Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh
আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও সৃষ্টিকর্তায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে বিকেলে কাটানো কিছু সুন্দর মুহূর্তের পোস্ট। আজকে সকাল থেকে ব্যস্ত সময় বার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে কিছুক্ষণ বসে ছিলাম তখনই আব্বু এসে বলল আজকে নাকি আমাদের জমিতে ধানগুলো হয়েছিল সেগুলো বিক্রি করবে তাই সকাল সকাল ধান কেনার জন্য ব্যাপারী চলে এসেছিল তারপর ধানগুলো মেপে ব্যাপারীদের কাছ থেকে টাকা বুঝে নিয়ে দুপুরের খাবার খেয়ে গোসল করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আবারো প্রাইভেটের জন্য স্যারের কাছে প্রাইভেট শেষ করে বাড়িতে এসে বেশ কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। আড্ডা শেষে বাড়িতে এসে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যায়।
If you look above you can see that I have shared a beautiful selfie of me with you. We took this selfie to share with you when we went to a coffee house. Today we finished private and went to a coffee house with friends. The coffee house was inside a litchi garden. Seeing such a scene made me feel so good that I cannot tell you. We had been noticing for quite some time that a new coffee shop had sprung up in our area which was inside a lychee garden. We have been thinking for quite some time that we will go there for tea so me and my friends made time today to go to Lychee Park for tea or coffee house at Lychee Gardens. Then I ate lemon ki from there which I liked very much. You also like to eat lemon tea.
আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা একটি সেলফি শেয়ার করেছি। আমরা যখন একটি কফি হাউজে গিয়েছিলাম তখন আমরা এই সেলফিটি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমরা আজকে প্রাইভেট শেষ করে বন্ধুরা মিলে একটি কফি হাউসে গিয়েছিলাম কফি হাউস টি ছিল লিচু বাগানের ভিতরে। এরকম দৃশ্য দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম যে আমাদের এলাকায় একটি নতুন কফি শপ তৈরি হয়েছে যা একটি লিচু বাগানের ভিতর ছিল। আমরা বেশ কিছুদিন ধরেই যে তবে ছিলাম যে আমরা সেখানে চা খেতে যাব তাই আমি এবং আমার বন্ধুরা আজকে সময় করে চা খাওয়ার জন্য লিচু পার্কে চলে গিয়েছিলাম বা লিচু বাগানে কফি হাউসে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে লেমন কি খেয়েছিলাম যে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনাদের কাছেও লেমন টি খেতে বেশ ভালো লাগে।
As you can see above again, I have shared with you a picture I took beautifully. When I took this photo there was a heat coming out of the tea as these four were quite hot. Still, I liked this hot tea very much, my tongue got a little burnt in the middle of the hot tea. Since I ate this lemon a few days later, there was no problem if I got a little bit on my tongue and then the fun of having tea together with friends in one place can only be understood by those who have been through it. Spending some time with friends in the soft afternoon sun is a different feeling. . The stress of Rose's busy life, fatigue, leave everything aside and create a sweet moment of stories, laughs and chats. Familiar faces, old memories and new dreams were discussed, and our surroundings became a roar of laughter and a buzz of joy. When we went to eat this party, this coffee house was full of people. Here in the afternoon, except for the crowd of many people, everyone comes here to hang out with their friends. So we had a nice chat here. I hope you all like my post today, if you like it, please let me know in the comment box, thanks.
আপনার আবার উপরের দিকে লক্ষ্য বলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলার একটি ছবি শেয়ার করেছে। আমি যখন এই ছবিটি তুলেছিলাম তখন চায়ের ভেতর থেকে গরম একটি ভাব এসেছিল যেহেতু এই চারটি বেশ গরম ছিল। তারপরও এই গরম চা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছিল গরম চা খাওয়ার মাঝে আমার জিব্বা পুড়ে গিয়েছিল একটু। যেহেতু কিছুদিন পরে এই লেমনটি খেয়ে ছিলাম তাই একটু জিভে পড়লে কোন সমস্যা হয়েছিল না তারপর বন্ধুরা মিলে সকলে মিলে এক জায়গায় চা খাওয়ার মজাটাই যারা পার করে এসেছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না।বিকেলের নরম রোদটা গায়ে মেখে বন্ধুদের সাথে কিছু সময় কাটানো যেন এক অন্যরকম অনুভূতি। রোজের ব্যস্ত জীবনের চাপ, ক্লান্তি, সবকিছু দূরে সরিয়ে রেখে গল্প হাসি আর আড্ডার এক মধুর মুহূর্ত তৈরি হয়। পরিচিত মুখ, পুরনো স্মৃতি আর নতুন কিছু স্বপ্নের আলোচনায় আমাদের চারপাশটা হয়ে ওঠে হাসির রিনঝিন আর আনন্দের গুঞ্জনে ভরা। আমরা যখন এই পার্টি খেতে গিয়েছিলাম তখন এই কফি হাউসে বেশ মানুষজনের সমাগম ছিল। এখানে বিকেল বেলা অনেক মানুষের ভিড় বাদে সকলে বন্ধু-বান্ধব মিলে আড্ডা দিতে আসে এখানে।। তাই আমরাও এখানে বেশ সুন্দর মতো আড্ডা দিয়েছিলাম। আশা করি আজকের লাগে আমার পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগে যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।
If you look above you can see that I have shared a beautiful selfie of me with you. We took this selfie to share with you when we went to a coffee house. Today we finished private and went to a coffee house with friends. The coffee house was inside a litchi garden. Seeing such a scene made me feel so good that I cannot tell you. We had been noticing for quite some time that a new coffee shop had sprung up in our area which was inside a lychee garden. We have been thinking for quite some time that we will go there for tea so me and my friends made time today to go to Lychee Park for tea or coffee house at Lychee Gardens. Then I ate lemon ki from there which I liked very much. You also like to eat lemon tea.If you look at the top again, you can see that I have shared with you another beautiful photo I took. We took this picture when a waiter in a coffee house gave us lemon tea, we took a picture of the three together to share it with you. Actually I like to eat the lemon here which I can't explain to you. We already love lemons. Someone is joking with a cup of tea, someone is sitting with an open bag of old memories. Someone may have come up with a new story. These chats take us back little by little to the old self; Where there is no responsibility, there is no pride. Spending time with friends like this is like reliving those quiet childhood laughs. When we went for lemon tea, I loved the scene. We had a mild winter. By the time Jitu reached home, it was late evening, so there was a bit of fog at that time, because of the fog we had to ride the bike very carefully. I remembered more the moments spent with our friends when I came home.
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি আমরা তুলেছিলাম যখন কফি হাউজের একটি ওয়েটার আমাদের কি লেমন টি দিয়ে গিয়েছিল তখন তিনটি টি মিলে আমরা এক জায়গায় করে একটি ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আসলে এখানকার লেমনটি খেতে আমার কাছে বেশ ভালো লাগে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা আগে থেকেই লেমনটি খেতে বেশ পছন্দ। চায়ের কাপ হাতে কেউ কৌতুক করছে, কেউ পুরনো স্মৃতির ঝুলি খুলে বসেছে। কেউ হয়তো নতুন কোনো গল্প নিয়ে এসেছে। এই আড্ডাগুলো আমাদের একটু একটু করে আবারো সেই পুরনো আমিতে ফিরিয়ে নিয়ে যায়; যেখানে না আছে কোনো দায়িত্ব, না আছে কোনো অভিমান। বন্ধুদের সাথে এভাবে সময় কাটানো মানেই যেন সেই ছোট্টবেলার নিঃশব্দ হাসিগুলো আবারো ফিরে পাওয়া।আমরা যখন লিমন টি খেতে যাই তখন সেখানকার দৃশ্যটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। কেমন হালকা হালকা শীত লেগেছিল আমাদের। জিতু আমাদের বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সেই সময়টিতে একটু কুয়াশার দেখাও পেয়েছিলাম কুয়াশার কারণে আমাদেরকে বেশ সাবধানে সাথে বাইক চালিয়ে বাড়িতে আসতে হয়েছিল। বাড়িতে এসে আমাদের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশি মনে পড়ে গিয়েছিল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.