The feeling of having a picnic with friends.

in blurt-188398 •  2 months ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

IMG_20241011_135746.jpg

So without further ado let's share today's post.

Wake up in the morning and wash your hands and face and feel fresh. Have a light breakfast at home. In fact, I did not sleep much at night. Because I was on the roof all night with my friends. And you understand, friends. Together together Actually that night we did not sleep because of our friends. Because someone like that someone gave him a peel and someone else was punching him. In fact, if you are with these friends, you can understand that there is a chat with the devil. But that night Not a single drop fell on the eyelids during the night. So I didn't sleep much at night. This morning I came home to dust. Wash hands and face afterwards. I call my friends again. Get up so early. Then the forest All the friends were standing there by the pool. In fact, I couldn't close my eyes all night. Again, all friends are devils together. After waking up in the morning, we all went to the box. go Where we were playing boxing. Then we have Boxer RCRs all in one place. So I brought them there. After arriving, everyone did not fix the current line quickly together. Then the box started playing Fish is cultivated there. That's why you call me brother, little brother. You don't play the box anymore. I said why bro. Brother, I will feed the fish in the pond. Plays a little later. i am When the food is served you have no problem. I said ok bro. With this we closed the box for a while. Then we give the box again after a while. Then all the friends together We had girlfriends. In fact, we would be nothing without our girlfriends. Because we didn't give anything for nothing. All girlfriends have brought together. In fact, their importance is much greater than ours.

IMG_20241010_102259.jpg

IMG_20241011_135711.jpg

If you all come with a little money, we will all be close. Then a little later I saw that they came with money. In fact, their girlfriends were very interested. So our picnic and party went well. own I was cooking and my girlfriends were at my house. was helping me It should never be said these days. Going on a picnic with friends will be all fun yorky jokes. And all of our friends are old.Actually I don't like those hassles. So I don't have a girlfriend. Almost everyone else has it. Hey, you can see that time. When I was standing to oil the meat, one of my girlfriends said a picture.I don't know what he's saying to me. Then I immediately understood that it is okay to take pictures. Then give it to me. He says give me your phone. Then I took out my phone and took those pictures Three are standing talking to their girlfriends and one is chatting inside them. Actually everyone has a girlfriend except me. It would be better if you give the picture below to see if you notice. When we all by doing I wanted to take pictures so I didn't take any pictures. Then he immediately tells me that he did not take the picture of his girlfriend and gave the Jane story. I said oh no I won't. Actually the pictures are a bit blurry. Windows and doors.A friend is playing the guitar. Actually the girlfriends house had a guitar so it was hers. Bring your brother's guitar and say you play it. Then a friend of mine loved to play the guitar again so he was playing the guitar. Actually friends We are all counting money together. In fact, the fun of partying with friends is different. And without further ado let's share today's post with you. Tomorrow with a new post

IMG_20241010_102330.jpg

IMG_20241011_135744.jpg

সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। বাড়িতে হালকা করে নাস্তা করি। আসলে রাতে খুব একটা ঘুম হয়নি। কারণ বন্ধুদের সাথে একসাথে সারারাত ছিলাম ছাদে। আর আপনারা তো বুজতেই পাচ্ছেন বন্ধুরা। একসাথে মিলে থাকলে সেখানে ঘুম কোনদিনই হবে না রাতে। আসলে সেই রাতে আমাদের বন্ধুদের কারণে ঘুম হয়নি। কারণ কেউ এরকমই কেউ একে খোসা দিয়েছে আবার আবার কেউ ওকে খোঁচা দিচ্ছিল। আসলে এই বন্ধুদের সাথে থাকলে শয়তানের আড্ডা হয় আপনারা তো বুঝতেই পারছেন। তবে সে রাতে কষ্ট মসটো করে। একসাথে সবাই মিলে ছাদের উপরে সারারাত ছিলাম বন্ধুদের সাথে রাতে এক ফোঁটাও তো চোখের পাতা পড়ে নি। তাই রাতে খুব একটা ঘুম হয়নি।। এই সকাল বেলায় ধুলতে ধুলতে বাড়িতে আলাম তারপর। হাত মুখ ধুয়ে তারপরে। আমি আবার বন্ধুদের কাছে ফোন দিই। এত তাড়াতাড়ি উঠে পড়। তারপর বন্ধুরা তাদের উঠে পড়ে। এই বলে সবাই মিলে একসাথে। আমি ফোন দিয়ে বলি তোরা আমাদের পুলের এখানে দাঁড়ায়। তখন বন্ধুরা সবাই পুলের ওখানে দাঁড়িয়ে ছিল। আসলে কি আর করার সারারাত চোখের পাতা এক করতে পারিনি। তাও আবার সব বন্ধুরা শয়তান বলে একসাথে। এ বলে সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে বক্সের ওখানে চলে যায়। যাওয়ার পরে সেখান থেকে দরজা চাবিটা দিয়ে খুলি তারপর আমরা সেখান থেকে বক্সগুলো বাইর করে। আমরা যেখানে বক্স বাজায় ছিলাম। তারপর আমরা সেখানে বক্সার আরচিআরগুলো সব এক জায়গায়। তাই সেগুলো ওখানে নিয়ে এলাম। আসার পর সবাই মিলে একসাথে কারেন্টের লাইনটা তাড়াতাড়ি ঠিক করেনি। তারপরে বক্স বাজাতে শুরু করে দেয়। তারপরে কিছুক্ষণ পর একটা লোক এসে আমাকে বলে কারণ ওখানে মাছ চাষ করা হয়। তাই বলে আমাকে ভাইয়া ছোট ভাইয়া। তোমরা এখন বক্স আর বাজিও না। আমি বললাম কেন ভাইয়া। ভাই আমাকে বলতে পুকুরে খাতি দেব মাছের এই জন্য তোরা আর বুকটা যেন বাজাইস নি। একটু পরে বাজায়। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে তোমরা একটু পরে বাজাবো বক্স। ভাই এখনো পুকুরে মাছের খাবার দেওয়া হয়ে গেলে তোমরা ভালো সমস্যা নাই কোন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই বলে আমরা বক্স বন্ধ করেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর আমরা একটুখানি পরে আবার বক্স দিয়ে দেয়। তারপর বন্ধুদের সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিয়েছিলাম আর সবাই নাচছিলাম একসাথে আসলে বন্ধুদের সাথে পিকনিক করার মজা আলাদা। এবং তার সাথে আছে আমাদের বান্ধবীরা ছিল। আসলে কি আমাদের বান্ধবীরা না থাকলে আমাদের কোন মতেই কোন কিছুই হতো না। কারন আমরা কোন চাইল খরি কিছুই দেইনি। সব বান্ধবীরা মিলে নিয়ে এসেছে। আসলে আমাদের চেয়ে তাদের গুরুত্বটা খুব বেশি। তারপর আবার সেখান থেকে সবাইকে ফোন দিয়ে বলি। যে আমাদের কিছু টাকা শর্ট পড়েছে। তোরা সবাই অল্প কিছু করে টাকা নিয়ে এলেই আমাদের সব কলোজ হয়ে যাবে। তারপর একটু পরে দেখি তারা টাকা নিয়ে চলে এসেছে। আসলে ওদের বান্ধবীদের আগ্রহ ছিল খুবই বেশি। তাই আমাদের পিকনিক ও পার্টিটা ঠিকভাবে হলো। আপনারা তো উপরের ছবিতে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমি রান্না করছিলাম আর আমার পাজরে আমার বান্ধবীরা। আমাকে হেল্প করছিল। তা কখনোই বলার কথা না এ দিন গুলো। বন্ধুদের সাথে পিকনিক করতে গেলে মজা ইয়ার্কি ঠাট্টা সবকিছু হবে। আর আমাদের বন্ধুদের মধ্যে সবাইরি পিরাই গার্লফ্রেন্ড আছে। তার মধ্যে থেকে আমি একজন হতভাগা আমার কোন গার্লফ্রেন্ড নাই। আসলে আমি ঐসব ঝামেলা পছন্দ করি না। তাই আমার গার্লফ্রেন্ডও নাই। প্রায় তাছাড়া সবাইরি আছে। আরে সেই সময় আপনি তো দেখতে পাচ্ছেন।যে আমি তখন মাংসের তেল দেয়ার জন্য দাঁড়িয়ে তখন আমার এক বান্ধবী বলে একটা ছবি তুলে দেই। আমি আসলে সব বান্ধবীর সাথে খুব একটা কথা বলি না। বান্ধবীর সাথে আমি কথা বলি না। আমি জানিনা আমাকে সে বলছে যে একটা ছবি তুলে দেয় । তখন আমি সাথে সাথে বুঝে ঠিক আছে ছবি তোলো। তাহলে আমার কাছে দিয়ে দিও। বলছে আপনার ফোনটা দেন। তারপর আমার ফোনটা থেকে বের করে দিলাম তারপরে সেই ছবিগুলো তুলে দেয়। আর আপনারা তো দেখতে পাচ্ছেন আমার পেছনে। তিনজন দাঁড়িয়ে আছে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে আর একজন তাদের ভিতর আড্ডা দিচ্ছে। আসলে সবারই গার্লফ্রেন্ড আছে শুধু আমার বাদে। আপনার নিচের ছবি দিতে ভালো হবে লক্ষ্য করলে দেখতে পারবেন যে। আমরা যখন সবাই মিলে একসাথে বসে টাকার হিসাব করছিলাম। তখন এই আমার মোবাইল টা পুকোট থেকে বের করে। ছবি তোলার ইচ্ছা ছিল তাই আমি তখন কিছু ছবি তুলে নেই। তারপর সাথে সাথে আমাকে বলছে বান্ধবীর ছবি তুলে জেন স্টোরি দিবেনি। আমি বললাম আরে না আমি দেব না। আসলে ছবিগুলো একটু ঘোলা ঘোলা হয়ে গেছে। জানলা দরজা সব বন্ধ ছিল তাই আর কি। আর আপনি ভালো হবেন লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার এক বন্ধু গিটার বাজাজছে এক বন্ধু। আসলে বান্ধবীদের বাড়িতে গিটার ছিল তাই সে তার। তোর ভাইয়ের গিটারটা করে এনে বলে তোরা বাজা। তখন আমার এক বন্ধু আবার গিটার বাজাতে খুব ভালোবাসি তাই সে গিটার বাজাচ্ছিল। আসলে বন্ধু বান্ধবের সাথে সে দিনগুলো আর কোনদিন ফিরে পাব হয়তো বা কিন্তু আর এরকম মজার আর হবে না। আর আপনারা তো কিছু ছবিতে ভালো লক্ষণ দেখতে পারবেন যে সবাই মিলে টাকা হিসাব করছি। আসলে আসলে বন্ধু বান্ধবিদের সাথে পার্টি করার মজাই আলাদা। আর যাইহোক কথা না বাড়িয়ে চলুন আজকের পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক।আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

IMG_20241010_102301.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  2 months ago  ·  

It is clear from your picture. You are with friends in an empty place. They are organizing a picnic in the open field very nicely. In fact, the fun of having a picnic in the open with friends is different. At the same time, it appears that a brother is playing the guitar and listening to you. It is also a very happy thing.