The feeling of spending tiffin time with friends.

in blurt-188398 •  4 months ago 

Assalamualaikum how are you all blurt spaceCommunity I am @hossain4152 from Bangladesh.

GSsptUUyESRWABabFDHoYXMlx0k.jpg

So without further ado let's share today's post.

Wake up in the morning and have a light breakfast. I came to you. With a new post. Anyway let's stop talking. Let's share today's post with you. Have breakfast in the morning.I was leaving for school. Then a friend of mine came to me. Say by message. Shall I go to school today, my friend? I said why not go. He said ok friend. I said yes get ready soon. Saying this Yo said you stay at home boy. I am coming to your house. Saying this, I did not want to dress. I see my friend has come home. Then friend on my mobile. Tik Tok videos are something else. Was watching more etc etc. I am I said I don't like it so I put it down friend. I said this to my friend. Mobile has no MB. I said that I did not read MB on my friend's mobile phone. See we have wifi at home. Friends on the roof I said look you turn on WiFi and see it will be done. This is me and my friend together. There were some biscuits in the fridge. I brought it to eat. He and I were eating biscuits. In fact, it feels good when friends come home. actually In the image above. My friend and I were talking together at school. But don't take your phone to our school. I also took it secretly. inside the bag Then take out the mobile. Tell a friend you are mine My friend stood beside me. And I immediately took a selfie. Then the friend said what to do with the pictures. I said friend I work on a platform. There will be these pictures. Friend said ok. I said Friend said ok then no problem. I will do what I think. hey friend what do i do A post will be written today with the pictures. Friend said ok. I said yes friend. Forest says yes Later I sent one to the shop. Friends who say no. A little bit of us so. I told him you do a job. Friend said what to do quickly. I said that we have cantonment. Three packs from there After telling the friend, the friend went to the shop. See you later. The friend left the shop. Actually with friends. The moments spent are very good. And I don't think I'll ever get those days again. And how many Let's see we will get up to class nine and after a few days. This is how we passed Six Seven. After class eight, I will go to class nine. This is how we see. School life will pass. really sku Never to be forgotten. Maybe everyone will forget.

G9DYzfDaoPAqIAVFbnezoKTiL0y.jpg

I will never forget my friends. Actually school life friends are the best friends. Because after we give SSC exam. Who will go where? It's someone Some are thinking of going abroad from now on. Actually you can see it. Some of which are in the pictures below. Our board is the white board. Actually Sarra writes there. Gets a very good feeling. so This is why the white board is brought to us. In fact, white boards seem to come in all schools. And you can see how many books are kept on the benches. The friends have actually kept here only the books of the boy friends and nothing else They go to the comment room. And we eat biscuits. I see a call next to us. I saw there a friend went to drink water with a bottle. I told my friend again. That friend has finished drinking your water. one of us Then give us water to drink. My friend said it's okay, I'll wait. And you can see it. What we know is crooked. Because Beka kept Beka. Outer half seen Half seen.I love spending time with my friends. In fact, if you don't go to school, you don't understand that it's so much fun. School life is a very interesting day for those who don't go to school. They just didn't understand this fun. Actually another time.Singara Khawar Palla Palli. My face burns. I have not been able to eat rice for two or three days. That day is the day of school fair. So three friends together. I was buying fifteen singaras. It was very hot. And Actually the singaras were very hot. Which seems to be taken inside the mouth. The face is burning immediately. And singara to eat. My eyes and nose were watering.In fact, to eat with friends. While eating the singaras. I ate very happily. But while eating it hot, his face got burnt. Actually I like to eat Singara very much. and with a friend If taken, those pictures would have been shared today. One day our mobile phones were taken away from everyone due to carrying mobile phones. And the cane houses were killed two by one. And since then no one goes to school on mobile anymore.

GV_MHSbTzTmwYgoBhtoiRYZef0v.jpg

সকালে ঘুম থেকে ওঠে হালকা করে নাস্তা করে। চলে এলাম আপনাদের মাঝে। নতুন একটি পোস্ট নিয়ে। আর যাই হোক কথা না বাড়িয়ে চলুন। আজকের পোষ্টটি আপনাদের মাঝে শেয়ার করা যাক। সকালে খাওয়া দাওয়া করে। স্কুলের জন্য রওনা হছিলাম। তখন আমার এক বন্ধু আমার কাছে। মেসেজ দিয়ে বলে। আজকে কি স্কুলে যাবি বন্ধু।আমি বললাম যাব না কেন যেতেই হবে। ও বললো আচ্ছা তাই বন্ধু। আমি বললাম হাঁ তাড়াতাড়ি রেডি হয়েনে। এই বলে আমি ড্রেস করেছিলাম। ও বলল মেসেজ দিয়ে। য়ো বললো তুই বাড়িতেই বয়। আমি তোদের বাড়ি আসছি। এই বললে আমি ড্রেস না করতে করতে। দেখি বন্ধু আমার বাড়ি চলে এসেছে। তারপরে বন্ধু আমার মোবাইলে। টিক টক ভিডিও আরো অন্য কিছু। দেখছিল আরো ইত্যাদি ইত্যাদি। আমার মোবাইল বন্ধুর কাছে বিয়ে দিয়েছিলাম। তখন বলল যে তোর মোবাইল তো ভালো ভালো টিকটকিই আছে বন্ধু। আমি বললাম এমনিতে ভালো লাগে না তাই বন্ধু নামিয়ে রাখি। এই বলে বন্ধু বন্ধুকে আমাকে বললাম। মোবাইলে এমবি নাই। আমি বললাম বন্ধু মোবাইলে তো এমবি পড়িনি আমি। দেখ আমাদের বাড়িতে ওয়াইফাই আছে। ছাদের উপরে বন্ধু আগে থেকে বলবি না। আমি বললাম দেখ তুই ওয়াইফাই চালু কর দেখ হয়ে যাবে। এ বলে আমি আর বন্ধু মিলে। ফ্রিজে কিছু বিস্কুট ছিল। আমি এনে থুয়েছিলাম খাওয়ার জন্য। ও আর আমি বিস্কুট খাচ্ছিলাম। আসলে বন্ধু এলে ভালই লাগে বাড়িতে। আসলে বন্ধু না থাকলে নয়। তাই আমার কিছু বন্ধু আছে সব সময়। আমার সাথেই থাকে। আপনার তো দেখতে পাচ্ছেন। উপরের ছবিটিতে। আমি আর বন্ধু মিলে বসে গল্প করছিলাম স্কুলে। কিন্তু আমাদের স্কুলে ফোন নিয়ে যাওয়া বারোন। তাও আমি লুকিয়ে নিয়ে গিয়েছিলাম। ব্যাগের ভেতর করে। তারপরে মোবাইলটা বের করে। বন্ধুকে বলি তুই আমার পাশে দাঁড়া। একটা সেলফি তুলি। বন্ধু আমার পাশে দাঁড়িয়ে থাকলো। আর আমি সাথে সাথে সেলফি তুলে ফেললাম। তখন বলল বন্ধু ছবিগুলো কি করবা। আমি বললাম বন্ধু আমি একটা প্লাটফর্মে কাজ করি। সেখানে এই ছবিগুলো লাগবে। বন্ধু বললো আচ্ছা তাই। আমি বললাম হা বন্ধু লাগবে তো। বন্ধু বললো আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই। আমি আমি মনে করছিলাম কি মনে হয় করবি। আরে বন্ধু আমি কি করবো। ছবিগুলো দিয়ে একটি পোস্ট লেখা হবে আজকের। বন্ধু বলল আচ্ছা তাই। আমি বললাম হ্যাঁ বন্ধু। হ্যাঁ বলে বন্ধুর সাথে। অনেকক্ষণ ধরে গল্প করছিলাম একসাথে বসে। পরে একজনকে দোকানে পাঠালাম। বললা না শুনে যা বন্ধু। আমাদের মধ্যে একটু ছোট তাই। ওকে বললাম তুই একটা কাজ কর। বন্ধু বললো কি কাজ বল তাড়াতাড়ি। আমি বললাম আমাদের যে ক্যান্টনমেন্ট হয়েছে। সেখান থেকে তিন প্যাকেট ডি লাইট বিস্কুট নিয়ে আয়। বন্ধুকে বলার সাথে সাথে বন্ধু দোকানে চলে গেল। তারপরে দেখি একটু পরে। বন্ধু দোকান থেকে চলে এলো। আসলে বন্ধুদের সাথে। কাটানো মুহূর্তগুলো খুবই ভালো লাগে। এবং মনে হয় না এই দিনগুলো আর কোনদিন পাবো। আর কয়টা দিন পরে আমরা আবার। উঠে যাব ক্লাস নাইনে আর এইটের ক্লাস গুলো ফিরে পাবোনা। দেখতে দেখতে আমরা ক্লাস নাইনে উঠে পড়বো আর কয়টা দিন পরে। এইভাবেই আমরা সিক্স সেভেন পার করে চলে এলাম। ক্লাস এইটে এরপর চলে যাব ক্লাস নাইনে। এইভাবে আমাদের দেখতে দেখতে। স্কুল জীবন পার হয়ে যাবে। আসলেই স্কুলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো। কোনদিন ভোলার কথা নয়। হয়তোবা সবাই ভুলে যাবে কিন্তু। আমি কোনদিন বন্ধুদের ভুলতে পারবো না। আসলে স্কুল লাইফের বন্ধুগুলো সর্বশ্রেষ্ঠ বন্ধু। কারণ আমরা এসএসসি পরীক্ষা দেয়ার পর। কে যে কোথায় চলে যাব। তা কেউ জানে না এক এক বন্ধু এক এক জায়গায় ভর্তি হবে। আবার কোন বন্ধু যদি চাকরি হয়ে যায়। আবার কেউ কেউ বিদেশে যাওয়ার চিন্তাভাবনা এখন থেকে। আসলে আপনার তো দেখতেই পাচ্ছেন।

GLxgNNSqzxFbbBKPtnPjSupoS0v.jpg

যে কয়েকটি নিচের ছবিতে। আমাদের যেখানে বোর্ড সেই হোয়াইট বোর্ড। আসলে সাররা সেখানে লেখে। খুবই একটি ভালো অনুভূতি পায়। তাই তারা চোখ দিয়ে আর লেখে না। হোয়াইট বোর্ডে লেখে তাদের বেশি। হয়তোবা আনন্দ ও আমাদের বোঝানোর সুবিধা হয়। এইজন্য হোয়াইট বোর্ডটা আমাদের জন্য নিয়ে এসেছে। আসলে হোয়াইট বোর্ড মনে হয় সব স্কুলে আসে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন কতগুলো বই সব বেঞ্চিতে রেখে। রেখেছে বন্ধুরা আসলে এখানে শুধু ছেলে বন্ধুদের বই আর ব্যাগগুলো আছে। আর মেয়েরা তো এক ক্লাস শেষ হতে হতে। স্যারদের সাথে তারা বাড়িয়ে যায়। তারা গিয়ে কমেন্ট রুমে থাকে। আর আমরা বিস্কুট খেয়ে। দেখি আমাদের পাশে একটা কল আসে। সেখানে দেখি এক বন্ধু বোতল নিয়ে পানি খেতে গেছে। আমি আবার বন্ধুকে বললাম। যে বন্ধু তোর পানিটা খাওয়া হয়ে গেল। আমাদের এক বোতল পানি পুড়ে দে বন্ধু। বন্ধু বলল আচ্ছা ঠিক আছে দূষ্টি দাঁড়া একটু ওয়েট কর বন্ধু। আমি পানিটা একটু খেয়ে নিই। আমি বললাম তাহলে তুই খেয়ে নে। তারপরে আমাদের পানি খেতে দে। বন্ধু বললা আছে ঠিক আছে দাঁড়ায় দিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের জানাগুলো কি রকম বেকা বেঁকা। কারণ বেকা বেকা করে রেখেছে। বাইরের অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। আসলে এগুলোর ভালোই লাগে আমাদের কাছে। যদি সাট হতো তাহলে আরো ভালো হতো। এই আর কি বন্ধুদের সাথে কাটানোর সময় গুলো খুবই ভালো লাগে। আসলে ইস্কুলে না পড়লে বুঝতামি না যে এতো মজা হয়। ইস্কুল লাইফ খুবই মজার দিন আসলে যারা ইস্কুলে পড়ে না। তারাই সুধু এই মজাটা বুঝে নি।আসলে আরেকদিন আমি মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিলাম না। সেদিন বন্ধুদের সাথে। তিন বন্ধু মিলে সিঙ্গারা খাওয়া পাল্লা পাললি করছিলাম। সিঙ্গারা খাওয়ার পাল্লা পাল্লি করতে গিয়ে।আমার মুখ পুড়ে যায়। আমি দুই তিন দিন ধরে ভাত খেতে পারছি না। সেদিন স্কুলে হাটের এর দিন। তাই তিন বন্ধু মিলে। পনেরোটা সিঙ্গারা কিনছিলাম। একদম গরম গরম তুলছিল। আর আমরা বন্ধুরা মিলে। তিন বন্ধু মিলে ১৫ টা সিঙ্গারা তুলে নিয়ে আসলাম ঢালাই। যে কে কয়টা খেতে পারে। আসলে সিঙ্গারা গুলো খুবই গরম ছিল। যা মুখের ভিতরে নিতে হলে মনে হচ্ছে। মুখ পুড়ে যাচ্ছে সাথে সাথে। আর সিঙ্গারা খেতে খেতে। আমার তো চোখ আর নাক দিয়ে পানি বাড়িয়ে পড়ছিল। আসলে বন্ধুদের সাথে পাল্লাপাল্লি করে খেতে। সিঙ্গারা গুলো খেতে গিয়ে।আসলে বন্ধুদের সাথে পাল্লাপাল্লি করে খেতে। সিঙ্গারা গুলো খেতে গিয়ে। খুবই মজায় মজায় খেয়েছিলাম। কিন্তু গরম তা খেতে গিয়ে মুখটা পুড়ে গিয়েছিল। আসলে সিঙ্গারা খাইতে আমার খুবই ভালো লাগে। এবং বন্ধুর সাথে অনেক মুহূর্ত কেটেছিলাম। কিন্তু আফসোস সেইদিন মোবাইল নিয়ে গিয়েছিলাম না। ইস্কুলে। নিয়ে গেলে সেই ছবিগুলো আজকে শেয়ার করা হতো। মোবাইল নিয়ে যাওয়ার কারণে আমাদের একদিন মোবাইল কয়টা সবার কেড়ে নিয়েছিল। এবং দুইটা করে বেতের বাড়ি মেরেছিল। এবং যা তাই থেকে কেউ আর মোবাইলে স্কুলে যায় না। আর যাই হোক কথা না বাড়িয়ে আজকের পোস্টি আপনাদের মাঝে শেয়ার করা যাক। আগামীকাল নতুন একটি পোস্ট নিয়ে। আপনাদের মাঝে হাজির হবো।

G9aOMRkGpXGyeFYPKHRrneYKy0d.jpg

❤️‍🩹Myself introduce❤️‍🩹

My name is Hussain. District Meherpur Thana Gangni Union Sixteen Taka.My village name is Jugirgofa. I live in a small village. I like this I have grown up in this small village since childhood. I am a student.And I like playing football very much. I came from school.Afternoon goes to Filt. All big and small together in the field with boots It's great to practice.Every day I come home from school with my boots and go to play.I also like to travel a lot. So many places I have traveled.I intend to visit many more places.And I like to take pictures so I like photography sometimes.I love waking up in the morning and going for a run in the winter.Every morning during the winter I r. A cuckoo next to my house. If it doesn't go that day I do those exercises alone with attention.He likes to go jogging in the morning. And I like foggy mornings very much.

Join our communityblurt space.

51f9e9911f651d14046be005f81326db40e1e55f.jpg

Many thanks for visiting the post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord