আসসালামুয়ালাইকুম, আমার প্রিয় কমিউনিটির সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় নতুনভাবে ধরনের কাজ শিখতে এবং কি করতে ভালোবাসি। এইজন্য যখন নতুন কিছু দেখি সেটার প্রতি আগ্রহী হয়ে পড়ি। এই প্লাটফর্মে আসতে পারি আমি নিজেকে গর্বিত মনে করি। আমার কাছে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। এইজন্য যেখানেই যাই ফটোগ্রাফি করার আগ্রহ বেড়ে যায়। ফটোগ্রাফিটাকে একটা শিল্প মনে করি। কারণ আমি মনে করি ফটোগ্রাফি করাটাও কতটা সহজ বিষয় নয়। কোথাও ঘুরতে গেলে কিংবা হাঁটতে গেলেও আমি সুন্দর কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। আমি মনে করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করব নাম না জানা ফুলের ফটোগ্রাফি। এই ফুলের নাম আমার জানা নেই। তবে এই ফুল গাছ গুলো দেখতে বেশ ভালো লাগে। এবং এই গাছের ফুল গুলো দেখতে পাতার মত। এবং গাছের মধ্যে অনেকগুলো ফুল একসাথে ফোটে। সবুজ পাতার মধ্যে হালকা সাদা কালারের এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। তবে এই ফুল গাছ গুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং ফুল গাছগুলো আকারে অনেক বড় হয়। বলতে গেলে এই ফুলগুলোর পাপড়ি আলাদা আলাদা। তবে শীত বর্ষা এবং গরম সবসময়ই এই গাছগুলো তাজা থাকে। কিছুদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গিয়ে একটি বাড়ির সামনে এই ফুলগাছ দেখি। তখন দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ফুলগুলো। ওখান থেকে আমি এই নাম না জানা ফুলের ফটোগ্রাফি করি। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
Post details
Category | Photography |
---|---|
Camera | Redmi note 9 |
Post Created | jamal7 |
Location | Bangladesh |