Messenger_creation_8561ED06-9387-4C3B-B551-37EBE2F3225F.jpeg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!