Some beautiful photography//photography posts

in blurt-188398 •  2 days ago 

Assalamu Alaikum/Hello
Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh

1000058036.jpg

Hope you all are well. I am also very good at praying to God. Today I am going to share with you some beautiful photography posts. I have been having a busy time since this morning. Wake up in the morning, take a shower and have breakfast. I went to Eidgah to attend the funeral of a brother of our village. Then I finished my brother's funeral and buried him in the cemetery and came home. In fact, it was very painful to see this brother. Never thought like this, the brother will leave us. Then I came home and had some food and went to the mosque for prayers. After praying, I came home, had lunch and went to the market for shopping. It was raining heavily while coming home after shopping in the market. So I was sitting in the market for a long time. Then when the rain subsided a little, I went home with the bike. When we got home, it rained again a little later. I got completely wet in the rain. Then I came home soaking wet. After coming home, I freshened up again, changed my clothes and slept for a while. I woke up and went for a walk on the street. Then I walked for a while at night and came home again. It was nearly evening when he came home. Then I came home, studied a bit, had dinner and sat down to write a post for you. But let's share today's post with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তা দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছু সুন্দর ফটোগ্রাফি পোস্ট। আজকে সকাল থেকেই কিছুটা ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে সকালের খাওয়া দাওয়া করে। আমাদের গ্রামের একটি ভাইয়ের জানাজায় উপস্থিতি হওয়ার ঈদগাহে গিয়েছিলাম। তারপর ভাইয়ের জানাজা শেষ করে কবরস্থানে দাফন করে বাড়িতে এসেছিলাম। আসলে এই ভাইটিকে দেখে অনেক কষ্ট হচ্ছিল। কোনদিনও ভাবিনি এভাবে, ভাইটি আমাদের ছেড়ে চলে যাবে। তারপর বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নামাজের জন্য মসজিদে গিয়েছিলাম। নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। বাজারে গিয়ে বেশকিছু কেনাকাটা করে বাড়িতে আসার সময় অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছিল। তাই অনেকক্ষণ বাজারে বসে ছিলাম। তারপর একটু বৃষ্টি প্রবণতা কমলে বাইক নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার সময় আবার একটু পরে বৃষ্টি নেমেছিল। বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম। তখন ভিজতে ভিজতে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আবারো ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাটাহাটির জন্য একটু রাস্তায় গিয়েছিলাম। তারপর বেশ কিছুক্ষণ রাতে হাঁটাহাঁটি করে আবারো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তারপর বাড়িতে এসে একটু পড়াশোনা করে রাতের খাবার খেয়ে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।

1000038386.jpg

If you look above you can see that I have shared with you a beautiful picture taken by me. This is a picture of a flower. This flower is called Krishna Chura flower. Some time ago we went to a park for a little walk and I found this flower very beautiful from inside that park so I took this picture with my camera which I shared with you. Actually, black cherry flower is a very favorite flower for me since long time ago. I like to see these flowers. Plus it's a red color flower that I like best. I took this photo with my DSLR camera. So taking the picture was a little more beautiful. I hope you will also like to see the black cherry flower above, if you like it, let me know in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা একটি ছবি শেয়ার করেছি। এটি একটি ফুলের ছবি। এই ফুলটির নাম কৃষ্ণচূড়া ফুল। বেশ কিছুদিন আগে আমরা একটু ঘোরাঘুরির জন্য একটি পার্কে গিয়েছিলাম সেই পার্কের ভিতর থেকে আমার কাছে এই ফুলটি বেশ সুন্দর লেগেছিল তাই আমি আমার ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছিলাম যা আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে কৃষ্ণচূড়া ফুল আমার কাছে অনেক আগে থেকেই বেশ পছন্দের একটি ফুল। এই ফুলগুলো দেখেতে বেশ ভালো লাগে আমার কাছে। তার উপরে এটি একটি লাল রঙের ফুল হওয়ায় সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে। এই ছবিটি আমি তুলেছিলাম আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে। তাই ছবিটি তোলা একটু বেশি সুন্দর হয়েছিল। আশা করি উপরে কৃষ্ণচূড়া ফুলটি দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন।

1000038350.jpg

If you look above again you will see that I have shared with you one more picture that I took beautifully. This picture is also a flower picture. The name of this flower is Rakta Kabari flower. At first I didn't know the name of this flower, after searching on google, I came to know the name of this fruit is blood grave flower. I liked this flower very much, so I took some pictures and shared it with you. This flower comes in many colors like red white pink etc. But the one I liked the most was this white blood-stained flower. Not many of these flowering plants and flowers are seen in our region. The first time I saw this flower I liked it very much. . We took this picture with dslr camera from where I went for a walk. Hope you like it. If you like the above mistake then let me know in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবারো উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি ও একটি ফুলের ছবি। এই ফুলটির নাম হলো রক্ত কবরি ফুল। প্রথমে আমি এই ফুলটির নাম জানতাম না পরে google থেকে সার্চ করে জানলাম এই ফলটির নাম রক্ত কবরে ফুল। আমার কাছে এই ফুলটি ও বেশ ভালো লেগেছিল বলে কয়েকটি ছবি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই ফুলটি অনেকগুলো রঙের হয়ে থাকে যেমন লাল সাদা গোলাপি ইত্যাদি। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল এই সাদা রঙের রক্ত কবরী ফুলটি। আমাদের এই অঞ্চলে তেমন একটা এই ফুলের গাছ এবং ফুল দেখা যায় না। আমি প্রথমবার এই ফুলটি দেখে আমার কাছে বেশ ভাল লেগেছিল। । আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে এই ছবিটি তুলেছিলাম।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি উপরে ভুলটা আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

1000038318.jpg

You can again look above and I have shared another picture with you nicely. This is also another flower picture. Actually I don't know the name of this flower if any of you know please tell me in the comment box. This flower looked a bit like Mike. And slightly reddish in color. This flower caught my eye when I first entered the park. I liked this flower the most. This flowering plant was slightly taller than me. So I had a little problem taking pictures. I took a picture of this flower after a lot of effort. In fact these flowers were liked by everyone we visited. I hope you will like it, so I shared it with you.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবারো উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটি ছবি শেয়ার করেছি। এটিও আরও একটি ফুলের ছবি। এই ফুলটির নাম আসলে আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন। এই ফুলটি ছিল কিছুটা মাইকের মতো দেখতে। এবং কিছুটা লালচে রংয়ের। আমি যখন প্রথম পার্কে ঢুকি তখন এই ফুলটি আমার চোখে পড়ে। এই ফুলটি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। এই ফুলের গাছটি ছিল আমার থেকেও কিছুটা উঁচু। তাই ছবি তুলতে একটু সমস্যা হয়েছিল আমার। তাও অনেক চেষ্টা করে আমি এই ফুলের ছবিটি তুলেছিলাম। আসলে এই ফুলগুলো আমরা যারা গিয়েছিলাম তাদের সকলের কাছেই ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

1000038321.jpg
If you look at the top again, you will see that I have shared with you another beautiful picture taken by me. The name of this fruit is rose flower. Which is our national flower. I photographed this fruit from a pond inside the park. As I was walking by the pond, these flowers caught my eye. So I took some pictures with my camera. I think it would have been more beautiful if these flowers had bloomed. These flowers were not yet blooming so it was not that good to see. Only a few flowers bloomed inside this pond, the rest were all still buds. The lapels didn't look too bad, they looked pretty good to me. As I saw this Shapla flower after a long time, I was very happy. So I took several pictures of the flowers from the side of the pond and shared one of them with you above.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটা আমার তোলা ছবি শেয়ার করেছি। এই ফলটির নাম হল গোলাপ ফুল। যা আমাদের জাতীয় ফুল। এই ফলটির ছবি তুলেছিলাম আমি পার্কের ভিতর একটি পুকুরের থেকে। আমি যখন পুকুরের পাশ দিয়ে হেঁটে যেতে ছিলাম তখন আমার চোখে এই ফুলগুলো অনেক সুন্দর লেগেছিল। তাই আমার ক্যামেরা দিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। যদি এই ফুলগুলো ফুটতো তবে দেখতে আরো বেশি ভালো লাগতো বলে আমি মনে করি। এই ফুলগুলো এখনো ফুটে নাই তাই দেখতে ততটা ভালো লাগছিল না। এই পুকুরের ভিতরে শুধু কয়েকটি ফুল ফুটেছিল বাকিগুলো সব এখনো কলি হয়েছিল। কোলে গুলো দেখতে তেমন একটা খারাপ লাগছিল না আমার কাছে বেশ ভালো লাগছিল। যেহেতু অনেকদিন পরে এই শাপলা ফুলটি দেখেছিলাম তাই আমার কাছে অনেকটা আনন্দ লেগেছিল। তাই পুকুরে পাশ থেকে আমি ফুলগুলোর বেশ কিছু ছবি তুলেছিলাম তার ভিতরে একটি ছবি উপরে আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000058034.jpg

If you look at the top again, you can see that I have shared another beautiful picture with you. This is a picture of a flower. The name of this flower is rose. I liked this result the most and the camera took a very nice picture too. Seeing the flowers we plucked from the wrong tree. I took a picture of a flower inside this plant that had poison rose flowers which I shared with you above. These flowers looked beautiful to me. One of the most beautiful flowers in the arc is this flower given above. Hope you will like the above flower very much. If you like it, please let me know in the comment box.

Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরো একটি ছবি শেয়ার করেছি। এটি একটি ফুলের ছবি এই ফুলটির নাম হলো গোলাপ ফুল। এই ফলটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল এবং ক্যামেরা দিয়েও অনেক সুন্দর একটি ছবি তোলা হয়েছিল। ফুলগুলো দেখে আমরা একটি ভুল গাছ থেকে ছিঁড়ে নিয়েছিলাম। এই গাছটিতে বিষ পরিমাণ গোলাপ ফুল ছিল তার ভিতরে একটি ফুলের ছবি আমি তুলেছিলাম যাহা উপরে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই ফুলগুলো থেকে সুন্দর লেগেছিল আমার কাছে। আর্কের সব থেকে সুন্দর ফুলের ভিতর একটি ফুল হলো উপরের দেয়া এই ফুলটি। আশা করি আপনাদের কাছে উপরে দেয়া ফুলটি অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ।

1000028816.jpg

If you look at me above, you can see that I have shared with you another beautiful picture taken by me. This picture is a picture of a beautiful moment in the evening. I liked the scene the most when my friend and I went for a walk in the evening by a river. So I told my friend let's take some pictures together. My friend said ok let's take some pictures together. Then we both took some pictures. Since the sun will set a little later, we captured the sunset moment inside my camera. This photo was one of the most beautiful photos I have ever taken. Even so, I love taking pictures at dusk. Hope you all like the above pictures and my post. If you like it, thank you in the comment box.


Convert to Bengali to facilitate the understanding of Bengali language people

আপনারা আমার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটি আমার তোলা ছবি শেয়ার করেছি। এই ছবিটা হলো সন্ধ্যা বেলার সুন্দর একটি মুহূর্তের ছবি। আমি আর আমার বন্ধু যখন একটু ঘোরাঘুরির জন্য সন্ধ্যাবেলায় একটি নদীর ধারে গিয়েছিলাম তখন দৃশ্যটি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। তাই আমি আমার বন্ধুকে বললাম চল দুজনে মিলে কয়েকটি ছবি তুলি। আমার বন্ধু বলল আচ্ছা চল দুজনে মিলে কয়েকটি ছবি তুলি। তারপর আমরা দুজনে কয়েকটি ছবি তুলে ছিলাম। যেহেতু সূর্যটা একটু পরে ডুবে যাবে তাই সূর্য ডুবার মুহূর্তটি আমরা আমার ক্যামেরার ভিতরে বন্দী করে নিয়েছিলাম। আমার তোলা ছবির ভিতর সবথেকে সুন্দর ছবি হয়েছিল এই ছবিটি। এমনিতেও আমি সন্ধ্যাবেলা ছবিগুলো তুলতে ভালবাসি। আশা করি উপরে দেয়া সকল ছবিগুলো এবং আমার লেখা পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।

My best wishes and congratulations to all the users who will visit this post of mine today.


Join Our Community blurt space


1000057252.jpg

my identity

1000044069.png

My name is Md Jubayer Hossain. I live in Kamarkhali Village of Matmara Union of Khulna Division, Gangni Police Station, Meherpur District, Bangladesh. I grew up in the village since childhood. I am currently a student of class XI. I am currently studying in Gangni Govt Degree College. I like to travel at different times and like to do photography. Ever since I was a child, I have dreamed of becoming a freelancer when I grow up. I have concluded my introduction in brief thanks to all of you.

💞Thank you for visiting my blog💞✨

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!