Friends of my blurt space Community
I'm @jubayer001 from Bangladesh
Hope you all are well. I am also very happy with the Creator. A few moments spent with a friend. I have been busy since morning. Wake up in the morning, get fresh, have breakfast and leave for college. After waking up in the morning, I was sitting for a while and my mother told me to go to the market. Then I took my bike and left for the market. Then I bought something from the market and left for home again. I was watching a movie while eating and drinking in the country. Then mom said today is Friday so I accepted breakfast and left for namaz after getting fresh. After finishing my lunch, I slept for a while, woke up and was walking around on the roof. Then the friend said let's go around and shoot photos together. So I left for my friend's house with my bike and camera. Then I took my friend from my friend's house and left for a walk. After walking around for a while friend said to do some photo shoot then we stopped at a school to do some photo shoot. I did photography for a while in that school. Actually I liked the school scene and the weather was very good. Then on the way home we both stopped at a bara shop for a bara. We both had fun and left for home. I got home and sat down to write a post for you, but let's share today's post with you.Since it was raining heavily in our area from this morning, it became a bit difficult to go to college. It's too late to go to college. Then I went to the college and saw that a class had ended. So then I took the class. After finishing college, I sat and chatted with my friends on the campus for a while. At the end of the chat, my friends had something light to eat and drink at the restaurant. After eating and drinking, I left for the private again. Then the private read and went home with the call to prayer. Then I went home and finished eating and drinking and fell asleep for a while. I woke up fresh and sat down to write the post among you. But let's share today's post with you.
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তা দোয়াই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত। আজকে সকাল থেকে ব্যস্ত সময় পার করছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করি কলেজের জন্য রওনা দিয়েছে।ঘুম থেকে ওঠার পর আমি কিছুক্ষণ শক্তি আর মা আমাকে জানাতে যেতে। তারপর নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা। তারপর বাজার থেকে কিছু কিছু আবার স্থানীয় জন্য রওনা। ভিডিও-দাওয়া করতে সিনেমা দেখতে শুনতে। তারপর আম্মু বলে দাও আজ তাই নাস্তাকে বন্ধু হয়ে নামাজে রওনা বলা। শুয়ে খাবার শেষ করে কিছুক্ষণ পর, ঘুম থেকে লাড দেব ছাদেলম কিছু কথা বলে। তারপর বন্ধু চলো ঘুরতে ফটোশুট করি। তাই বাইক আর আমার বন্ধুর বন্ধু রওনা বলা। তারপর বন্ধু বাসা থেকে বন্ধুকে নিয়ে রওনা বিশ্বাস। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বন্ধু কিছু ফটোশুট থামা তারপর একটা স্কুলে ফটোশুট করতে। সেই স্কুলে আবার ফটোগ্রাফি করেছি। আসলে আমি স্কুলের দৃশ্য পছন্দ করেছি এবং খুব ভাল ছিল। তারপর বাড়ি ফেরার পথে আমরা একজনকে বড় করে থামলাম। আজ সকাল থেকে আমাদেরই এলাকায় বেশ বৃষ্টিপাত হতে ছিল তাই কলেজ যেতে একটু কষ্টকর হয়ে গিয়েছিল। কলেজে যেতে হবেই দেরি হয়ে গিয়েছে। তারপর কলেজে যেয়ে দেখি একটি ক্লাস শেষ হয়ে গেছে । তাই তারপরে ক্লাসটি করে নিয়েছিলাম। তারপর কলেজ শেষ করে বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ ক্যাম্পাসে বসে আড্ডা দিয়েছিলাম। আড্ডা দেওয়ার শেষে বন্ধুরা মিলে রেস্টুরেন্টে হালকা কিছু খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আবার প্রাইভেট এর জন্য রওনা দিয়েছিলাম। তারপর প্রাইভেট পড়ে বাড়ি যেতে যেতে আসরের আযান দিয়ে গিয়েছিল। তখন বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনাদের মাঝে পোস্টটা লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।
If you look above you can see I have shared a nice picture with you. This picture is a selfie of me and my friend. When we got on the roof of the bus to come home after college, my friend said let's take a selfie together, so I shared it with you, hope you like the above picture. The fun of riding a bus is one of a kind. My friend and I have a lot of fun when we come to Bad Roof. Feels great inside in cold weather. Still, the fun of traveling from the roof to the open air is different. My friend and I took this selfie on the roof of the bus while we were coming home and shared it with you. Actually, even though I don't want to come on the roof of the bus, my friend forcefully asks me to come on the roof of the bus, so we both come home on the side roof almost every day.
আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটা হলো আমি এবং আমার বন্ধুর একটি সেলফি। আমরা যখন কলেজ শেষে বাড়িতে আসার জন্য বাসের ছাদে উঠেছিলাম তখন আমার বন্ধু বলল চল দুজনে মিলে একটি সেলফি তুলি তাই আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি উপরে ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে। বাসের সাথে চড়ার মজাই এক অন্যরকম। আমি আর আমার বন্ধু যখন বাজে ছাদে আসি তখন আমাদের বেশ মজা হয়। ঠান্ডা আবহাওয়ার ভিতরে বেশ ভালো লাগে। তারপরও ছাদ থেকে খোলামেলা পরিবেশে ভ্রমণ করার মজাই এক অন্যরকম আলাদা। বাসের ছাদে সরে আমি আর আমার বন্ধু যখন বাড়িতে আসছিলাম তখন দুজনে এই সেলফি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি বাসের ছাদে না আসতে চাইলেও আমার বন্ধু জোর করে বাসের ছাদে আসার জন্য বলে তাই বন্ধুর কথা না ফেলতে পেরে দুজনে প্রায় প্রতিদিনই পাশে ছাদে করে বাড়িতে আসি।
If you look at the top again, you can see that I have shared another beautiful picture with you. This picture is a picture I took of the beautiful scene with my phone when I was coming home on the bus. Which I have shared with you above. I really liked this picture when I captured the beautiful scene with the camera inside my phone. Hope you like it too. In fact, I liked today's scene so much that I took some pictures to share with you through a post. The view of the sky was pretty good and I enjoyed seeing the beauty of nature so I took these pictures and shared them with you. Actually I felt a little scared when I was taking these pictures from the roof of the bus. Since the wind was very strong, it was difficult for me to take pictures while standing. I then asked my friend to hold me and I would take some photos. Now my friend said ok you take photo I am holding you. I took several pictures standing in the shade of a friend's house. Pass
আপনার আবার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আর একটি ছবি শেয়ার করেছি। এই ছবিটি হল আমি যখন বাসের সাথে করে বাড়িতে আসছিলাম তখন আমার ফোন দিয়ে আমি সুন্দর দৃশ্যটি একটি ছবি তুলেছিলাম। যেটি আপনাদের মাঝে উপর শেয়ার করেছি। আমি যখন সুন্দর দৃশ্যটি আমার ফোনের ভিতরে ক্যামেরার সাহায্যে উপলব্ধিত করেছিলাম তখন আমার কাছে বেশ ভালো লেগেছিল এই ছবিটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।। আসলে আজকের দৃশ্যটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল বলে কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে পোস্টের মাধ্যমে শেয়ার করব বলে। আকাশের দৃশ্যটি দেখতে বেশ ভালো ছিল এবং প্রকৃতির সৌন্দর্য দেখে আমার বেশ ভালো লেগেছিল তাই এই ছবিগুলো তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি যখন বাসের ছাদ থেকে এই ছবিগুলো তুলছিলাম তখন আমার একটু ভয় পাই লাগছিল। যেহেতু বাতাসের প্রবলতা অনেক ছিল তাই দাঁড়িয়ে ছবিগুলো তোলা বেশ কষ্টকর হয়ে পড়েছিল আমার কাছে। তখন আমি আমার বন্ধুকে বলেছিলাম আমাকে একটু ধরতে আর আমি কিছু ফটো তুলবো। এখন আমার বন্ধু বললো আচ্ছা তুই ফটো তোল আমি তোকে ধরে রাখছি। বন্ধুর ঘর ছায় আমি দাঁড়িয়ে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম ছবিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।
If you look up again you can see that I have shared another beautiful picture with you. The picture is a picture of a beautiful view of the sky. In fact, I liked seeing the clouds in the sky, so I took some pictures to share with you. So I took some pictures of the sky and shared them with you. Hope you all like the pictures. When it gradually tilts towards the west, the sky begins to play magical colors. In those moments, let nature reveal all its forms together. Let the gentle touch of the light breeze under the afternoon sky be more captivating. The leaves of the trees sway, and the air fills with the chirping of birds, which deepens the beauty of the afternoon. A strange peace descends on these moments of the afternoon. As the day's busyness ends, this view offers an opportunity to regroup. It is an ideal time to calm the mind, unwind, or simply enjoy the beauty of nature. Hope all of you will like the above picture, if you like it, please let us know in the comment box.
আপনার আবার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আরও একটি ছবি শেয়ার করেছি। ছবিটা হল আকাশের সুন্দর দৃশ্যের একটি ছবি। আসলে আকাশের মেঘগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল বলে কয়েকটি ছবি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। তাই আকাশের কয়েকটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি ছবিগুলো আপনাদের সকলের কাছে ভালো লাগবে।যখন ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে পড়ে, তখন আকাশে নানা রঙের মায়াবী খেলা শুরু হয়। সেই মুহূর্তগুলোতে প্রকৃতি যেন তার সবটুকু রূপ একসঙ্গে প্রকাশ করে।বিকেলের আকাশের নিচে হালকা বাতাসের স্নিগ্ধ স্পর্শ যেন আরও বেশি মোহিত করে। গাছের পাতা দুলতে থাকে, আর বাতাসে ভেসে আসে পাখির ডাকে ভরা পরিবেশ, যা বিকেলের সৌন্দর্যকে আরও গভীর করে তোলে।বিকেলের এই মুহূর্তগুলোতে একধরনের অদ্ভুত শান্তি নেমে আসে। দিনের ব্যস্ততা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দৃশ্য যেন নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ দেয়। মনকে প্রশান্ত করতে, চিন্তা মুক্ত হতে, কিংবা শুধুই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এটি আদর্শ সময়। আশা করি উপরের ছবিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
If you look at the top again, you can see that I have shared with you another beautiful picture taken by me. The picture is a picture of the scene where the road has some water on both sides due to the rain. If you look closely, you can see that in the picture I shared, quite a lot of water has accumulated in some fields along the road. As our area has received a lot of rain for the past few days, many crops have become waterlogged. Farmers have suffered a lot due to water logging. The crops of the land have been destroyed a lot. I was standing on the street when I took the picture. I liked the pictures so I shared them with you. I liked the photo above because the beauty in the afternoon and the fun of standing on the street and photographing them are different. Again, the above picture will be liked by all of you, if you like it, please let me know in the comment box.
আপনার আবার উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে আমার তোলা আরো একটি ছবি শেয়ার করেছি। ছবিটি হল বৃষ্টির কারণে রাস্তা দুই পাশে কিছুটা পানি বেধেছি সেই দৃশ্যের ছবি। আপনার একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যে ছবিটি শেয়ার করেছি সেই ছবিটিতে রাস্তার পাশে কয়েকটি জমিতে বেশ পরিমাণ পানি জমে গেছে। যেহেতু আমাদের এলাকায় গত কয়েকদিন ধরে বেশ পরিমাণ বৃষ্টিপাত হতে ছিল তাই অনেক ফসল জমিতে পানি জমে গেছে। পানি জমার কারণে কৃষকরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির ফসল অনেক নষ্ট হয়েছে। আমি যে ছবিটি তুলেছিলাম তখন আমি রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার সব থেকে ভালো লেগেছিল উপরে দেয় এই ছবিটি কারণ বিকেলে সৌন্দর্য এবং রাস্তায় দাঁড়িয়ে সেগুলো ফটোগ্রাফি করার মজাই এক অন্যরকম। আবার উপরের ছবিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ।
আপনার মতই আমি যখন আমার বন্ধুকে পাই। তখন আমার বন্ধুকে নিয়ে খুবই সুন্দর ভাবে মজা করে ঘোরাফেরা করি। ক আমাদেরও সেই রকম মুহূর্ত ভাবে কেটে যায় ছবি উঠিয়ে। আমিও আপনার মত প্রকৃতিকে ভালোবাসি। আর গ্রামের ঘোরাফেরা করতেও অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর একটি সময় আমাদের মাঝে শেয়ার করেছেন। বন্ধুকে নিয়ে ঘোরাফেরা কত আনন্দ লাগে।