Impact of Aim in our life.

in blurt-188398 •  last month 

Today I am here to share a general writing post with you all. Sharing this article with the aim of reaching you through my writing.

Source

A goal here does not mean binding yourself to any one thing but a goal that you like to work on or that you love to do a little more that is a little special goal that you want to build your life. Everything else you can do but your main goal should be what you want to do. Don't choose your goal by looking at others.

If we want to move forward in this world, we must have a goal. Because aimless people can never move forward in life. Every man should have a goal in his life. If people do not have fixed goals then they can never think of what to do in life. That's why we have to work hard to achieve that goal by fixing the goal in our life. And by working hard in this way we will definitely get success in life.

Source

There are many intelligent and hardworking people around us but they never reach success one of the reasons is because of not having any goal in life it leads us to move in one direction instead of moving in other direction so even if we know a lot we can't reach success in life. So no matter how intelligent or hardworking we are, it becomes worthless if not used properly. That's why we must work hard with a fixed goal so that we get the results of this hard work.

Source

In fact, our thoughts should always be fixed. Because if we change our decisions over time and change our goals in life, nothing will be fulfilled properly in our life. Yet we must always strive so that we can reach certain goals. And those who are nature wise people never run there when they get any other easy job. They always have a fixed goal and are ready to do anything to reach that fixed goal. And if you deviate from your destination by greed, then no part of your life will ever be properly completed.

Hope you like today's post. Don't forget to comment your opinion on this topic.


Bangla

আজ আমি আপনাদের সবার সাথে একটি সাধারণ লেখার পোস্ট শেয়ার করতে এসেছি। আমার লেখার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই নিবন্ধটি শেয়ার করছি।

Source

এখানে লক্ষ্য বলতে যেকোনো এক বিষয়ে নিজেকে আবদ্ধ রাখা বোঝায় না লক্ষ্য বলতে যেটা বিষয়ে আপনার কাজ করতে খুব ভালো লাগে বা যেটা করতে আপনি অনেক বেশি পছন্দ করেন যেটাই আপনি আপনার জীবন গড়তে চান সে বিষয়ে একটু বিশেষ লক্ষ্য। অন্যান্য সবকিছুই আপনি করতে পারেন কিন্তু আপনার প্রধান লক্ষ্যটা আপনি যা করতে চাচ্ছেন সেটা হওয়া উচিত। অন্যকে দেখে আপনার লক্ষ্য পছন্দ করবেন না।

এই পৃথিবীতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের একটা লক্ষ্য রাখা অবশ্যই উচিত। কেননা লক্ষ্যহীন মানুষ জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। প্রত্যেকটা মানুষকে তার জীবনে একটা লক্ষ্য রাখা উচিত। মানুষের যদি লক্ষ্য স্থির না থাকে তাহলে জীবনে কি করবে তা কখনো ভেবে উঠতে পারে না। এজন্য আমাদের জীবনে লক্ষ্যকে স্থির রেখে সেই লক্ষ্য পোঁছানোর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর এভাবে পরিশ্রম করার মাধ্যমে আমরা জীবনে অবশ্যই সাফল্য পাব।

Source

আমাদের আশপাশে অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমের লোক রয়েছে কিন্তু তারা কখনো সাফল্যে পৌঁছাতে পারেনি এর একটি কারণ তা হল জীবনে কোন লক্ষ্য না রাখা এতে আমরা একদিকে অগ্রসর না হয়ে অন্যান্য দিকে চলে যায় যাতে আমরা অনেক কিছু জানলেও জীবনে সাফল্যে পৌঁছাতে পারি না। তাই আমরা যতই বুদ্ধিমান বা পরিশ্রমই হয় না কেন সেটা যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে তা মূল্যহীন হয়ে পড়ে। এজন্য আমাদের অবশ্যই লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে যাতে এই কঠোর পরিশ্রমের ফল আমরা পাই।

Source

আসলে আমাদের চিন্তা ভাবনা কি সবসময় একটা নির্দিষ্ট করা উচিত। কেননা আমরা যদি সময়ের সাথে সাথে আমাদের সিদ্ধান্তগুলো পাল্টে ফেলি এবং জীবনের লক্ষ্যগুলো পাল্টে ফেলি তাহলে কিন্তু কোন জিনিস আমাদের জীবনের সঠিকভাবে পূর্ণ হবে না। তবুও আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা নির্দিষ্ট লক্ষ্য পৌঁছে পারি । আর যারা প্রকৃতি জ্ঞানী মানুষ তারা কখনো অন্য কোন সহজ কাজ পেলে সেখানে ছুটে যায় না। তারা সবসময় তাদের লক্ষ্যটাকে স্থির রাখে এবং সেই স্থির লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত থাকে। আর আপনি যদি লোভে পড়ে আপনার গন্তব্য লক্ষ্য থেকে সরে যান তাহলে আপনার জীবনে কোনদিক কখনো সঠিকভাবে সম্পূর্ণ হবে না।

আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।


Translated with Google Translate
Thank You So Much For Reading! ♡

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  last month  ·  

আমাদের জীবনের জন্য একটা লক্ষ্য স্থির করা খুবই প্রয়োজন। আমার যদি লক্ষ্য স্থির করতে না পারি তাহলে জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না, আর আমাদের পরিশ্রম আমাদের সাফল্যের চাবিকাঠি এটা আমাদের ভুলে গেলে চলবে না। ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।