A view of some beautiful pictures painted on the walls of the college

in blurt-188398 •  2 months ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh

1000057026.jpg

Hope you all are well. I am also very good with God's blessings. Today I am going to share with you some scenes from our college. I have been very busy since morning. Hope you all are well. I am also very good with God's blessings. I am having a very busy time since morning. After waking up in the morning, I was sitting for a while and my mother told me to go to the market. Then I took my bike and left for the market. Then I bought something from the market and left for home again. I was watching a movie while eating and drinking in the country. Then mom said today is Friday so I accepted breakfast and left for namaz after getting fresh. After finishing my lunch, I slept for a while, woke up and was walking around on the roof. Then the friend said let's go around and shoot photos together. So I left for my friend's house with my bike and camera. Then I took my friend from my friend's house and left for a walk. After walking around for a while friend said to do some photo shoot then we stopped at a school to do some photo shoot. I did photography for a while in that school. Actually I liked the school scene and the weather was very good. Then on the way home we both stopped at a bara shop for a bara. We both had fun and left for home. I got home and sat down to write a post for you, but let's share today's post with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমাদের কলেজের কিছু দৃশ্য। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আশা করি আপনারা সকলে ভাল আছেন। আমিও সৃষ্টিকর্তার দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসে ছিলাম তখন আম্মু বলল বাজারে যেতে তখন আমি আমার বাইক নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ।তারপর বাজার থেকে কিছু কেনাকাটা করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেশে খাওয়া-দাওয়া করে একটি মুভি দেখছিলাম। তারপর আম্মু বলল আজ শুক্রবার তাই সকাল সকাল কবুল করে ফ্রেশ হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। থেকে এসে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে একটু হাটাহাটি করছিলাম। তারপর বন্ধু বলল চল আজকে দুজন মিলে একটু ঘোরাঘুরি এবং ফটোশুট করে আসি। তাই আমার বাইক এবং ক্যামেরা নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর বন্ধুকে বন্ধুর বাসা থেকে নিয়ে দুজনে ঘোরার জন্য রওনা দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধু বলল কিছু ফটোশুট করতে হবে তারপর আমরা একটি স্কুলে কিছু ফটোশুট করার জন্য থেমেছিলাম। সেই স্কুলে বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করেছিলাম। আসলে স্কুলটি দৃশ্য আমার কাছে বেশ ভালো লেগেছিল এবং আবহাওয়া অনেক ভালো ছিল। তারপর বাড়িতে আসার পথে আমরা দুজন মিলে একটি বরার দোকানে বড়া খাওয়ার জন্য থেমেছিলাম। দুজনে মিলে মজা করে বড়া খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।

1000054737.jpg

If you look above you can see that I have shared a nice picture with you. This picture is when I went to college, I saw some pictures of Shaheed Abu Saeed Bhai painted on the wall. I took this picture with that wall that I shared with you. In fact, after some time, I liked seeing such a scene. I liked seeing the picture painted on the wall of Shaheed Abu Saeed Bhai. Actually, I like the picture of Abu Saeed Bhai painted on the wall, I hope you like it too. When I go to college, when I look at the picture of Abu Saeed Bhai, it hurts me a lot. The nation will never forget the words of Shaheed Abu Saeed Bhai, we can never forget the words of Shaheed Abu Saeed Bhai. Karma nation will always remember all the work done by him. Hope you like the above picture.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল আমি যখন কলেজে গিয়েছিলাম তখন দেখি শহীদআবু সাঈদ ভাইয়ের কিছু ছবি আঁকা হয়েছে দেওয়াল। ওই দেওয়ালের সাথে আমি এই ছবিটা তুলেছিলাম যে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে বেশ কিছুদিন পর এমন দৃশ্য দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। থেকে বেশি ভালো লেগেছিল শহীদ আবু সাঈদ ভাইয়ের দেয়ালে আঁকা ছবিটি দেখে। আসলে দেয়ালে আঁকা আবু সাঈদ ভাইয়ের ছবিটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি যখন কলেজে যাই কলেজে গিয়ে যখন আবু সাঈদ ভাইয়ের ছবিটির দিকে চোখ পরে তখন আমার কাছে বেশ কষ্ট লাগে। জাতি শহীদ আবু সাঈদ ভাইয়ের কথা কোনদিন ভুলবে না আমরাও কোনদিন শহীদ আবু সাঈদ ভাইয়ের কথা ভুলতে পারবো না। তার করা সকল কাজ কর্ম জাতি সব সময় মনে রাখবে। আশা করি উপরের ছবিটি আপনাদের কাছে ভালো লাগবে।

1000054738.jpg

If you look above again you can see that I have shared a nice picture with you. This picture is a picture painted on a wall by Shaheed Mocha Bhai. When I went to the college, I saw that there are many martyred brothers' pictures painted on the walls of our entire college. I liked her inside the most. Shaheed is fascinated by the picture of his brother. Actually seeing this picture reminds me of that day. On the day Shaheed Mocha Bhai was shot by miscreants. The nation will remember and remember Mukhda Bhai and Abu Saeed Bhai throughout their lives. The wall paintings of Shaheed Mukhda Bhai usually express his brave and fighting spirit and ideals of liberation war. The film probably shows him in a heroic pose, symbolizing his self-sacrifice for the nation. There may also be a mixture of red, green, and black throughout the image, reflecting the colors of the Bangladeshi flag. A strong promise in the eyes, a strong face and a strong hand holding maybe a symbolic weapon or a national symbol, which shows his freedom fighter identity. Also, the background may have some symbolic images of Bangladesh's independence, such as Shapla flowers, moments of the liberation war, or any slogans or sayings, which Emphasize his contribution. Mocha Bhai was shot dead by miscreants while distributing water to everyone inside the movement. The miscreants shot at the head of the impressed brother and martyred him. The nation and we will remember Shaheed Mocha Bhai all our lives and will remember all the martyrs. Basically, these wall pictures are painted in memory of the martyrs. These pictures have been seen almost everywhere in the streets, schools and colleges of our country. I have shared with you the pictures that are painted on the walls in our college. Hope you like the picture above.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হলো শহীদ মুগ্ধ ভাইয়ের একটি দেয়ালে আঁকা ছবি। কলেজে গিয়ে দেখি আমাদের পুরো কলেজের দেয়ালে অনেক শহীদ ভাইয়ের ছবি আঁকানো আছে। তার ভেতরে সবথেকে বেশি ভালো লেগেছিল আমার কাছে। শহীদ মুগ্ধ ভাইয়ের ছবিটি দেখে। আসলে এই ছবিটি দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে যায়। যেদিন দুর্বৃত্তদের গুলিতে শহীদ মুগ্ধ ভাই মারা গিয়েছিল। জাতি সারা জীবন মুগ্ধ ভাই এবং আবু সাঈদ ভাইয়ের কথা মনে রাখবে এবং তাদের স্মরণ রাখবে।শহীদ মুগ্ধ ভাইয়ের দেয়ালে আঁকা ছবি সাধারণত তাঁর সাহসী ও সংগ্রামী চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে প্রকাশ করে। ছবিতে সম্ভবত তাঁকে বীরত্বপূর্ণ ভঙ্গিতে দেখা যায়, যেখানে তিনি জাতির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছেন। ছবি জুড়ে লাল, সবুজ, ও কালো রঙের মিশ্রণ থাকতেও পারে, যা বাংলাদেশের পতাকার রংকে প্রতিফলিত করে। চোখে দৃঢ় প্রতিজ্ঞা, দৃপ্ত মুখাবয়ব এবং শক্ত হাতে ধরা হয়তো কোনো প্রতীকী অস্ত্র বা জাতীয় প্রতীক, যা তাঁর মুক্তিযোদ্ধা পরিচয়কে ফুটিয়ে তোলে।এছাড়াও, ব্যাকগ্রাউন্ডে হয়তো বাংলাদেশের স্বাধীনতার কিছু প্রতীকী চিত্র যেমন শাপলা ফুল, মুক্তিযুদ্ধের মুহূর্ত, অথবা কোনো স্লোগান বা উক্তি থাকতে পারে, যা তাঁর অবদানকে আরও জোরালোভাবে তুলে ধরে। মুগ্ধ ভাই যখন আন্দোলনের ভিতরে সকলকে পানি বিতরণ করেছিল তখন দুর্বৃত্তদের গুলিতে তিনি মারা যান। দুরবৃত্তরা মুগ্ধ ভাইয়ের মাথায় গুলি বর্ষন করে তাকে শহীদ করে । জাতির এবং আমরা সারা জীবন শহীদ মুগ্ধ ভাইয়ের কথা স্মরণে রাখবো এবং সকল শহীদের কথা মনে রাখবে। মূলত শহীদদের স্মরণেই দেওয়াল এই ছবিগুলো আঁকা হয়েছে। আমাদের দেশের রাস্তাঘাটে স্কুলে কলেজে প্রায় সকল জায়গায় এই ছবিগুলো দেখা গিয়েছে। ভিতরে আমাদের কলেজে যে ছবিগুলো দেওয়ালে আঁকা হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করেছি আমি। আশা করি উপরে ছবিটি আপনাদের কাছে ভালো লাগবে।

1000057025.jpg

If you look up again you will see that I have nicely shared another group photo with you. This picture is when we were taking a picture with the pictures of Abu Saeed Bhai and Shaheed Mukta Bhai on the wall when my friend said let's all take a picture together. Then me and some of my girlfriends took a picture which I shared with you above. Hope you all like the above picture. In fact, we liked taking a picture with the picture of the impressed brother on the wall. It was unbelievable to think that we would see such a scene. But now it is true that we all like to see our whole country so organized. Moreover, seeing this scene in our college really pleased me so much that it cannot be expressed. Hope you all like the above pictures. If all of you like the pictures, then definitely say thanks in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবারও উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটি গ্রুপ ফটো শেয়ার করেছি। এই ছবিটি হল আমরা যখন আবু সাঈদ ভাই এবং শহীদ মুক্ত ভাইয়ের দেয়ালে আঁকা ছবিগুলো র সাথে আমরা ছবি তুলছিলাম তখন আমার বন্ধু বলল চল সকলে মিলে একটি ছবি তুলে দিই। তখন আমি এবং আমার কয়েকটি বান্ধবী মিলে একটি ছবি তুলেছিলাম যা উপরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি উপরের ছবিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আসলে দেয়ালে আঁকা মুগ্ধ ভাইয়ের ছবিটি সাথে আমরা নিজেরা ছবি তুলে বেশ ভালো লেগেছিল আমাদের কাছে। ভাবতেও অভাক লাগছিল যে এমন দৃশ্য আমরাও দেখতে পাবো। কিন্তু তা এখন সত্যি হলো আমাদের পুরো দেশ এত সাজানো-গোছানো দেখে আমাদের সকলের কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া আমাদের কলেজের এই দৃশ্য দেখে আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছিল যা বলে প্রকাশ করা সম্ভব না। আশা করি উপরে ছবিগুলা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ছবিগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000054285.jpg

my identity

1000044069.png

My name is Md Jubayer Hossain. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

Hello, @jubayer001 Your post has been selected as one of the best post of the day.This work is sponsor by the blurtspace community .Your post was manually checked by @fizz.vai.

Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp