Bult post.
Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়াই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রাতে ছাদ বাগান দেখার অনুভূতি মূলক একটি পোস্ট। আসলে আজ রাতে যখন আমি এবং আমার কাকা দুজন মিলে ছাদে আড্ডা দিতেছিলাম তখনই আমাদের ছাদের ছাদ বাগানের দিকে নজর পড়লো আমার। আসলে রাতে ছাদ বাগানটি দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের মাঝে শেয়ার করছি। ছাড়া রাতে ছাদ বাগান দেখতে আমার কাছে সব সময় বেশি ভালো লাগে। আমার ফটোগ্রাফির মধ্যে ছিল পেঁপে গাছের ছবি। লেবু গাছের ছবি এবং অ্যালোভেরা গাছের ছবি ইত্যাদি। ছাড়াও ছাদে ছিল অনেক আম গাছ। ইত্যাদি
If you notice above you can see that I have shared a nice picture with you. This picture is of the most delicious lemon tree in my rooftop garden. If you look closely at the picture, you can see that the lemon tree has caught some medium-sized lemons. Still the lemons are quite small, if the lemons were a little bigger I think it would look better. Actually the lemon tree is very old about three years when I first planted this lemon tree on the roof garden. This tree bears lemons almost every year i.e. it is a perennial lemon tree. This tree bears lemons almost all year round. I love these lemons. I like to eat lemons because I grow them myself.
আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনার মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল আমার ছাদ বাগানের সবথেকে সুস্বাদু লেবু গাছের ছবি। আপনারা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন লেবু গাছে কয়েকটি মাঝারি সাইজের লেবু ধরেছে। এখনো লেবুগুলো বেশ ছোট যদি লেবুগুলো একটু বড় হতে তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো আমি মনে করি। আসলেই লেবু গাছটির বয়স অনেকদিন প্রায় তিন বছর আমি যখন প্রথম ছাদে বাগান করি তখন এই লেবু গাছটি তবে লাগিয়েছিলাম। প্রায় প্রতিবছর এই গাছে লেবু থাকে অর্থাৎ এটি বারোমাসি লেবু গাছ। বছরের সব সময় প্রায় এই গাছে লেবু থাকে। এই লেবুগুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। যেহেতু নিজে চাষ করে লেবু সে জন্য খেতে আরো বেশি ভালো লাগে আমার কাছে।
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। ছবিটি হল টবের ভিতরে একটি লেবু গাছ আছে সেই লেবু গাছটির ছবি। লেবু গাছটি ডালপালা বেশ শ বৃদ্ধি পেয়েছিল বলে আমার কাছে দেখতে আরো বেশি ভালো লেগেছিল। আসলে নিজে গাছ লাগিয়ে সেগুলো পরিচর্যা করতে আমার কাছে সবথেকে বেশি মজার লাগে। যেমন সারা বছর একটি গাছ চর্চা করে সেই গাছের ফলমূল খেতে অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করা যায়। যেহেতু আমি নিজের হাতে এই ছাদ বাগানের গাছগুলো পরিচর্যা করি সেজন্য ফল খাওয়ার সময়ও আমার কাছে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারি। আপনারা ছবিটির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি সাদা টবের ভিতরে একটি গাছ রয়েছে সেই গাছটি হলো লেবু গাছ।
আপনারা আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল অনেকগুলো অ্যালোভেরা গাছের ছবি। আসলে এলোভেরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসে। তাই আমি আমার ছাদের উপরে একটু টবের ভেতরে একটি এলোভেরা গাছ লাগিয়েছিলাম তার থেকে অনেকগুলো অ্যালোভেরা গাছ জন্ম নিয়েছে। আসলেই এলোভেরা গাছগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তখন এই ছবিগুলো তুলেছিলাম। আসলে এলোভেরা গাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারে আসে যেমন এলোভেরা শরবত খেলে শরীর অনেক ঠান্ডা থাকে। এবং এলোভেরার ভিতরের সাদা অংশটি মাথার উপরে দিলে মাথার অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সুন্দরভাবে দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমার তোলা ছবির ভিতরে সবথেকে সুন্দর ছবি হলো উপরে দেয়া এই দুটি ছবি। এবং আমার ছাদ বাগানের সব থেকে সুন্দর গাছ হলো এই পেঁপে গাছটি। আসলে আমি যখন প্রথম এই পেপে গাছে ফুল দেখেছিলাম তখন আমার কাছে অনেকটা ভালো লেগেছিল। আর যখন পেঁপের ফুল থেকে পেঁপের ফলে রূপান্তরিত হয়েছিল তখন ফলটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। যেহেতু এই পেঁপে গাছটি থেকে প্রথমেই ফলের দেখা পেয়েছিলাম সেজন্য মনের ভিতরে অনেক আনন্দ কাজ করেছিল। আসলে পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। সেজন্য আম্মু বলেছিল ছাদ বাগানে কয়েকটি পেঁপে গাছ লাগাতে। তাই আমি আমার আম্মুর কথা শুনে কয়েকটি পেঁপে চারা ছাদের উপর তবে লাগিয়েছিলাম। আমি যখন এই পেঁপে ছাড়া টি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তখন এই পেঁপে গাছটি বেশ ছোট ছিল। যেহেতু অনেকদিন হলো এই পেঁপে গাছটি লাগিয়েছি তাই এখন পেঁপে গাছটি বেশ বড় হয়ে গিয়েছে। আশা করি আজকের পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি পোস্টটি সকলের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ।
nice Wonderfull
Thanks for sharing your nice opinion
You have captured the beautiful photography of the night and shared it with us. Papaya is my favorite fruit
Thanks for sharing your nice opinion
Nice to see you shared some very beautiful photography after visiting the garden.
Thanks for sharing your nice opinion