Hello Everyone,
Yesterday I went to our village playground where I saw a pet parrot belonging to a brother near my house. I played with it for a while which was a very beautiful moment.
At first I saw the little bird in a cage. At that time the bird was too small to fly so it was kept in a cage but now it has grown up and is well-behaved so now it can be taken anywhere with it.
I hope you all like it.
হ্যালো সবাই,
গতকাল আমি আমাদের গ্রামের খেলার মাঠে গিয়েছিলাম যেখানে আমি আমার বাড়ির কাছে এক ভাইয়ের একটি পোষা তোতাপাখি দেখতে পেয়েছি। আমি এটির সাথে কিছুক্ষণ খেলেছি যা একটি খুব সুন্দর মুহূর্ত ছিল।
প্রথমে ছোট্ট পাখিটিকে খাঁচায় দেখলাম। তখন পাখিটি উড়তে খুব ছোট ছিল তাই খাঁচায় রাখা হয়েছিল কিন্তু এখন বড় হয়েছে এবং ভালো আচরণ করছে তাই এখন এটিকে সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়।
আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
Tia had a lovely moment with the bird Thanks for sharing