Some beautiful moments of wandering

in blurt-188398 •  13 hours ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh

1000077791.jpg

Hope you all are well. I am also very good with God's blessings. Some beautiful moments in the afternoon wandering around with friends. I am passing a time since this morning. After waking up in the morning, I was sitting for a while and my mother told me that she was leaving you in the market. I didn't think that you will go to Dhaka one day. So I hurriedly got ready and went to the market with my bike. I went to the market and took my sister in the bus and wandered around for a while, then I felt that morning tea had not been served for quite some time, so I took my life and left for the market again. I met an old friend while coming from the market for a cup of milk tea. So me and my friend again went to that shop to have tea together. We both had tea and chatted for a while without letting my friend go to his friend's house and left for home with the bike. After coming home, I was fresh and playing games again after eating in the morning. A friend of mine came to our house again during the game. Then I chatted for a while with two friends. After chatting and having lunch, me and my friend again played games for a while. After playing the game I showered and freshened up and got ready for the horse. Then my friend and I went out for a walk with my bike. I took several pictures with my phone while walking around. I'm almost doneThen my brother took pictures and gave them to him and left again. After wandering outside for a while, my friend said let's have tea from a coffee house. So the favorite tea there was Lemon Tree movie and my friend who was coffee. Then my friend and I finished our tea and did some photography inside the coffee house. We finished you first and let you come home. After coming home fresh, me and my friend had dinner. I left again to drop my friend at his friend's house. After wandering around for a while, I left my friend at a friend's house and came home. I felt tired after coming home so I slept for a while. Wake up and get fresh again and eat something at night. I played the game for quite some time. After playing the game I sat down to write a post among you. Today's post can be shared among you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিকেলে বন্ধুর সাথে ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্ত। আজ সকাল থেকে একটা সময় পার করছি।। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল আপুকে বাজারে রেখে আসছে। আমার তো মনে ছিল না যে আপু একদিন ঢাকায় চলে যাবে। তাই আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইক নিয়ে আমি এবং আমার আপু বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে আপুকে বাসে উঠায় দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর মনে হলো বেশ কিছুদিন ধরে সকালবেলা চা খাওয়া হচ্ছে না তাই আমি আমার লাইফ নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে চলে গিয়েছিলাম। বাজার থেকে এক কাপ দুধ চা খেয়ে আসার সময় আমার একটি পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল। তাই আমি এবং আমার বন্ধু আবারও দুজনে চা খাওয়ার জন্য সেই দোকানে গিয়েছিলাম। আমরা দুজন চা খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে বন্ধুকে বন্ধুর বাসায় না দিয়ে দিয়ে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে আবার কিছুক্ষণ গেম খেলছিলাম। খেলার সময় আমার একটি বন্ধু আবার আমাদের বাসায় এসেছিল। তারপর দুই বন্ধু মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। আড্ডা শেষ করে দুপুরের খাবার খেয়ে আমি এবং আমার বন্ধু আবারও কিছুক্ষণ গেম খেলছিলাম। গেম খেলা শেষ করে আমি গোসল করে ফ্রেশ হয়ে ঘোড়ার জন্য রেডি হয়েছিলাম। তারপর আমার বাইক নিয়ে আমি এবং আমার বন্ধু দুজনে মিলে ঘোরাঘুরির জন্য বের হয়ে গিয়েছিলাম। ঘোরাঘরের সময় আমি বেশ কিছু ছবি তুলেছিলাম আমার ফোন দিয়ে। আমি প্রায় বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর বন্ধুকে বললাম এই বার দুই বাইক চালা বাইক চালা। তারপর বন্ধুর কাছে লাইক দিয়ে আমি কিসে বসে আরো বেশ কিছু ছবি তুলেছিলাম। এখন একটি ভালো লোকেশনে দাঁড়িয়ে আমি এবং আমার বন্ধু দুজনে আমার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম। ছবি তোলার সময় একটি ভাই এসে বলল তার কয়টা ছবি তুলে দিতে। তাই আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। ভাইটির ব্যবহার আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই ছবি তুলতে কোন সমস্যা হয়েছিল না আমার। তারপর ভাইটি ছবি তুলে ছবিগুলো তাকে দিয়ে আবারো বাইরে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাহিরে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল চল আমরা একটু কফি হাউজ থেকে চা খেয়ে আসি। তাই সেখানকার সব থেকে পছন্দের চা লেমন ট্রি সিনেমা এবং আমার বন্ধু কে ছিল কফি। তারপর আমি এবং আমার বন্ধু চা খাওয়া শেষ করে কফি হাউসের ভেতরে কিছু ফটোগ্রাফি করেছিলাম। তোকে আগে শেষ করে আমরা বাড়ি আসার জন্য দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি এবং আমার বন্ধু রাতের খাওয়া দাওয়া করে। বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আসার জন্য আবারও রওনা দিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বন্ধুকে বন্ধুর বাসায় রেখে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ক্লান্ত লাগছিল তাই কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে রাতে কিছু খাওয়া দাওয়া করে। বেশ কিছুক্ষণ গেম খেলেছিলাম। গেম খেলা শেষ করে আমি আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়।

1000077798.jpg

I shared my picture of me nicely towards you to see you staring at me again. When listening to these pictures we hear the pictures of the three friends with lots of fun. In fact, when friends sit in one place, we two friends can do it beautifully. It is good for us when friends hang out in one place. Actually when we are three friends staying in one place the muhuti is quite good for me. Can't honestly say we get through this time beautifully. At such times I have all the time I can request. We three friends go from place to place happily. We like to make more of those times. True friendship is a priceless treasure that never ends. Friends spend beautifully where beautiful. Hope you guys can make beautiful moments later when friends meet. There are many good things to cheer up with friends that we can't say to ourselves. When we friends hang out in one place, that chat brings peace to others.

আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দর ভাবে আমার তোলার কয়েকটি ছবি শেয়ার করেছি। যখন এই ছবিগুলো তুলেছিলাম তখন আমরা দুই বন্ধু মিলে অনেক মজার সাথে ছবিগুলো তুলেছিলাম। আসলে বন্ধুরা যখন এক জায়গায় থাকে তখন সময়গুলো বেশ সুন্দরভাবে পার করতে পারি।আমরা তিন বন্ধু মিলে যখন এই সময় তো অতিবাহিত করতেছিলাম তখন সেই সময়টি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। বন্ধুরা মিলে যখন এক জায়গায় আড্ডার সাথে থাকি তখন বেশ ভালো লাগে আমাদের কাছে। আসলে আমরা যখন তিন বন্ধু এক জায়গায় সময় উপভোগ করছিলাম তখন সেই মুহূর্তটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা এই সময়টি কিভাবে সুন্দরভাবে পার করেছিলাম সবাইকে। এমন সময় গুলো সামনে সব সময় যেন উপভোগ করতে পারি সেই আশায় থাকি। আমরা তিন বন্ধু মিলে এই জায়গায় থাকি সেই জায়গাটি আমরা আনন্দের সাথে থাকি। এমন সময়গুলো উপভোগ করতে আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগে। আসল বন্ধুত্ব একটু অমূল্য সম্পদ যা কখনো শেষ হয় না। বন্ধুরা যেখানেই থাকি সেখানেই সময় গুলো বেশ সুন্দরভাবে কাটে। আশা করি আপনারা যখন বন্ধুরা মিলন টা দেন তখন সবসময় সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পারেন করতে। বন্ধুদের সাথে সময় গুলো অতিবাহিত করতে আমাদের কাছে বেশ ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা বন্ধুরা মিলে যখন এক জায়গায় আড্ডা দিয়ে তখন সে আড্ডায় একটি অন্যরকম শান্তি পাওয়া যায়।

1000077793.jpg

If you look at the top again, you will see that I have shared with you another picture that I took beautifully. I took this picture when I was about to go for the fish inside and shared it with you. In fact, wandering has become quite an addiction for me. I like to roam. Yesterday we went to Chuadanga railway station for rolling and from there we took several pictures and video. Actually Chuadanga railway station is quite different for me. I like the scenes at that railway station. After going to the station we first wandered around a bit and then we took several pictures. While we two friends were taking pictures, two more friends of mine came and then we four together took many pictures from inside the railway station. Here the pictures were taken very well. Then we tumbled for a long time and went to Kushtia by train. Actually I liked the train world quite a lot which I can't tell you. I like it the most. Traveling to Chen has become quite a journey for me. Hope all the students like it after today. If you like it, thank you in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people🇧🇩

আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আর একটি ছবি শেয়ার করেছি। আমি যখন মাছের ভিতরে করি গড়াগড়ির জন্য যেতে ছিলাম তখন এই ছবিটা তুলেছিলাম না আপনার মাঝে শেয়ার করেছি। আসলে ঘোরাঘুরি আমার কাছে বেশ পছন্দের একটি নেশ া হয়ে উঠেছে। ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে আমার কাছে। গতকাল গড়াগড়ির জন্য আমরা চুয়াডাঙ্গা রেলস্টেশনে গিয়েছিলাম সেখান থেকেই আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম এবং ভিডিও করেছিলাম। আসলে চুয়াডাঙ্গা রেলস্টেশন আমার কাছে বেশ ভালো লাগে এই জায়গাটি সবথেকে আলাদা একটি জায়গা। ওই রেল স্টেশনে দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। স্টেশনে গিয়ে আমরা প্রথমে একটু ঘোরাঘুরি করেছিলাম তারপরে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। আমরা দুই বন্ধু যখন ছবিগুলো তুলছিলাম তখন আমার আরো আরো দুইটি বন্ধু এসেছিল তারপরে আমরা চারজন মিলে রেলস্টেশনের ভিতর থেকে অনেকগুলো ছবি তুলেছিলাম। এখানে ছবিগুলো বেশ সুন্দর হয়েছিল তোলা। তারপর আমরা অনেকক্ষণ গড়াগড়ি করে ট্রেনে করে কুষ্টিয়াতে চলে গিয়েছে। আসলে ট্রেন ভুবনটি আমার কাছে বেশ ভালো লেগেছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। চেন ভ্রমণের জন্য আমার কাছে বেশ রোজাদার একটি ভ্রমণ হয়ে উঠেছে। আশা করি ‌আজকের পর ছাত্রদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

@jubayer001

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

1000044069.png

My name is Md Jubayer Hossain. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!