Feelings of flower photography.

in blurt-188398 •  2 months ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20241014_174106.jpg

So without further ado let's share today's post.

In the morning, my father called me. Because of my father's call, I woke up early in the morning. Today, after waking up in the morning, I washed my hands and sat on the table with a book to read. for a long time I was sitting on the table reading a book. After reading the book, I went to Faka to brush my teeth. I went and saw my brother standing on the road, brushing his teeth. I was walking a little while talking with him I go for a run with my brother in Ali Isle during winter. Then I come home and wash my face thoroughly. After that I pressed the mobile for some time and then had a light breakfast. I will see my brother after breakfast I said brother, you don't have school today, you have to go cut the grass. With this I went to cut the grass with my brother. So it is very far so it has to be difficult to go. In fact, if there is no land, grass must be cut because there are cows. I am After we cut the bus was loaded. Brother actually has two big cows so he needs more grass so he gets big injuries. Cut the grass quickly bro. Actually, I was a little late to cut my brother's body It was done in the sack and never felt it. After cutting the grass, I rested for a long time, in fact, it was a long way and I have a lot of hair on my head, which caught fire inside my head when I brought so much grass. brother If there is no money, I cut it. I said ok brother will cut it no problem. Bhiya said if not then hair will become bald after a few days. I said then it should be kept short from now on. After coming home I give food to the fish. Sometimes my brother calls me and says that there are many birds in the pond, so some medicine should be given in the pond. I said ok bro I will give it. Then brother again a Madras He took the keys of the motorcycle and went to the market a little far away and brought those medicines and then gave the car to his brother. After giving the car, brother said take the medicines well, I said ok brother I don't need to give it anymore, I will give it to the big pond. I said, "Okay, brother."slave well And one medicine I could not open the medicine bottle and I took five bottles in total and one bottle after a lot of difficulty he could open the bottle after many people tried. Then I'm good in water I went down. After I went down I didn't go in the pond for a long time so I saw water up to my neck. In fact, Meladin did not go down to the pond, so I know what kind of fear he was afraid of. Even the eyes and ears understand the medicines well O Nai everything is the desire of the mind If your mind says I am afraid then you are afraid and if your mind says I am not afraid then you are not afraid. Actually the pond is too big so it is too late to spill five bottles of medicine The fun will understand how fun it is to farm fish in the pond. Then I swam in that pool for a long time after I shot the drugs from there.What you were afraid of, even if you were afraid to be alone, the medicines said that you have to go. I will conquer one day without really fearing. Still, after struggling for a long time, I learned to swim lightly I learned to swim by myself. Then I came home from the pool. After coming home, I chopped the grass that I left at home into small pieces. Almost fell off. I went to the base for a while. Then I didn't steal the grass anymore, father said, I am spreading the grass. with Takes it and leaves later in the sack. I wash the cow dung well. And I've tied my hand well. In fact, I don't know what has come out of our cows didn't happen Then I came home and took a nap and didn't eat lunch. I left with a new post for you. Check out my photography post today in the picture above didn't happen Then I came home and took a nap and didn't eat lunch. I left with a new post for you. Check out my photography post today in the picture above I first photographed red flowers. And those flowers looked very good and if you look carefully at your picture you can see that there are many other types of flowers which are Gnanada flowers, Jaba flowers, there are many more flowers.

IMG_20241014_173941.jpg

IMG_20241014_174021.jpg

And if you look closely at my own picture, you can see that some beautiful little flowers are actually me walking through them in the park on my way to work. Then suddenly those flowers will catch my eye. So that flower So I took the mobile out of my pocket and did not immediately take the photography. Actually I like photography very much. You take a photo wherever I go. I will recognize this place again. If I have the money, I will buy a DSLR camera one day. Actually everything is good if there is no money in Pokot then nothing is good. Also you'd better give me a picture of yourself so you can see that it's dirty How thick the leaves of the flowers are, the flowers looked very good to me, so I did not take pictures immediately. It would be better if you give the picture below, if you notice, you can see those flowers are similar to those flowers .Looking at it, the eyes become a puzzle. In fact, I woke up with a feeling of numbness inside my body. Even so, I left to be with you and the photography post among you is actually my photography I am under a lot of work pressure, so I came to you with a photography post. Actually today I am having very busy time since morning.Anyway, without further ado, let's share today's post with you. Tomorrow I will appear among you with a new post.

IMG_20241014_173928.jpg

সকালে দেখি আব্বু আমাকে ডেকে দিল। আব্বুর ডাকার কারণে আমি ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি ভাল ভাবে ফ্রেশ হয়ে হাতমুখ ধুয়ে টেবিলে বই নিয়ে পড়তে বসি। অনেকক্ষণ ধরে টেবিলে বসে বই পড়ছিলাম। বই পড়ার পর ফাকার দিকে একটু গেলাম দাঁত ব্রাশ করতে করতে। গিয়ে দেখি আমার ভাই দাঁড়িয়ে আছে রাস্তায় ভাইও দেখছি দাঁত ব্রাশ করছে। আমি তার সাথে আছি গল্প করতে করতে একটু হাঁটছিলাম। এবং সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে। এবং শীতের সময় আলী আইলে আমি দুড়াতে যাই ভাইয়ার সাথে। তারপরে আমি বাড়ি এসে ভালোভাবে মুখটা ধুয়ে নেই। তারপরে কিছু সময় মোবাইল টিপছিলাম তারপর সকালের নাস্তাটা করে নিলাম হালকা করে। নাস্তা করার পর ভাই দেখি আমার কাছে ফোন দিয়েছে বলে মাঠে ঘাস কাটতে যাবে না নাকি। না আজকে স্কুল আছে তোর। আমি বললাম ভাইয়া আজকে তুই স্কুল নাই ঘাস কাটতে যেতে হবে। এ বলে আমি ভাইয়ার সাথে ঘাস কাটতে গেলাম। তাই অনেক দুরে তাই একটু কষ্ট করে যেতে হয়। আসলে জমি জায়গা না থাকলে ঘাস কাটতেই হবে যেহেতু গরু আছে। আমি আর ভাইয়া গেলাম অনেকক্ষণ ধরে ঘাস কাটছিলাম কাটার পর আমরা বাসটা লোড হয়ে গিয়েছিল। ভাইয়া আসলে বড় দুইটা গরু আছে তাই তার ঘাস আরো বেশি লাগে তাই সে বড় চোট নিয়ে যায়। সেই চটে করে ঘাস কাটে ভাইয়া। আসলে ভাইয়ার গায়ে কাটতে একটু দেরি হচ্ছিল আমি তাই আমি শুদ্ধু ভাইয়ার ঘাস কেটে দিচ্ছিলাম আসলে দুই ভাই মিলে একসাথে ঘাস কাটার মজাই আলাদা হয়তোবা একটু কষ্ট হচ্ছিল কিন্তু দুই ভাই গল্প করতে করতে কখন যে ঘাস হয়ে গেছে বস্তায় তাও কখনো টের ও পায়নি। ঘাস কেটে বাড়ি আসার পর অনেক সময় ধরে বিশ্রাম নিচ্ছিলাম আসলে অনেক পথ আর আমার মাথায় অনেক চুল আছে যা এত ঘাস নিয়ে আনতে গিয়ে আমার মাথার ভিতরে আগুন ধরে যায়। ভাইয়া বলছে চুল কাটা কেটে ফেলবে আমি বললাম ভাইয়া টাকা নাই টাকা থাকলে কেটে ফেললাম। আমি বললাম ঠিক আছে ভাইয়া কেটে ফেলবো অনেক সমস্যা নাই। ভাইয়া বলল না হলে কিছুদিন পরে তো চুল টাক হয়ে যাবে। আমি বললাম তাহলে এবার থেকে ছোট করে রাখতে হবে। বাড়িতে আসার পর আমার এক ভাইয়া ফোন দিল যে ভাই আর পুকুরে মাছের খাদ্য খাবার দিয়ে থাকি মাঝে মাঝে আমার কাছে ফোন দিয়ে বলছে ভাইয়া যে পুকুরে অনেক পাখি বসছে তাই পুকুরে কিছু ওষুধ দিতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়ে দিচ্ছি। তারপরে ভাই আবার একটা মাদ্রাসার হেড স্যার সেখানে গেলাম যেয়ে তার মোটরসাইকেলের চাবিটা নিয়ে একটু দূরে বাজারে কাছে গিয়ে সেই ওষুধগুলো নিয়ে আনি তারপর ভাইয়ার কাছে গাড়িটা দিয়ে দেয়। গাড়িটা দেয়ার পর ভাইয়া বলে ভালোভাবে ওষুধ গুলো মারিস আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালোভাবেই দীবনে ভাইয়া আমাকে বলছিল যে ছোট পুকুরে দেয়ার আর দরকার নাই বড় পুকুরেই দিবে আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া ।আমি আমি তখনই বলে আমাদের বাড়ির পাশে একজনার ভাইয়ের হাঁড়ি আছে তার হাঁড়িটা চেয়ে নিয়ে গিয়ে সেই বোতলের ওষুধগুলো ভালোভাবে গুলাম। আর একটা ওষুধ আমি খুলতে পারছিলাম না ওষুধের বোতলটা আর আমি মোটে পাঁচটি বোতল নিয়ে গেছিলাম আর একটা বোতল খুবই কষ্ট করার পর সে বোতলটি খুলতে পারে অনেক জন ধরে চেষ্টা করে। তারপরে আমি পানিতে ভালোভাবে হাঁড়িটা দিয়ে পুকুরের মধ্যে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমি অনেকদিন ধরে পুকুরে নামেনি তাই দেখি আমার গলা ও পর্যন্ত পানি। আসলে মেলাদিন পুকুরে নামেনি তাই কি রকম জানি ভয় ভয় করেছিল। তাও চোখ কান বুঝো ওষুধ গুলো ভালোভাবে মানতে শুরু করলাম। আসলে ভয় বলতে কিছুই নাই সব কিছু মনের ইচ্ছা যদি আপনার মনে বলে আমি ভয় করছি তাহলে তুমি ভয় করছ আর যদি তোমার মনে বলে আমি ভয় করছি না তাহলে তুমি ভয় করবা না। আসলে পুকুরটা অনেক বড় তাই পাঁচটি বোতলের ওষুধ ছিটাতে অনেক দেরি হয়েছিল জা অনেকক্ষণ ধরে আমি ওষুধ বলেছি গেছিলাম পুকুরে। আসলে আপনাদের পুকুর আছে তারা এই মজাটা বুঝবে পুকুরে মাছ চাষ করার মজাটা কেমন হয়। তারপর আমি সেখান থেকে পুকুরে ওষুধ গুলো মারার পর অনেকক্ষণ ধরে সেই পুকুরে আমি সাঁতার কাটছিলাম আমি টুকটাক সাঁতার কাটতে পারি ভেতরে যখন নেমেছিলাম তাই মনে করলাম একটু সাটা সিখিয়ে কাটা শিখে নে। তারপর অনেকক্ষণ ধরে সাঁতার কাটছিলাম এবং আমার কাছে হারে ছিল। পাহাড়ের উপরে ভর দিয়ে ছিলাম পুকুরের ভিতরে। যা অনেক ভয় করেছিলে একা একা ভয় করলেও তো যেতে হবে বলে ওষুধগুলো। আসলেই ভয় করতে করতেই একদিন জয় করে ফেলবো।

IMG_20241014_173953.jpg

তারপরও অনেকজন ধরে কষ্ট করার পর হালকা হালকা সাঁতার কাটা শিখে গেলাম যেখানে নিজেকে বাসানোর মতো নিজে সাঁতার কাটা শিখে গেলাম। তারপর পুকুর থেকে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পর ধরে যে ঘাসগুলো আমি বাড়িতে থুয়ে গিয়েছিলা সেই ঘাসগুলো আমি ভালোভাবে ছোট ছোট করে চুরে ছিলাম।যা আজকের ছোট ছোট করে ঘাস চড়াতে গিয়ে আমার হাত প্রায় কেটে নেমে পড়ছিল। একটু জন্য বেসে গেছিলাম। তারপর আমি আর ঘাস চুরাইনি আব্বু বলে ঘাস আমি ছড়িয়ে ফেলছি তারপরে এভাবে ঘাসগুলো চুরিয়ে ফেলে ফেলার পর ভালোভাবে কিছু পাওয়াল দিয়ে চোরাই তার সাথে। দিয়ে সেগুলো ভালো হবে একসাথে মিক্স করে নেয় নিয়ে বস্তায় পরে চলে যায়। আমি ভালোভাবে গরুর ঘাটা ধুয়ে ফেলি। এবং আমি আমার হাত কেটে গেছে সেই হাতটা ভালোভাবে বেঁধে রেখেছি। আসলে আমি জানিনা আমাদের গরুর গায়ে কি যেন একটা বেরিয়েছে দেখে খুবই খারাপ লাগছিল সে কারন সে অবলা জিনিস সে তো আর বলতে পারেনা। তাই দেখে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আমি ভালোভাবে গোসলটা করে ভালোভাবে ফ্রেশ হয়ে নি। তারপরে আমি তারপর আমি ঘরে এসে একটা ঘুম দিয়ে থেকে উঠে দুপুরের খাওয়াটা খেয়ে নি। চলে গেলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমার ফটোগ্রাফি পোস্ট আপনারা ভালো ভাবে উপররে ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন। যে লাল একটি ফুল আসলে আমার লাল কালার খুবই পছন্দ। যা তাই আমি সর্বপ্রথম লাল ফুলের ফটোগ্রাফি করেছিলাম। আর সেই ফুলগুলো খুবই ভালো লাগছিল আরো আপনারা নিজের ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আরো অনেক ধরনের ফুল আসে যা জ্ঞানদা ফুল জবা ফুল আরো অনেক ফুল আছে আমি তো নাম জানিনা।আরো আপনারা ভালোভাবে আমার নিজের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে সুন্দর সুন্দর কিছু ছোট ছোট ফুল আসলে আমি পার্কে এর ভিতর দিয়ে একটা কাজে যাচ্ছিলাম। তখন হঠাৎ আমার চোখে বাধবে ওই ফুলগুলো। তাই ওই ফুলগুলো দেখে আমি চোখ সরাতে পারছিলাম না। তাই আমি মোবাইলটি পকেট থেকে বের করে সাথে সাথে ফটোগ্রাফি করেনি। আসলে আমার খুবই ফটোগ্রাফি করেছে ভালো লাগে। আমি যেখানে যাই সেখানে তুই একটা করে ফটোগ্রাফি করে রাখি। এই জায়গাটাই আরেকবার এলে আমি চিনতে পারি। তাই ফটোগ্রাফির করার জন্য আমার খুবই ভালো লাগে এবং আমার নিয়ত আছে যদি কোনদিন টাকা পয়সা হয় তাহলে আমি একদিন ডিএসএলআর ক্যামেরা কিনবো। আসলে সব কিছুই ভালো লাগে যদি টাকা না থাকে পোকোটে তাহলে কিছুই ভালো লাগেনা। আরো আপনার আমার নিজের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা গান্দা ফুল টা খুবই সুন্দর এবং আপনারা আরো ভালোভাবে সুন্দর করে দেখতে পারবেন যে ওই ফুলগুলোর পাতাগুলো কি রকম মোটা মোটা আসলে ফুল গুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে তাই আমি সাথে সাথে ফটোগ্রাফি করে নেই। আপনার নিচের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই ফুলগুলাও ওই ফুলের মতোই কিন্তু কালার গুলো আলাদা। যা ভুল করার দিকে তাকালে চোখ যেন ধাঁধা হয়ে যায়। আসলে ঘুম থেকে উঠলাম কেমন যেন গায়ের ভিতরে আলুসি লাগছে। তাও আপনাদের সাথে থাকার জন্য আমি চলে গেলাম এবং আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট এটা আমার আসলে ফটোগ্রাফি করে আমার খুবই ভালো লাগে। আর আজকের দিন আমি খুবই ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে পার করেছি। অনেক কাজের চাপের ভিতর আছি তো আপনাদের মাঝে চলে এসেছি আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে। আসলে আজকে আমি সকাল থেকে খুবই ব্যস্ত সময় পার করছি।আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন আজকের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

IMG_20241014_174007.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!