The feeling of having a picnic with friends.

in blurt-188398 •  3 months ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20241011_171108.jpg

So without further ado let's share today's post.

Wake up in the morning and have a light breakfast. Then I did not press the mobile because today is a holiday so I pressed the mobile a lot in the morning.After tipping the mobile, father says that my body is very sick, so you cut some grass from the field, Anga. After saying this, I went to my brother's house to call him. I see my brother sitting at home eating rice. i am I told my brother that I have to go cut the grass. Then Biya says come from home with Haisu Balu. I said this and went to my brother's house with the sand and the bag. After going to the brothers house I saw that my brother told me that the girl was holding a little girl. I called the girl and bought some chips from the shop. He also loves to eat chips. Saying this, I went home with the girl And brother cut the grass today, but he said that if you go there, you will find grass. So guess what he was saying to me. That said, my brother and I went there and saw d After wandering around we wandered and ate kusur for about two hours. Then today I did not want to cut the grass, I cut the grass. Then after cutting the grass we let the bananas ripen Banana game After eating the bananas, I came home and after coming home, I carefully stole the jasas. After kissing I go to get a haircut because we have school tomorrow and my hair is too big Abbu is gone and is just saying that his hair has grown too much. By taking money from father. I went to get a haircut. After I went to cut my hair, I saw two serials cut my hair after two serials I cut the hair on my head the way I saw a beautiful hair style haircut. And that cutting was cut today. Then come home and wash the cow I cleaned my head well and took a bath and then finished eating and drinking and came to you. You can see that if you look at my picture above. I stand alone, one in my eyes And you can see if you look at my hands. I had a ring and a black thing in my hand. Actually the thing with black hands was given to me by a friend while I was cooking. And you are good in his own image can that When I catch one, I think it's my friend's girlfriend. He was telling me that bro I will take a pic with you I said no problem take it saying you don't mind as if I said no problem pic If you look closely at the picture below, you can see that. I was sitting and taking pictures when a friend of mine was so devilish he came and shook me bare. What to do and he was taking pictures with me then do photography So that devil friend is also up with me. If you look closely you can see how GB is crazy.

IMG_20241011_161918.jpg

Also you can see that if you look carefully at your own picture. When we don't all get along was done Actually, I took the photograph, the photograph is slightly blurred. Because while dancing I was taking the picture by taking out the mobile phone from Pokot. And all my friends were dancing while we were having a picnic In fact, the fun of having a class picnic is different, those who have not had a class picnic will never understand this fun. School life is really fun if you can enjoy it. In fact, when writing about friends and girlfriends It cannot be explained to you. Maybe these days we will never get back these days of school. All will be a memory one day in the mobile phone. Also you can see the picture above me if you look closely Picked up, there are many big ponds and many flowers and trees around it, in fact, I am having a very busy time today, mowing the grass of this cow, cutting hair, many other works, and a tailing is being done. I am there, so have a very busy time.Anyway, without further ado, let's share the previous post with you. Tomorrow I will appear among you with a new post.

IMG_20241011_161843_1.jpg

সকালে ঘুম থেকে উঠে হালকা করে নাস্তা করে। তারপরে একটু মোবাইল টিপে নেই কারণ আজকে ছুটির দিন তাই একটু মোবাইল টিপলাম অনেক খুন ধরে সকালে। মোবাইল টিপার পর আব্বু বলে যে আমার আমার শরীর খুবই অসুস্থ তাই তুই মাঠে থেকে কিছু ঘাস কেটে নিয়ে আনগা। এ বলে আমি ভাইয়াকে ডাকতে গেলাম ভাইয়ার বাড়িতে। দেখি ভাইয়া বাড়িতে বসে ভাত খাচ্ছে। আমি ভাইয়াকে বললাম ভাইয়া যে ঘাস কাটতে যেতে হবে। তারপর ভাইয়া বলে বাড়ি থেকে হাইসু বালু দিয়ে চলে আয়। আমি এই বলে হাইসু বালু দিয়ে হাইসো আর বস্তা নিয়ে ভাইদের বাড়িতে চলে গেলাম। ভাইদের বাড়িতে যাওয়ার পর দেখি ভাইয়া আমাকে বলল যে মেয়েটা একটু কোলে নে আমি আবার একটু মেয়েটাকে কলে নিয়ে দোকান থেকে চিপস কিনে নিয়ে আনি। ও আবার খুব চিপস খেতে ভালোবাসে। এ বলে বাড়িতে মেয়েটা দিয়ে চলে গেলাম আমি আর ভাইয়া ঘাস কাটতে আসলে আজকে অনেক খাটনি হয়েছে ভাইয়া বলল ওইখানে গেলে ঘাস পাওয়া যাবে আসলে ভাইয়া ওখানে ঘাস কাটতে যায়নি। তাই আন্দাজে বলছিল আমাকে। তাই বলে আমি আর ভাইয়া গেলাম সেখানে যাওয়ার পর দেখি ঘাস ওখানে নাই। তাই বলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর প্রায় আমরা দুই ঘন্টা ধরে ঘোরাঘুরি করে এবং কুসুর খায়। তারপরে আজকে ঘাস কাটতে মন বলছিল না তাও কি করার ঘাস চারডি কেটেছিলাম। তারপরে ঘাস কাটার পর আমরা কলা পাকাতে দিয়ে এসেছিলাম সেই কলা খেলাম। তারপরে কলা গুলো খেয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর ভালো ভাবে যাসগুলো চুরিয়ে নিয়ে। চুড়িয়ে নেওয়ার পর আমি চলে যাই চুল কাটতে কারণ কালকে আমাদের স্কুল আর মাথার চুলটা অনেক বড় হয়ে গেছে আব্বু খালি বকছে যে চুল কেটে আসতে হবে চুল অনেক বড়ো হয়েছে। এ বলে আব্বুর কাছ থেকে টাকা নিয়ে। চলে গেলাম চুল কাটতে। আমি চুল কাটতে যাওয়ার পর দেখি দুইটা সিরিয়াল দুইটা সিরিয়ালের পর আমার চুল কেটে দিল। আমি সুন্দর একটি হেয়ার স্টাইল চুল কাটার দেখেছিলাম সেভাবে আমার মাথার চুলটা কেটে দিয়েছিল। আর ওই কাটিংটা আমি কবে থেকে কাটবো কাটবো আজকে কাটা হয়ে গেল। তারপরে বাড়িতে এসে গরুর গা টা ধুয়ে দিয়ে আমি ভালোভাবে মাথাটা পরিষ্কার করে গোসল করে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আপনাদের মাঝে। আপনারা আমার উপরের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমি একা একা দাঁড়িয়ে আছি, আমার চোখে একটা চশমা। আর আপনি আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। হাতে একটা আংটি এবং কালো একটা জিনিস করেছিলাম হাতে। আসলে কালো হাতের ওই জিনিসটা আমি রান্না করছিলাম তখন এক বান্ধবী দিয়েছিল। আর আপনি তার নিজের ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমার এক ধরতে গেলে ভাবি হয় আমার বন্ধুর গার্লফ্রেন্ড।

IMG_20241011_161840.jpg

সে আমাকে বলছিল যে ভাইয়া তোমার সাথে একটা পিক তুলব আমি বললাম সমস্যা নাই তোলো বলছে আপনি কোন মাইন্ড করবেন না যেন আমি বললাম সমস্যা নাই ছবি তুলে ফেলো। এই বলে আমি ছবি তুলে ফেললাম। পোকোট থেকে মোবাইলটা বের করে। আরো তার নিচের ছবিটিতে আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমি বসে ছবি তুলছিলাম তখন আমার এক বন্ধু খুবই শয়তান সে এসে আমাকে খালি নাড়ছিল। তাও কি করার আর আমার সাথে ছবি তুলছিল সে তখন ফটোগ্রাফি করে নিয়েছিল সাথে সাথে। তাই সে শয়তান বন্ধু তাও আমার সাথে উঠে পড়েছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে কিভাবে জিবি কেলিয়ে আছে। আরো আপনারা নিজের ছবিটি যে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। যখন আমরা সবাই মিলে নাচ্ছিলাম তখনই ফটো ফিরে পেটা তোলা হয়েছিল। আসলে ফটোগ্রাফি টা আমি তুলেছিলাম ফটোগ্রাফিটা হালকা ঘোলা ঘোলা হয়েছে। কারণ নাচতে নাচতে আমি ছবিটা তুলছিলাম পোকোট থেকে মোবাইলটা বের করে। আর আমার বন্ধু বান্ধবীরা সবাই নাচছিল আসলে আমরা পিকনিক করছিলাম ক্লাসের সবাই মিলে একসাথে আসলে ক্লাসের পিকনিক করার মজাই আলাদা যারা ক্লাসে পিকনিক করে নাই তারা এই মজাটা কখনোই বূজবেই না। আসলেই স্কুল জীবনটা খুবই মজার যদি আপনি উপভোগ করতে পারেন। আসলে বন্ধুদেরকে এবং বান্ধবীদেরকে নিয়ে লেখতে গেলে অনেক হয়ে যাবে যা আপনাদের বলে বোঝানো যাবে না। হয়তোবা এই দিনগুলো আর কোনদিন ফিরে পাবো না আমরা স্কুলদের এই দিনগুলো। সব একদিন স্মৃতি হয়ে থেকে যাবে মোবাইল ফোনে। আরো আপনারা আমার উপরে ছবিটি যে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছি তার আশপাশে অনেক বড় বড় পুকুর এবং অনেক ফুল গাছও আছে আসলে আজকে খুবই ব্যস্ত সময় পার করছি এই গরুর ঘাস কাটা চুল কাটা আরো অনেক ইত্যাদি কাজ এবং একটা টেলিং করছে আমি সেখানে তাই অনেক ব্যস্ত সময় পার করছি আজকে আমি। আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন আগের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

Screenshot_20241019-135515.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!