The feeling of doing student camp.

in blurt-188398 •  last month 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20241016_111005.jpg

So without further ado let's share today's post.

Waking up in the morning and then feeling better and fresher. After freshening up well, he did not finish his breakfast. And our school is in progress so get ready to go to school. I wear the school dress to go to school And they are good. After looking at the routine, I left home to go to school. After leaving home. As I walk down the street, I see all my friends standing for me I reached school and a friend was saying to me, friend, I have money, I said yes, I am telling you to sit and eat, I said, then take the money and bring it. Then that friend brought achar and we all shared it Give us a sample hour. After giving we are all ready to receive. We all will be better together. Then we all line up and go to class. Then come came And it killed us a lot. Actually it was not read because of our friends and girlfriends. In fact, everyone got scared when they saw it, so no one read it. Our school's tiffin is doing this After giving we went out to eat something after eating our junior boy told them to bring the ball from above office then he brought the ball then for long time we played football in tiffin and a One of my feet is broken. And I love to play football as I told you before. The biggest sport is my favorite sport, football. After playing football, the body was sweaty and then the ball was thrown I was sitting and eating the air of the fan. We were sweating a lot, so we sat down to breathe the air of the fan. A little later our class time goes by. Then our class started, we did the classes well A friend of mine was sitting in our place and was very abusive, so I gave him a discount. I have never seen such a beating. Maybe I could eat myrrh too. Arki fell on his back. By saying this or After coming home, I did a little work and tied the knot. I was fixing the turn. Because I bought another cow and brought it home, now there are two cows at home. So a little work at home and my friends from school I went and talking about eating Jilapi, we were all eating myr in our class. After finishing the bath, I had a light meal and my friends were sitting on my back. Let's eat Jilapi rice I ate the rice and left after going a long way with my friends. We eat something from the shop and then we go inside and see a lot of people there. And everyone will be many people. So we went and had Jilapi first We were sitting in the shop chatting with friends, four of us went. A little later, he gave the Maghrib call to prayer. I and one of my friends went to pray the Maghrib prayer together. And the two of them did not go, I was sitting on the floor.Come home soon. Then they call my phone again. Then you go and call him and eat Bara and Singara and eat twelve thousand rupees with him. Dizziness after eating for a long time Not without talking. When I come to the store, my friend asks me to eat something or my friend and I say that I will not eat anything and I say that it is better to drink. Jorda Di immediately brought the drink from a friend's shop Every day after Maghrib we go to study private, today we were not wearing private. So there is no more pain, the pain is less. After coming home, after eating a little rice khelam, they smeared the cow's legs I have come to you in such a busy time, so I also like to be with you. In fact, school is a class, so more time has to be spent there for reading, there are other tasks, etc. up We do student camps so there was a meeting there. And you can see it in the first picture. That brother is an imam of a mosque and he loves me very much and he talks about Islam.

IMG_20241016_133022.jpg

IMG_20241016_111211.jpg

Maybe it would have been better if you had listened, you would not have gold anymore. Also, if you look closely at my own pictures, you can see that the pictures are of food.You can see well that we have made khichuri all time and meat inside the khichuri. And the cooking was very delicious. Also you noticed well in your picture Some books were a surprise because I didn't get those books. I wanted to answer the question but the others raised their hands before me so what else did they say me and her are inside.While giving them a surprise, I quickly took out the mobile phone from the pocket and took some photographs on the mobile phone, which you can see if you notice. See more if you look closely at the image below So he also got that privilege. And that brother gave a very beautiful speech. Actually, I didn't know there, I was very busy with work and our school was running with one of my brothers And it was very nice to go there. The elder brothers were talking very nicely and you can see that the garlands were hanging all around. I did not take out the mobile phone from Pokot and take photographs. And you are below him You can see that I had a friend next to me and he was sitting next to me and I took a selfie. Spent a few moments with a friend there and I got the mobile out of Mugg Pokot The sieve is pulled. And you can see that I have taken many photographs of student camps and I love to speak. And if there five times prayer is offered and Islamic matters are discussed. who ever In fact, I am having a busy time. You can see how busy I have been. In fact, if you have school, you must have a busy time, and sports are part of it.Went and served light breakfast for us. And it is very nice to do them, if they are with them, they pray five times and discuss Islamic words and do not raise bad language from their mouths.Anyway, without further ado, let's share it with you in today's post. Tomorrow I will appear among you with a new post.

IMG_20241016_132229.jpg

সকালে ঘুম থেকে উঠে তারপর ভালো হয়ে ফ্রেশ হয়ে নেই। ভালোভাবে ফ্রেশ হওয়ার পর সকালের নাস্তাটা শেষ করে নি। আর আমাদের স্কুল চলছে তাই স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায়। স্কুল ড্রেসটা পরেই আমি স্কুল যাওয়ার জন্য বই পত্র গুছিয়ে সবকিছু রেডি হয়ে থুয়ে দেই। এবং সেগুলো ভালোভাবে। রুটিন দেখে কিলাসের বই কয়ডা গছেনি এরপর আমি স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর। রাস্তায় যেতে যেতে দেখি আমার বন্ধুরা সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে রাস্তায়। বন্ধুদের সাথে চলে গেলাম স্কুলে যাওয়ার পর কিছুক্ষণ পরে স্কুলে পৌঁছে গেলাম এবং আমার কাছে এক বন্ধু বলছিল বন্ধু টাকা আছে আমি বললাম হ্যাঁ আছে বসে আছাড় খেতে মন বলছে আমি বললাম তাহলে টাকা নিয়ে যা নিয়ে আয়। তারপরে সেই বন্ধুটা আছার নিয়ে এলো আমরা সবাই মিলে ভাগ করে খেলাম আচারটা। খাওয়ার পর আমার স্কুলের ভেতরে ঢুকে গেলাম যাওয়ার পর। ক্লাসে বসতে না বসতে দেখি আমাদের এসেম্পেলের ঘন্টা দিয়ে দেও। দেওয়ার পরে আমরা সবাই আছি পেলেই করার জন্য রেডি হয়ে যায়। আমরা সবাই মিলে ভাল হবেই আশেম পিলিটা করি এটা করে নি। তারপর আমরা সবাই লাইন ধরে ক্লাসে চলে যায়। তারপরে আমাদের ক্লাস নিতে স্যার আসে আসলে আমাদের প্রথম ঘণ্টায় আজকে আমাদের অনেক করা একটা স্যার এসেছিল। আর আমাদেরকে খুবই মেরেছিল। আসলে আমাদের বন্ধুদের এবং বান্ধবীদের কারণে পড়া হয়েছিল না। আসলে সেই সারাটা কে দেখলে সবাই ভয় পেয়ে যায় তাই কারোর পড়া হয়েছিল না। এই করতে করতে আমাদের ইস্কুলের টিফিন দিয়ে দেয়। টিফিন দেয়ার পর আমরা বাইরে কিছু খেয়ে আসি খেয়ে আসার পর আমাদের জুনিয়র একটা ছেলে তাদের বলি উপর থেকে বল টা নিয়ে আনো অফিস থেকে তারপরে সে বলটা নিয়ে আনে তারপর অনেকক্ষণ ধরে আমরা ফুটবল খেলা করেছিলাম টিফিনে আর আমি প্রথমে বলটা জোরে মেরে আমার পায়ের একটা চারা ভেঙ্গে গেছে। এবং আমি ফুটবল খেলা খেলতে খুবই ভালোবাসি যা আপনাদের আগেই অনেক আগে বলেছি। সবচেয়ে বড় খেলা হলো আমার কাছে প্রিয় খেলা ফুটবল। ফুটবল খেলার পর গা ঘেমে গিয়েছিল তারপর বলটা উপরে দিয়ে আসি ভালোভাবে ফ্রেশ হয়নি। হওয়ার পর ক্লাসে গিয়ে আমরা ফ্যান চালু করে দিয়ে। বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছিলাম। আমাদের অনেক গা ঘেমে গিয়েছিল তাই ফ্যানের বাতাস খাচ্ছিলাম বসে বসে। তার একটু পরে আমাদের ক্লাসের ঘন্টা দিয়ে যায়। তারপর আমাদের ক্লাস শুরু হয়ে যায় আমরা ভালোভাবে কিলাস গুলো করে নি। কিন্তু আমাদের ক্লাসের ছেলে পেলে সবাই খুব শয়তানি করে। তাই আমাদের এই একদম সেষ ঘন্টায়। আমাদের জায়গায় বসে বেয়াদবি করছিল খুবই আমারই এক বন্ধু তাই তাকে আমাদের একটা ছাড় খুবই মেরেছিল এরকম মার হয়তোবা আমি কোনদিন দেখিনি। হয়তোবা মাইরটা আমিও খেতে পারতাম। ওর পিঠে পড়ে গেছে তাই আরকি। এই বলে বাড়িতে চলে এলাম স্কুল ছুটি হওয়ার পর। বাড়িতে আসার পর একটু কাজ করি বিশালি বাঁধছিলাম। পালাটা ঠিক করছিলাম বিছালী। কারন আর একটা গরু কিনে নিয়ে এলাম বাড়িতে দুইটা গরু হয়ে গেল এখন বাড়িতে। তাই একটু বাড়িতে খুবই কাজ এবং আমার বন্ধুরা স্কুল থেকে বলছিল আমাদের পাশের গ্রামে আজকে আবার শোভা। তাই সেখানে আমরা জিলাপি খেতে গিয়েছিলাম আর জিলাপি খাওয়ার কথা বলতে বলতে আমাদের ক্লাসে মাইর খেয়ে ছিলাম আমরা সবাই। তারপরে গোসলটা শেষ করে নিয়ে হালকা করে ভাত খেয়ে নেই আর বন্ধুরা আমার পিঠের উপরে বসে আছে। চলো চলো জিলাপি খেতে হবে ভাত অল্প করে খা। আরে কি কোন রকম ভাবে ভাতটা খেয়ে চলে গেলাম বন্ধুদের সাথে অনেক দূর যাওয়ার পর। আমরা দোকান থেকে কিছু খাই তারপরে আরো সবার ভেতরে যাই গিয়ে দেখি সেখানে অনেক লোকজন। আর কি সবাই তো অনেক লোকজন হবেই। তাই আমরা গিয়ে আগে জিলাপি খেয়ে নিলাম জিলাপি খাওয়ার পর। আমার দোকানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম বন্ধুদের সাথে আমরা চার বন্ধু গিয়েছিলাম। তার একটু পরে মাগরিবের আযান দিয়ে দেয় আমি আর আমার এক বন্ধু মিলে মাগরিবের নামাজ পড়তে যায়। আর ওরা দুইজন গেল না ফাকায় বসে ছিলাম। এ বলে সেখানে নামাজটা শেষ করে। চলে এলাম বাইরে এবং দেখি আব্বু আমার ফোনে ফোন দিচ্ছে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। তারপরে দেখি ওরা আমার ফোনে ফোন দেয় আবার। তারপর চলে যায় তুই ওকে ডেকে নিয়ে এনে বড়া খাই এবং সিঙ্গারা খায় তার সাথে সাথে বারো হাজার টাকা খায়। অনেকক্ষণ খাওয়ার পর ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আসার সময় আমাদের এক বন্ধু ওই গ্রামে বাসা আমাদের অনেক খেয়েছিল । এবং সেই বন্ধুটা অনেক প্রিয় একটা বন্ধু তার কথা না বললে নয়। এ বলে দোকানে আসার সময় বন্ধুকে আমাকে বলে কিছু খাবা নাকি বন্ধু আর আমি বলি কিছু আর খাব না আমি বললে একটা পান হলে ভালো হয়। বন্ধুর দোকান থেকে সাথে সাথে পান নিয়ে এনে দিল মিশ্রিটি জর্দা দিয়ে। এবং পানটা খুবই সুস্বাদু খেয়ে নিলাম। তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে আসার সময় আমি আবার প্রতিদিন মাগরিবের পর প্রাইভেট পড়তে যাই আজকে আমাদের প্রাইভেট টা পরিয়া ছিল না। তাই একটু কষ্ট আর হলো না কষ্টটা কম হলো। বাড়িতে চলে আসার পর হালকা করে একটু ভাত খেলাম খাওয়ার পর গরুর শানিগুলো মাখিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালোভাবে ফ্রেশ হয়ে চলে গেলাম আপনাদের মাঝে আর আজকে খুবই ব্যস্ত সময় পার করছি যা আপনারা তো দেখতেই পাচ্ছেন। এত ব্যস্ততার ভিতরে আপনাদের মাঝে চলে এসেছি তাই আমারও খুবই ভালো লাগে আপনাদের সাথে থাকতে। আসলে স্কুল কি ক্লাস হয় তাই আরো সময়টা ওখানেই দিতে হয় পড়ার কাজে আরো অন্যান্য কাজ তো আছেই তা ইত্যাদি ইত্যাদি। আপনারা আমার উপরের ছবিটিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমরা ছাত্রশিবির করি তাই আর কি ওখানে একটা মিটিং হয়েছিল। আর আপনারা যেই প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছেন। সেই ভাইটি একটা মসজিদের ইমাম সাহেব আসলে তিনি আমাকে খুবই ভালোবাসেন এবং তিনি ইসলামের কিছু কথা আলোচনা করেছিল আমাদের মাঝে যা আমাদের শুনতে খুবই ভালো লেগেছিল। হয়তোবা আপনারা শুনলে আরো ভালো হতো আপনাদের তো আর সোনা নো যাবে না। আরো আপনি আমার নিজের ছবি দিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে খাবারের ছবি।আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন যে আমাদের অলটাইম করে খিচুড়ি এবং তার ভিতরে মাংস দিয়েছিলঢ খেচূড়ির ভিতরে। এবং যা রান্নাটা অনেক খুবই সুস্বাদু হয়েছিল।

IMG_20241016_132321.jpg

আরো আপনারা নিজের ছবিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের বড় ভাইরা একটা কাজ করছিল যে কিছু প্রশ্ন করবে উত্তর দিতে পারবে তাদের জন্য কিছু বই ছিল সারপ্রাইজ সে বইগুলা অনেক মূল্য আমি তো পেয়েছিলাম না। আমি প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু আমার আগে অন্যরা হাত তুলে দিয়েছিল তাই আর কি তারাই বলল আমি আর তার ভিতরে পাল্লাপাল্লি করেছিলাম না। আসলে আমি দেখছি ছবিগুলো খুবই ভালো হয়েছে এবং তাদের সারপ্রাইজ দেয়ার সময় আমি পোকোল থেকে মোবাইলটা বের করে তাড়াতাড়ি করে মোবাইলে কিছু ফটোগ্রাফি বন্ধি করে নি যা আপনারা লক্ষ্য করলে দেখতে তো পারছেন। আরো নিচের ছবিটিতে আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আরেক আমার এক বড় ভাই কালো জুব্বা করে সে ভাইটি অনেক আগে থেকে ছাত্রশিবির করে তাই সেও সেই সেই প্রাইয়জিটি পেয়েছিল।আরকি আর সেই ভাইয়াটা খুব সুন্দর করে বক্তব্য দিয়েছিল। আসলে আমি ওখানে জানতামই না খুবই কাজের ভেতরে ব্যস্ত ছিলাম এবং আমাদের স্কুল চলছিল আমার এক ভাইয়ের সাথে খুব ভালো মিল । সেই ভাইয়াটা আমার কাছে ফোন দিয়ে বলে তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি আমাদের বাড়ির সামনে চলে এসো তাই আর কি তার কথা রাখতে সেখানে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর কথা বলছিল বড় ভাইয়েরা আর আপনার তো দেখতে পাচ্ছেন চারিদিকে সালনা টাঙ্গিয়ে ছিল। আমি পোকোট থেকে মোবাইলটা বের করে ফটোগ্রাফি করে নি। আর আপনারা তার নিচের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পাশে একটা বন্ধু ছিল আমার সাথে পরে সে আমার পাশে বসে ছিল সে আর আমি একটা সেলফি তুলি আপনার তো দেখতেই পাচ্ছেন। বন্ধুর সাথে কিছু মুহূর্ত কাটিয়েছিলাম সেখানে আর আমি মুগ পোকোট থেকে মোবাইলটি বের করে সাথে সাথে সেলফি তুলে নেই। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের মাথার উপরে ছালনা টাগানো আছেই। আর আপনারা তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফটোগ্রাফি করেছি ছাত্র শিবিরের আর আমি স্পীকার করতে খুবই ভালোবাসি। এবং সেখানে থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় এবং ইসলামী কথা আলোচনা করা হয়। যারা এটা করে না তারাই মজাটা বোঝে না কোনদিন। আসলে আর ব্যস্ত সময় পার করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন কত ব্যস্ত সময় পার করার মধ্য দিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আসলে স্কুল থাকলে একটু ব্যস্ত সময় পার করতেই হবে এবং তার মধ্যে থেকে খেলাধুলা তো আছে। খুবই ভালো লাগছিল সেইদিন ছাত্র শিবির করতে গিয়ে এবং আমাদের জন্য হালকা পাতলা নাস্তার দিয়েছিলাম। আর এগুলো করতে খুবই ভালো লাগে এগুলোর সাথে থাকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় এবং ইসলামী কথা আলোচনা করা হয় এবং মুখ থেকে খারাপ ভাষা বাড়াই না। আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন আজকের পোস্টে আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!