Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফসলের জমিতে বিষ প্রয়োগ করার কিছু মুহূর্ত। আজকে সকাল থেকে কিছুটা ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু গরুর ঘাস কাটার জন্য আমাদের ঘাসের জমিতে গিয়েছিলাম। তারপরে পাশের জমি থেকে একটু ঘাস নিয়ে বাড়িতে এসে গোসল করে প্রাইভেটের জন্য চলে গিয়েছিলাম কলেজে। প্রাইভেট শেষ করে বাড়িতে এসে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়ে ছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারো বন্ধুদের সাথে ফুটবল খেলার জন্য একটু মাঠে গিয়েছিলাম মাঠ থেকে এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেল। আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করে দেখ।
If you look above you can see that I have shared a nice picture of myself with you. I took this picture above to share with you when I went to apply BIS to our land. When I first started planting bis on our land, I took this photo which I shared with you.
আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তুলে একটু ছবি শেয়ার করেছি। আমি যখন আমাদের জমিতে বিস প্রয়োগের জন্য গিয়েছিলাম তখন আমি উপরের এই ছবিটা তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমি যখন আমাদের জমিতে প্রথম থেকে বিস দেয়া শুরু করেছিলাম তখন এই ছবিটি তুলেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করেছি।
If you look at the top again, you can see that I have shared with you one more picture that I took beautifully. Kalai was to be cultivated in our land now. For quite some time, there were many flowers in Kal's land, so poison was applied to the land to keep the flowers healthy. As these pesticides are not harmful to health, they can be easily applied to all crops. Hope you like the above picture.
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো একটি ছবি শেয়ার করেছি। আমাদের এই জমিতে কালাই এর চাষ করা হতে ছিল এখন। বেশ কিছুদিন ধরে কালের জমিতে বেশ ফুল এসেছিল তাই ফুলগুলো যেন ঠিক থাকে সেই জন্য তাহলে জমিতে বিষ প্রয়োগ করা হয়েছিল। এই বিশগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকার না হওয়ায় এগুলো সহজেই সকল ফসলে প্রয়োগ করা যায়। আশা করি উপরের ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে।
If you look at the top again, you can see that I have shared with you another beautiful picture taken by me. I have shared this picture with you when one of my brothers gave us this picture when we were almost done applying BIS on our land. In fact, the crops of our land were very good. I hope you all like the post I wrote today. If you like it, please let me know in the comment box. Thanks.
আপনার আবার ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দর ভাবে আমার তোলা আরো একটি ছবি শেয়ার করেছি। আমি যখন আমাদের জমিতে বিস প্রয়োগ করা প্রায় শেষ এরদিকে তখন আমার একটি ভাই এই ছবিটি তুলে দিয়েছিল আপনাদের মাঝে এই ছবিটি শেয়ার করেছি। আসলে আমাদের জমির ফসল এরে অনেক ভালো হয়েছিল। আশা করি আমার লেখা আজকে পোস্টটা আপনারা সকলের কাছে ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।
I enjoyed listening to little Sonamani's poetry cover. Hope you like it if you listen.
Nice