The feeling of breaking the fast with older brothers together.

in blurt-188398 •  20 days ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20250307_180626_HDR.jpg

So without further ado let's share today's post.

Assalamu Alaikum my dear friends. How are you all, I hope you are all doing well by the grace of Allah. Alhamdulillah, I am also doing well by the grace of Allah. I would like to take a very nice post on "Blurt Space"I wake up in the morning, wash my hands and freshen up well. Then I sit at the table to eat Sehri and eat Sehri. After eating Sehri, I take a long nap and wake up around 8:30. I wake up around 8:30.After getting up, I sat down at the table to read for a while. I was reading on my mobile. I was reading books on my mobile. I was reading English. Then I enjoyed reading. So I finished reading. I was tapping my mobile. It was time for my mobile.To study. I met him when I was studying privately. I went to the pond to feed the fish. After feeding them, I talked to him for a long time. After talking, I left and he went home. I also went home.I am coming home. I came home and washed my hands and face. After I checked my mobile phone, I washed my face and felt good. Then I came back after freshening up. I want to spend some time with you.I sat and slept with him, I was a little light, I was chatting with other people. After sitting with him for a long time, I moved around just before it was time for iftar, then After finishing it well, I feel very tired. Then I come to you with a new post. I hope you will like the post. If you look closely at the picture above, you will see that I was doing this to give my SSC exam. And the one on the other side is my brother and the one in front is me. After spending some time with them, I had a good iftar. After having iftar, I prayed and left from there. You see It's really nice to see an event held at our mosque and everyone sitting together to eat, it's a different atmosphere because these are village environments, so what else can we do? Maybe I won't get the atmosphere, maybe after a year.A beautiful environment. So what else is so nice? I will miss these times one day, maybe I won't be able to eat Sehri. Maybe I won't be able to have Iftar in this mosque. Also, you can see it well in his own picture.Beautifully. The food pellets are arranged very beautifully. I didn't take a photograph, which looks very beautiful and a beautiful scene. I hope you like it. It's really like a village girl. Actually, it seems like eight fasts have been completed today. If you continue like this, you will be successful. Then Eid will come. And everything is very expensive, so much so that the possibility of eating anything is out of reach for a middle-class person.Their daily salary is only 400 taka, how can they run their market? Hello, if you look closely at my picture, you will see that I brought water from home. If you look closely, you can see that I took this photograph with two bottles of water on one side and two bottles of sherbet on the other side, and the plate is a very beautiful scene. All in all, it is very beautifully arranged in our mosque, so The. In fact, whatever it is, it is a very happy moment. These days may never come back to us. If you look closely at his own picture, you will see that. A very beautiful photographic poem.You can see that I have taken this photo with a slight blur. Because it looked very beautiful, what else can you notice? I have given you a very beautiful photography gift, so inside the palm of your hand, Bara Chop along with it is a very beautiful and beautiful thing that fills the mind just by looking at it which is very nice to eat like your mouth is also very nice along with it is jila pita. And many other types etc. etc. are given which are very nice Sitting together with the farmer, the master, the jailer, the students, and with him the Imam, the Muazzen, and the little boys, all sitting together and eating, is a special joy of Iftar. The feelings of Iftar are truly unforgettable.The fun of everyone sitting together for iftar is a different feeling that I have shared with you. I hope you will enjoy it too. It was a beautiful moment. I found it very beautiful and it was very beautiful for you.To share with you. Actually it looks very beautiful, the scenes look very beautiful, I hope you like them. A beautiful post to share with you, a very tired body, what else is there for the hero? Along with that, I have to pray Tarawih prayers, so I am going through a very busy time. I have come to you with a very nice post. I hope you enjoyed reading this beautiful post and that you like it.You will vote. It is very nice to share a beautiful pose with you. Even though I am very busy, I always want to share a beautiful post with you.I really enjoy doing it. So without further ado, let's share a beautiful poem. I hope to appear before you tomorrow with a new question.

IMG_20250307_180610_HDR.jpg

IMG_20250308_180924_HDR.jpg

আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। "ব্লুর্ট স্পেস" তে খুব ইচ্ছে চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।সকালে ঘুম থেকে উঠে হাত ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে। তারপর সেহরি খাওয়ার জন্য টেবিলে বসে বসে সেহরি খেয়ে নে তারপরে সেহরি খাওয়ার পর একটা বড় করে ঘুম দিয়ে ঘুম থেকে উঠে সাড়ে আটটার দিকে উঠি। সারাটা দিকে ঘুম থেকে ওঠার পর তারপরে একটু টেবিলে পড়তে বসি মোবাইলে পড়া ছিল মোবাইলে বই পড়েছিলাম ইংরেজি পড়া তারপর পড়তে পড়তে আমার ভালো লাগলো তাই আর কি পড়া শেষ করি মোবাইল টিপছিলাম মোবাইল টিপছিলাম। মোবাইল সময় হয়ে গেল তারপর চলে গেলাম প্রাইভেট পড়তে। প্রাইভেট পড়তে পড়তে এসে দেখা হল তার সাথে আমার গেলাম পুকুরে মাছের খাবার দেওয়ার কাছে তারপর খাবার দেওয়ার পর পর তোর সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম গল্প করার পর চলে আসি ও বাড়িতে চলে যায় আমিও বাড়িতে চলে এসেছি। তারপর সেখান থেকে আমি বাড়িতে চলে আসছি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে মোবাইল টিপাটিপি করলাম মোবাইল টিপাটিপি করার পর তারপরে গরুর গাটা ধুয়ে জি ভালো ভাবে। তারপরে ভালোভাবে ফ্রেশ হয়ে চলে আসি এই যে আপনাদের মাঝে কিছুটা সময় নিয়ে তারপরে মোবাইল টিপাটিপি করি একটু সাইডে দেখছিলাম বসে বসে এবং তার সাথে ঘুম দিয়েছিলাম কিছুটা হালকা করে ছিলাম অন্য জনার সাথে চেট ও করছিলাম। তার সাথে সাথে অনেকক্ষণ ধরে বসে ছিলাম থাকার পর তার পরে এইমাত্র ইফতারের টাইম হয়ে আসার পূর্বে ঘোরাফেরা করি তারপর থেকে। কিছুটা সময় বিশ্রাম নিয়ে নি তাঁর পর ইফতার করার পর শেষ করে ভালোভাবে তার পরে খুবই ক্লান্ত লাগে তারপর চলে আসি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আপনারা আশা করি পোস্টে দেখে ভালো লাগবে আপনাদের ও। আপনার আমার উপরের ছবি দিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমরা ইফতার করছিলাম এটা আমার এসএসসি পরীক্ষা দেবে। এবং ওই পাশেরটা আমার ভাই আর সামনেরটা আমি। তাদের সাথে কিছুটা সময় কাটানোর পর ইফতার করলাম ভালোভাবে। ইফতার করার পর তারপরে সেখান থেকে নামাজ পড়ে চলে আসি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন খুবই সুন্দর একটা আয়োজন আমাদের মসজিদে করেছে খুবই ভালো লাগে দেখতে এবং সবাই মিলে একসাথে বসে খেতে একটা অন্যরকম পরিবেশ কারণ এগুলো গ্রামের পরিবেশ তাই আর কি কিরামেরাই। পরিবেশ হয়তোবা পাবো না ফিরে হয়তো এক বছর পর হয়তোবা বিদেশে চলে যেতে হবে খুবই সুন্দর একটা পরিবেশ। তাই আর কি খুবই ভালো লাগে এই সময় গুলো একদিন মিস করবো হয়তোবা আর হয়তোবা সেহরি খাওয়া হবে না। আবার ইফতার করা ও হবে না হয়তোবা এই মসজিদে। আরো তার নিজের ছবিটিতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খুবই সুন্দর করে। খাবারের পেলেট গুলো খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে তখন আমি একটা ফটোগ্রাফি করিনি যা খুবই সুন্দর লাগছে এবং সুন্দর একটি দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে আসলেই গ্রামের মতো গ্রামের মেয়ে পাওয়া যায় এসব মজা গুলো কোনদিন ভোলার মত নয় আসলে এভাবেই আজকে আটটা রোজা মনে হয় হয়ে গেল এভাবে করতে করতে সাফল্য হয়ে যাবে তারপরে ঈদ চলে আসবে। এবং প্রতিটা জিনিসের খুবই দাম এত পরিমান দাম যে কোন জিনিস খাওয়ার সম্ভাবনা একটা মধ্যবিত্ত লোকের পক্ষে। কারণ তার দিনমজুরি কাজ করে কারণ তাদের দিনের হাজিরি ৪০০ টাকা মাত্র তাদের কিভাবে তাদের হাট বাজার কোলাবে এই আর কি। হ্যালো আপনারা তো আর নিজের ছবি দিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমি বাড়ি থেকে পানি নিয়ে গিয়েছিলাম সেই পানির বোতলটা ধুয়ে দিয়েছিলাম নিচের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন তখন আমি এই ফটোগ্রাফিটা করি একপাশে শরবত একপাশে পানির বোতল দুইটা একসাথে রেখে এবং থালা খুবই সুন্দর একটা দৃশ্য। সব মিলিয়ে খুবই সুন্দর করে আয়োজন করা হয় আমাদের এই মসজিদে তাই আর কি খুবই ভালো লাগে এই মুহূর্তগুলো গুলো। আসলে আর যাই হোক খুবই আনন্দের একটা মুহূর্ত এই দিনগুলো হয়তোবা কোনদিন ফিরে আসবেনা আমাদের কাছে আরো আপনারা তার নিজের ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। খুবই সুন্দর একটি ফটোগ্রাফী কবিতা আকার লক্ষ্য করে দেখতে পারবেন হালকা ঝাপসা ঝাপসা করেছি এই ফটোটা তুলেছি আমি। কারণ খুবই সুন্দর লাগছিল তাই আর কি আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন খুবই সুন্দর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে উপহার দিয়েছি তাহলে তালের ভিতরে অনেক রকম যেমন খিরখেজুর পিয়াজু ছোলা বড়া চোপ তার সাথে সাথে খুবই সুন্দর সুন্দর জিনিস যা দেখেই মন ভরে যায় যা খেতে খুবই সুন্দর লাগে যেমন তোর মুখটাও খুবই ভালো লাগে তার সাথে জিলাপিটাই। এবং আরো অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি দেয় যা খুবই ভালো লাগে কারণ গ্রামের মজাটা তো গ্রামে পাওয়া যায় সবাই মিলে একসাথে বসে কৃষক মাস্টার জেলে তাতেই ছাত্র এবং তার সাথে আরো ইমাম সাহেব মোয়াজ্জেন আরো ছোট ছোট ছেলেরা সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা ইফতার করার। ইফতার করার অনুভূতিগুলো আসলেই কোনদিন ভোলার মত নয় সবাই মিলে একসাথে বসে ইফতার করার মজাটা অন্যরকম একটা অনুভূতি যা আপনাদের মাঝে আমি উপস্থিতি করেছি আশা করি আপনাদের ও ভালো লাগবে সুন্দর একটি মুহূর্ত আমার কাছে খুবই সুন্দর লেগেছে এবং আপনাদের কাছে খুবই সুন্দর লাগবে সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে। সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুবই ক্লান্ত শরীর নায়ক আর কি খুব ব্যস্ততার মধ্যে যে সময় গুলো পার করছি তার সাথে সাথে তারাবির নামাজও পড়তে হয় তাই আর কি খুবই ব্যস্ততার সময়গুলো পার করছি। চলে এসেছে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট নিয়ে আশা করি আপনাদের ভাল লাগল সুন্দর একটি পোস্ট আপনাদের দেখলে এবং আপনাদের আমার আশা করি সুন্দর একটি ভোট দেবেন আপনারা। সুন্দর একটা পোজ আপনাদের মাঝে শেয়ার করার জন্য খুবই ভালো লাগে আপনাদের মাঝে সব সময় থাকতে যাইহোক খুবই ব্যস্ততার মধ্যে থাকলেও আপনাদের সাথে সুন্দর একটি পোস্ট শেয়ার করতে খুবই ভালো লাগে আমার। তাই আর কি আর কথা না বাড়িয়ে চলুন সুন্দর একটি পচনের মাঝে শেয়ার করা যাক আগামীকাল নতুন একটি প্রশ্নে আপনাদের মাঝে হাজির হব আশা করি।

IMG_20250303_175939_HDR.jpg

cucumbers.Friend suddenly says. Cucumber in our house there is I said then it is good I didn't think anymore. Then you are a friend.do a job Take soda from home Bring. Go home quickly and bring the cucumber friend Until then, I am onion and green chili Wash well and cut throw away Friend said ok ok. a little Later came and said I got two cucumbers. It will be both so I said both will be done friend I said this to my friends about the package. And cut a packet of Bonfut. Cut some more packets of tamarind, my friend. Friend said ok ok. I'm cutting now.Then I poured it into the big bowl.I combined all the faller's readings together. I kept some bonfoot in another place.Zeno does not lie empty-handed. so we I am sprinkling the bonfut after eating the mudri.Jane did not run out of acquaintances. With him Along with it, the zen mudri also swells. This way the mudri It was very good to eat. friends I say you are very good at dressing Paris. This time, you don't want to rub your hair I said, we will not be blindfolded When I say it, I come with a blindfold Devo. Since then, friends have been friends Makhay then called me.I like it very much. with friends To eat together. Such a one Time will come to talk to friends on the phone Said. Will never be circumcised again. These days will be remembered forever One day a friend will come to work. And some friends will go abroad. again Someone will see the land of the house In this way, Juna will be alone in a single place. And never Chatting with friends Makhano may not be. Then Just thinking about friends. There will be nothing else to do.Everyone will be busy with their own family. In fact How many days will there be friends like school life friends. together Muri Makhana and the road together I will never sit next to the pool The response of friends will be remembered forever. I want to get back the days spent in school and never again Cannot be recovered. And friends There will be no more playing games together. Such a time Friends chewed gum together and ate it on this water day. And chatting with friends at Kilas Won't be anymore. I told my friends again The day there will be water.On that day, the bandage will be applied again.Friends said ok ok. water again However, we will apply again all together Friends said today is yours Rubbing the bandages is very good. Feels like hands licks I said so.Put the scallions in front. And fear with chop Makhal will be better friend. And with Bundia If you rub it, it will be more sweet. Friend said There is a car. two people Go to the market and have a big chop I will buy Bundia and bring it.I said ok buddy.More to come It will be rubbed well.Friends said eat when then I will eat well. I said yes You are right friend. Friends said this time I will sit and eat next to the big pond Sometimes I sit at home for water.This time not all by the big pond Friends, we will wrap together, friends, yes.Friends said ok ok Next time, friend.Everyone with friends Sit together. to eat It was really nice.On this rainy day. Like every day, today I have appeared among you with another new post.Hope you all are well. I am also well.Assalamu Alaikum my dear friends. How are you all,Then after cutting the grass we let the bananas ripen Banana game After eating the bananas, I came home and after coming home, I carefully stole the jasas. After kissing I go to get a haircut because we have school tomorrow and my hair is too big Abbu is gone and is just saying that his hair has grown too much. By taking money from father. I went to get a haircut. After I went to cut my hair, I saw two serials cut my hair after two serials I cut the hair on my head the way I saw a beautiful hair style haircut. And that cutting was cut today. Then come home and wash the cow I cleaned my head well and took a bath and then finished eating and drinking and came to you. You can see that if you look at my picture above. I stand alone, one in my eyes And you can see if you look at my hands. I had a ring and a black thing in my hand. Actually the thing with black hands was given to me by a friend while I was cooking. And you are good in his own image can that When I catch one, I think it's my friend's girlfriend. He was telling me that bro I will take a pic with you I said no problem take it saying you don't mind as if I said no problem pic If you look closely at the picture below, you can see that. I was sitting and taking pictures when a friend of mine was so devilish he came and shook me bare. What to do and he was taking pictures with me then do photography So that devil friend is also up with me. If you look closely you can see how GB is crazyAlso you can see that if you look carefully at your own picture. When we don't all get along was done Actually, I took the photograph, the photograph is slightly blurred. Because while dancing I was taking the picture by taking out the mobile phone from Pokot. And all my friends were dancing while we were having a picnic In fact, the fun of having a class picnic is different, those who have not had a class picnic will never understand this fun. School life is really fun if you can enjoy it. In fact, when writing about friends and girlfriends It cannot be explained to you. Maybe these days we will never get back these days of school. All will be a memory one day in the mobile phone. Also you can see the picture above me if you look closely Picked up, there are many big ponds and many flowers and trees around it, in fact, I am having a very busy time today, mowing the grass of this cow, cutting hair, many other works, and a tailing is being done. I am there, so have a very busy time.Anyway, without further ado, let's share the previous post with you. Tomorrow I will appear among you with a new post.girlfriends, walk to school together and talk. It is very nice to go to school after going.In fact, I don't have fun anywhere like school. After going to school, I read all the madam's classes. But we have an exception that sir is very funny. Actually that discount. He loves us very much and us.I will never talk about that sir and I will never forget it. Because whether our class is reading or not he sir is very funny with us. And that sir is very funny with us. And names the boys. Thus ends the tiffin. Then I pray together with my friends in tiffin after praying. Singara goes to the store with friends to eat. Because we have a singer in the school market there.And I love eating singara with friends. And it fell into my mouth while eating with friends. I have beenengaged since that day. Friends with whom pallapalli never eats hot singara.And then a little later our guy makes the gate great. The gatekeeper one brother locked the gate as soon as we arrived. Because if we were a little longer we would have to stay out of Git. Anyway, I went inside the gate. After arriving a little.A little later, sir came to our class. We end the class with great joy. A little later our game teacher came. Who among you can swim well? You can name the one that swims. Our a Then a little later the game teacher came and called him. Then the number of them who can swim will give a competition. Send some of them home. That sir says you brought a dress from home. Everyone is home.That kind of deep water. Named those who swim. They are at thatgave some grass to the cow. Then I had a good breakfast. Then after breakfast. I thought that was my word today I immediately went to the park. After giving it, I took the mobile with my hand. I went and saw that one of my uncles is always in front of the gate of the park. Because that uncle gave him ten thousand rupees a month.So that uncle is always near the gate. And the owner of our park is a very close relative of that uncle. So he kept his uncle as the owner of such a big park. He gave a shop inside and gave it to the uncle who sold it in that shop.And sells that drink. And all kinds of biscuits are available in that uncle's shop. And that uncle sells drinks. Along with that cigarettes are also available in that shop all types of cigarettes are also available. Because the shop He was given this responsibility by this uncle. And that uncle does things very sadly. And he has kept all the responsibilities. As many keys as there are in the park and at home. All gates and gates are closed.So the owner of that park loves tickets very much. So uncle will do his work very well. And I went to photography to take some pictures. Go and see that uncle is sitting in the shop.

IMG_20250307_180600_HDR.jpg

আমি ভাইয়াকে বললাম ভাইয়া যে ঘাস কাটতে যেতে হবে। তারপর ভাইয়া বলে বাড়ি থেকে হাইসু বালু দিয়ে চলে আয়। আমি এই বলে হাইসু বালু দিয়ে হাইসো আর বস্তা নিয়ে ভাইদের বাড়িতে চলে গেলাম। ভাইদের বাড়িতে যাওয়ার পর দেখি ভাইয়া আমাকে বলল যে মেয়েটা একটু কোলে নে আমি আবার একটু মেয়েটাকে কলে নিয়ে দোকান থেকে চিপস কিনে নিয়ে আনি। ও আবার খুব চিপস খেতে ভালোবাসে। এ বলে বাড়িতে মেয়েটা দিয়ে চলে গেলাম আমি আর ভাইয়া ঘাস কাটতে আসলে আজকে অনেক খাটনি হয়েছে ভাইয়া বলল ওইখানে গেলে ঘাস পাওয়া যাবে আসলে ভাইয়া ওখানে ঘাস কাটতে যায়নি। তাই আন্দাজে বলছিল আমাকে। তাই বলে আমি আর ভাইয়া গেলাম সেখানে যাওয়ার পর দেখি ঘাস ওখানে নাই। তাই বলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় আমরা দুই ঘন্টা ধরে ঘোরাঘুরি করে এবং কুসুর খায়। তারপরে আজকে ঘাস কাটতে মন বলছিল না তাও কি করার ঘাস চারডি কেটেছিলাম। তারপরে ঘাস কাটার পর আমরা কলা পাকাতে দিয়ে এসেছিলাম সেই কলা খেলাম। তারপরে কলা গুলো খেয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর ভালো ভাবে যাসগুলো চুরিয়ে নিয়ে। চুড়িয়ে নেওয়ার পর আমি চলে যাই চুল কাটতে কারণ কালকে আমাদের স্কুল আর মাথার চুলটা অনেক বড় হয়ে গেছে আব্বু খালি বকছে যে চুল কেটে আসতে হবে চুল অনেক বড়ো হয়েছে। এ বলে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে। চলে গেলাম চুল কাটতে। আমি চুল কাটতে যাওয়ার পর দেখি দুইটা সিরিয়াল দুইটা সিরিয়ালের পর আমার চুল কেটে দিল। আমি সুন্দর একটি হেয়ার স্টাইল চুল কাটার দেখেছিলাম সেভাবে আমার মাথার চুলটা কেটে দিয়েছিল। আর ওই কাটিংটা আমি কবে থেকে কাটবো কাটবো আজকে কাটা হয়ে গেল। তারপরে বাড়িতে এসে গরুর গা টা ধুয়ে দিয়ে আমি ভালোভাবে মাথাটা পরিষ্কার করে গোসল করে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আপনাদের মাঝে। আপনারা আমার উপরের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমি একা একা দাঁড়িয়ে আছি, আমার চোখে একটা চশমা। আর আপনি আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। হাতে একটা আংটি এবং কালো একটা জিনিস করেছিলাম হাতে। আসলে কালো হাতের ওই জিনিসটা আমি রান্না করছিলাম তখন এক বান্ধবী দিয়েছিল। আর আপনি তার নিজের ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমার এক ধরতে গেলে ভাবি হয় আমার বন্ধুর গার্লফ্রেন্ড। আমাকে বলছিল যে ভাইয়া তোমার সাথে একটা পিক তুলব আমি বললাম সমস্যা নাই তোলো বলছে আপনি কোন মাইন্ড করবেন না যেন আমি বললাম সমস্যা নাই ছবি তুলে ফেলো। এই বলে আমি ছবি তুলে ফেললাম। পোকোট থেকে মোবাইলটা বের করে। আরো তার নিচের ছবিটিতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমি বসে ছবি তুলছিলাম তখন আমার এক বন্ধু খুবই শয়তান সে এসে আমাকে খালি নাড়ছিল। তাও কি করার আর আমার সাথে ছবি তুলছিল সে তখন ফটোগ্রাফি করে নিয়েছিল সাথে সাথে। তাই সে শয়তান বন্ধু তাও আমার সাথে উঠে পড়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিভাবে জিবি কেলিয়ে আছে। আরো আপনারা নিজের ছবিটি যে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। যখন আমরা সবাই মিলে নাচ্ছিলাম তখনই ফটো ফিরে পেটা তোলা হয়েছিল। আসলে ফটোগ্রাফি টা আমি তুলেছিলাম ফটোগ্রাফিটা হালকা ঘোলা ঘোলা হয়েছে। কারণ নাচতে নাচতে আমি ছবিটা তুলছিলাম পোকোট থেকে মোবাইলটা বের করে। আর আমার বন্ধু বান্ধবীরা সবাই নাচছিল আসলে আমরা পিকনিক করছিলাম ক্লাসের সবাই মিলে একসাথে আসলে ক্লাসের পিকনিক করার মজাই আলাদা যারা ক্লাসে পিকনিক করে নাই তারা এই মজাটা কখনোই বূজবেই না। আসলেই স্কুল জীবনটা খুবই মজার যদি আপনি উপভোগ করতে পারেন। আসলে বন্ধুদেরকে এবং বান্ধবীদেরকে নিয়ে লেখতে গেলে অনেক হয়ে যাবে যা আপনাদের বলে বোঝানো যাবে না। হয়তোবা এই দিনগুলো আর কোনদিন ফিরে পাবো না আমরা স্কুলদের এই দিনগুলো। সব একদিন স্মৃতি হয়ে থেকে যাবে মোবাইল ফোনে। আরো আপনারা আমার উপরে ছবিটি যে ভালোভাবে লক্ষ্য করলে দেখতেআমি। আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন আগের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।আমি সেই দিন থেকে নিয়োত করেছি। যে বন্ধুদের সাথে পাল্লাপাল্লি করে গরম সিঙ্গারা কোনদিন খেতে চাবেনা। আর সিঙ্গারা খাওয়ার পর। আমরা স্কুলের ভেতরে চলে আসি। স্কুলে আসার পর বন্ধুরা মিলে ক্লাসে বসে পড়ি। আর তখনই একটু পরে আমাদের যে লোকটি গেট দারুণ করে। সেই গেটদার ওয়ান ভাইটি আমরা আসার পরপর গেটে তালা লাগিয়ে দেয়। কারণ আমরা আর একটু হলে গিটের বাইরে থাকতে হতো। যাই হোক গেটের ভেতরে চলে এসেছি। আসার পর একটু পরে আমাদের যে লোকটি ঘন্টা দেয়। এখন একটু পরেই ঘন্টা দিয়ে দেয় ক্লাসের ঘন্টা। তার একটু পরে স্যার আমাদের ক্লাসে চলে আসে। আমরা খুবই আনন্দের সাথে ক্লাসটা শেষ করি। একটু পরে আমাদের গেম টিচার এসে। বলে তোমরা কে কে সাঁতার কাটতে ভালোভাবে পারো। সে সে সাঁতার কাটায় নাম দিতে পারো। আমাদের ক্লাস থেকে একটা বন্ধু। বলে আমি সাঁতার কাটায় নাম দেবো। পরে তাকে ছাড় বলে ক্লাসের ভেতরে বসে থাক আমি তোকে ডেকে নিয়ে যাবো নে। তারপর একটু পরে গেম টিচার এসে ওকে ডেকে নিয়ে যায়। তারপর ওদেরকে যে কয়জন সাঁতার কাটা দেবে প্রতিযোগিতা দেবে। সে কয়জনকে বাড়ি পাঠিয়ে দে। যে স্যার বলে তোরা বাড়ি থেকে ড্রেস নিয়ে আনগা। এই বলে সবাই বাড়ি থেকে বেস্ট নিয়ে আনে। এবং আনার পর আমাদের স্কুলের পাজরে একটা পুকুর আছে। সেই প্রকারে অনেক গভীর পানি। যারা যারা সাঁতার কাটে নাম দিয়েছিল। তারা তারা সেই সাঁতারএবং রুটিন মাফিক। সবকিছু বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে নি। তারপরে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর। দেখি আমার বন্ধুরা ওই পাড়া থেকে চলে আসছে হাঁটতে হাঁটতে। তখন আমি আবার তাদের জন্য দাঁড়িয়ে থাকি আমাদের সাকুর মুখে। দাঁড়িয়ে থাকার পর কিছুক্ষণ তারপর তারা চলে আসলো। আমরা বন্ধু আর বান্ধবী মিলে একসাথে স্কুলের দিকে হাঁটতে চলে যায় গল্প করতে করতে চলে যায়। যাওয়ার পর স্কুলে গেলে খুবই ভালো লাগে। আসলে স্কুলের মত কোন জায়গায় মজা পায় না আমি। স্কুল যাওয়ার পর সব ম্যাডামের ক্লাসের পড়া করে যাই। কিন্তু আমাদের একটা ছাড় আছে সেই স্যারটি খুবই রসিকতার। আসলে সে ছাড়টি। আমাদের খুবই ভালোবাসে ও এবং আমাদের সাথে খুবই হাসি ঠাট্টা করে। আসলে আমরা স্কুল থেকে চলে গেলেও। ওই স্যারের কথা কোনদিন বলবে না আর ভুলতেও পারবো না। কারণ আমাদের ক্লাসের পড়া হোক বা না হোক সে স্যার আমাদের সাথে খুবই মজা করে। এবং সেই স্যার আমাদের সাথে খুবই রস করা করে। এবং ছেলেপেলেদের নাম পরিয়ে দেয়। যদি কেউ ক্লাসের মধ্যে বেয়াদবি কযায়। স্যার তাকে সাথে সাথে নাম পরিয়ে দেয়। এভাবে টিফিন পর্যন্ত শেষ হয়ে যায়। তারপর টিফিনে তো বন্ধুদের সাথে একসাথে নামাজ পড়ি নামাজ পড়ার পর। বন্ধুদেরকে একসাথে নিয়ে দোকানে ইত্যাদি ইত্যাদি।

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord