The feeling of seeing pumpkins and flowers.

in blurt-188398 •  3 months ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20241001_174029.jpg

So without further ado let's share today's post.

Wake up in the morning and wash your hands and face. Have a light breakfast. I am having a very busy time today. Because he finishes his breakfast in the morning. I went to the field, we have a cow. To cut grass for cows. I told a friend about the grass in the field.After saying this, I went with my friend to cut grass in the field. After mowing is finished. We loaded the sacks and stopped at one place. I have a little daddy next to our house. I see little father cleaning the pond.Called us when we arrived. I said friend spit the sack of grass. Let's hear what you say. Little father tells us. How did you get the pond? I said it's fine then. Little father says how many ponds should I print?If you want to eat fenugreek, bring a cutter from home. Later I told my friend. The knife that I brought from my little father's house. Friend says ok then. You do a job with your bags of grass. you I said ok ok then. You will keep the smile well. Friend says ok ok. You will leave home soon. I said ok I will come soon. I am full of grass at home I said I will not eat anything, my friend will go to the field at once, I will not eat in the field, my friend said it is okay to come. So let's go so me and my friend left. After leaving, I saw that the little father had cut the heads of the palm trees. I am I brought more for home. After coming home. My father and mother. Father and mother are very happy to see Mathi Anna. Because people in our house have not eaten dates for a long time. After coming home, I cut the grass alone If you give a bus to that side, you can't come and go for now. A bus fell between us.

IMG_20241001_174243.jpg

That bus leaves the icos beautifully. Gave us the sign. That place is elevated. Then wash the cow I came and slept on the bed. After a while mother says eat breakfast. Then I finished eating breakfast. I came to you. Anyway let's stop talking. Sharing today's post with you I came and slept on the bed. After a while mother says eat breakfast. Then I finished eating breakfast. I came to you. Anyway let's stop talking. Sharing today's post with you.Actually see the flowers. I quickly took the mobile out of Pokot. I took some pictures. That friend of mine says what will happen to this picture. I told you the other day that I work on the platform. Will post these pictures there.Look at the pictures above. Some pictures of oranges among you. I have highlighted You will look very nice. I hope the pictures are taken from my phone. And I took those pictures very well. The pumpkin balls look very nice. And I love to eat pumpkin sometimes. So tell my father. When going to market, father will bring Komar. Actually these are still small pumpkins. So how does it look? Sometimes I see my uncle taking water from the pond. Sometimes I see some fertilizer sprinkled. I see it sometimes. Uncle also sometimes poisons those pumpkin plants. Jane does not take any kind of insect. So uncle b It's so nice that it can't be explained to anyone. So those pumpkins sometimes. Uncle picks them up and washes them well. Takes them to the market to sell them. Actually, this is such a beautiful scene for you.In fact, if you look carefully above, you will see that the picture of flowers is the first picture I have given you above. From the flower round they gradually grow. Then from there. They are thick and thick The pumpkins will be very plump. And these pumpkins are very tasty to eat. Which you will never understand like this pumpkin if you don't eat it. And no matter what. Let's share it with you in today's post.

IMG_20241001_174120.jpg

সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে। হালকা করে নাস্তা করে। আজকে খুবই ব্যস্ত সময় পার করছি। কারণ সকালে নাস্তা টা শেষ করে। চলে গেলাম মাঠে আমাদের একটা গরু আছে। গরুর জন্য ঘাস কাটতে। এক বন্ধুকে বললাম মাঠে ঘাস কাটতে যাবি তুই। বন্ধু বলল হ্যাঁ ঘাস কাটতে যাব। এ বলে বন্ধুর সাথে চলে গেলাম মাঠে ঘাস কাটতে বন্ধুর সাথে। ঘাস কাটা শেষ হওয়ার পরে। আমরা বস্তা লোড করে এক জায়গায় থুয়ে। আমাদের বাড়ির পাশে আমার একটা ছোট আব্বু আছে। ছোট আব্বু দেখি পুকুরের ভেরী সাফ করতেছে। আমরা দুজনকে ঘাস কাটার পরে। আসার সময় আমাদেরকে ডাকল। আমি বললাম বন্ধু ঘাসের বস্তারা থুয়ে। কি বলে চলো সুনে আসি। ছোট আব্বু আমাদেরকে বলে। পুকুর তো নিলাম কেমন হলো। আমি বললাম ভালই তো হলো তাহলে। ছোট আব্বু বলছে আমি তো পুকুর কয়টা ছাপ করে ফেলছি। আর খেজুর গাছ গুলা তো কেটে ফেলে দিচ্ছি। যদি মেতি খেতে চাও তাহলে বাড়ি থেকে একটা কাটার নিয়ে আনো। পরে বন্ধুকে বললাম। যে কাটারিটা আমি নিয়ে আসি ছোট আব্বু দের বাসা থেকে। বন্ধু বলে আচ্ছা ঠিক আছে তাহলে। তুই একটা কাজ কর তোর ঘাসের বস্তা গুলো। তুই বাড়িতে রেখে কাটারিটা হাতে করে নিয়ে। চলে আসবে আমাদের বাড়ি এদিক দিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে। তুই হায়সুটা ভালো করে ধার দিয়ে রাখবি। বন্ধু বলে আচ্ছা ঠিক আছে। তুই তাড়াতাড়ি বাড়ি থেকে চলে আসবি। আমি বলি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবোনে। আমি বাড়িতে ঘাসের বস্তাটা নেমে। চলে গেলাম ওদের বাড়িতে কাটার এটা হাতে করে নিয়ে। তারপরেও দেখি ও হাসিটা বুলো দিয়ে বসে আছে। তখন আমার দেখে বলল ঘরে ওটাই কিছু খেয়ে যায়। আমি বললাম কিছু খাব না বন্ধু একবারে মাঠে গিয়ে মাঠে খাব না বন্ধু বললা আসা ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক এই বলে আমি আর বন্ধু চলে গেলাম। যাওয়ার পরে দেখি ছোট আব্বু খেজুর গাছের মাথা গুলো কেটে দিয়েছে। আমাদের অনেক সুবিধা হলো। আর খেজুরের মাতি। এত পরিমাণ স্বাদ হবে এত পরিমান। যে একটা গাছ খেয়ে দুই বন্ধু। আরো বাড়ীর জন্য নিয়ে এলাম। বাড়ি আসার পর। আমার আব্বু আর মাকে। আব্বু আর মা মাথি আনা দেখে অনেক খুশি হয়েছে। কারন আমাদের বাড়ির লোক অনেকদিন ধরে খেজুরের মাথি খায়নি। বাড়ি আসার পর ঘাস কটা আমি একা একাই চড়ালাম। চোরাানোর পর আব্বু বলল যে আমাদের সাকুটা টাতো এক সাইডে ভেঙে গেছে। ওই সাইডে বাস দিয়ে দিলে আপাতত যাওয়া আসা করা যাবে নে। আমাদের ঘেরার মধ্যে একটা বাস পড়েছিল। সেই বাসটা সুন্দর করে আইকো গুলো ছেড়ে। আমাদের সাঁকোটাই দিয়েছি। ওই জায়গাটা উচু হয়ে গেছে। তারপর গরুর গা টা ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করলাম। করার পর গরুর নান্দাইল সানি দিলাম। তারপর আমি ভালোভাবে গোসলটা সেরে ফেলি। ফেলার পর শরীরটা অনেক ক্লান্ত ক্লান্ত লাগছিল। আমি এসে ধুপ করে বিছানায় শুয়ে পড়লাম। একটু পরে মা বলছে নাস্তা খেয়ে নে। তারপর আমি নাস্তা খাওয়া শেষ করে। চলে এলাম আপনাদের মাঝে। আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন। আজকের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আমি আর এক বন্ধু মিলে। বিকালে হাঁটতে গিয়েছিলাম ওদের পুকুর পাড়ে। ওদের পুকুর পাড়ে হাঁটতে গিয়ে দেখি। খুবই সুন্দর ফুলগুলো দেখতে। আর সেই ফুলের কুমড়া ধরেছে। আপনারা ছবিটিতে লক্ষ্য করে দেখতে পারবেন। ফুলগুলো আসলেই চমৎকার। আসলে ফুলগুলো দেখে। আমি ঝটপট মোবাইলটা পোকোট থেকে বের করে। কয়েকটা ছবি তুলে ফেলি। আমার ওই বন্ধু বলছে এই ছবি কি হবে। আমি বললাম আমি যে প্ল্যাটফর্মে কাজ করি তোকে আরেকদিন বললাম। সেখানে এই ছবিগুলো পোস্ট করব। বন্ধু বলল এইবার আমি বুঝতে পেরেছি। আমি বললাম এবার তুমি বুঝেছ। বলছে হ বুঝছি। তারপর তারপর আপনারা দেখতে পাচ্ছেন।

IMG_20241001_174058.jpg

উপরের ওই ছবিগুলোতে লক্ষ্য করলে। কয়েকটা কমলার ছবি আপনাদের মাঝে। তুলে ধরেছি। আপনাদের মাঝে খুবই সুন্দর লাগবে। আমি আশা করি ছবিগুলো আমার ফোন থেকে তোলা হয়েছে। এবং সেই ছবিগুলো খুবই চমৎকার ভাবে তুলেছি আমি। আমি ছবি তুলতে অনেক ভালোবাসি। কিন্তু আফসোস ভালো একটা ফোন নাই। থাকলে ছবিগুলো আরো চমৎকার ভাবে তুলতে পারতাম। আপনার তো দেখতে পাচ্ছেন ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে। কুমড়ো গোলা খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমি মাঝে মাঝে কুমড়া খেতে খুবই ভালোবাসি। তাই আমার আব্বুকে বলি। হাটে গেলে আব্বু কোমর নিয়ে আসবা। আসলে এইগুলা হলো এখনো ছোট আছে কুমড়ো গুলো। তাই দেখতে কেমন লাগছে। আরেকটু বড় হয়ে গেলে আরো সুন্দর লাগবে। কুমড়ো গুলো। খেতে খুবই ভালো লাগে। ওইটা আমার চাচার ভেড়ি চাচা কুমড়ো গাছ লাগাতে খুবই ভালোবাসি তাই চাচা অনেকগুলো কোন কুমড়ো গাছ লাগিয়েছে। আসলে চাচা অনেক পরিশ্রম করে। কখনো কখনো দেখি চাচা পুকুর থেকে পানি তুলে দিচ্ছে। আবার কখনো দেখি কিছু সার ছিটিয়ে দিয়েছে। আবার কখনো মাঝে মাঝে দেখি। চাচা ওই কুমড়ো গাছগুলায় মাঝে মাঝে বিষও দেয়। জেন কোন ধরনের পোকা না লাগে। তাই চাচা খুবই সুন্দর করে। কুমড়ো গাছগুলো যত্ন করে রাখে। এবং তিনি নিয়মিত দেখাশোনা করতে অনেক ভালোবাসেন। কারণ নিজের হাতের তৈরি জিনিস। খুবই ভালো লাগে যা কাউকে বলে বোঝানো যাবে না‌। তাই সেই কুমড়ো গুলো মাঝে মাঝে। চাচা সুন্দর করে তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। সেগুলোকে হাটে বিক্রি করতে নিয়ে যায়। আসলে এই এই এত সুন্দর একটি দৃশ্য আপনাদের মাঝে। তুলে ধরেছি আসলে সেই চাচার পুকুরে তার ছেলে।আসলে আপনারা ভালোভাবে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফুলগুলার ছবি আপনাদের উপরে ই প্রথম ছবিটি আমি দিয়েছি। যে ফুল গোলা থেকে ধীরে ধীরে সেগুলো বড় হতে থাকে। তারপর সেখান থেকেই। সেগুলো মোটা মোটা কুমড়া হয়ে যায়। আপনারা নিচের ছবিটি যে লক্ষ্য করে দেখতে পারবেন। যে কুমড়া গুলা কত ছোট এখন। আর কিছুদিন যাওয়ার পরে। কুমড়ো গুলো অনেক মোটা মোটা হয়ে যাবে। আর খেতেও অনেক স্বাদ লাগে এই কুমড়ো গুলো। যা আপনারা না খেলে এই কুমড়ার মত কখনোই বুঝবেন না। আর যাই হোক কথা না বাড়িয়ে। চলুন আজকের পোস্টে আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

IMG_20241001_174041.jpg

IMG_20241001_174157.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

51f9e9911f651d14046be005f81326db40e1e55f.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!