বিসমিল্লাহির রহমানির রহিম
প্রিয় পাঠক! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অসীম রহমতে ভালো আছি। আজকের আলোচনা "সেই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শেখায়" নিয়ে।
আজ বাদ ফজর আমার এলাকায় মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মক্তবে বেশ কিছু ছাত্রদের হাতে পবিত্র কুরআনুল কারীম হাতে তুলে দিলাম । তারা দীর্ঘদিন যাবত অত্র প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করে আসছিল আজকে তাদের শিক্ষার পদোন্নতি পেয়ে আমপারা থেকে বা কায়দা থেকে আজকে তাদেরকে কোরআনুল কারীম তুলে দিলাম।
৫ জনের হাতে পবিত্র কোরআনুল কারীম তুলে দিতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছিল কারণ ছোট ছোট বাচ্চারা যারা এখনো গুনাহ করতে সিখে নাই পাপ কাজ করতে শিখে নাই তাদের হাতে আজকে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দেয়া বড় একটি নিয়ামত পবিত্র কুরআনুল কারীম তুলে দিতে পারলাম।
তারা বয়সে ছোট হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে সেই তৌফিক দান করেছেন যাতে করে তারা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারছেন এজন্য মহান মাবুদের লাখো কোটি শুকরিয়া যে ছোট ছোট বাচ্চারা আজকে কোরআন পড়তে পারছে।
পবিত্র কোরআনুল কারীম তাদের হাতে তুলে দেওয়ার সময় অত্র মসজিদ এবং মাদ্রাসার সেক্রেটারি বা সভাপতি সাহেব উপস্থিত ছিলেন এবং তিনিও বেশ আনন্দিত তাদের হাতে পবিত্র কুরআনুল কারীম তুলে দেওয়াই। আমরা যদি ছোট বাচ্চাদেরকে ছোট অবস্থা থেকেই আদব-কায়দা নিয়ম-কানুন সবকিছু শিখিয়ে দিন তাহলে তারা বড় হয়েও সেটার প্রতি আকৃষ্ট থাকবে বলে মনে করি।
আমরা ছোট বাচ্চাদেরকে যেভাবে লালন পালন করব সেভাবেই তারা গড়ে উঠবে এটাই স্বাভাবিক
আমরা যদি ছোট বাচ্চাদেরকে ভালো কিছু শিক্ষা দিই তাহলে সেই ভাবেই তারা জীবনটাকে গড়ে তুলতে পারবে আর যদি আমরা আমাদের বাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষা থেকে বঞ্চিত রাখি তাহলে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে আর যদি তাদেরকে শিক্ষিত করে তুলি নৈতিক শিক্ষায় তাহলে তারা নৈতিকতা শিখবে এবং মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় কিভাবে ব্যবহার করতে হয় এসব কিছু ছোট অবস্থা থেকেই যদি তাদেরকে শিখিয়ে দেওয়া যায় তাহলে তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে।
আজ আমাদের সমাজে অনৈতিকতা ছড়িয়ে পড়াই দেশের সমাজ ব্যবস্থা খুবই খারাপের দিকে চলে যাচ্ছে আমাদেরকে অবশ্যই নৈতিকতা শিক্ষা দিতে হবে তাহলে তাদের আচার ব্যবহার সবকিছুই ভালো হবে আমরা এরূপ আশা করতে পারি না যে আমরা নিম গাছ লাগিয়ে সেখান থেকে আপেল ফলের আশা করব তা যদি আমরা আপেল গাছ লাগাই তাহলে আমরা আপেল পাবো কিন্তু যদি আমরা নিম গাছ লাগাই তাহলে সেখান থেকে দ্বিধা ফলে আসবে না
সোর্স
কাজেই আমরা আমাদের ছোট ছোট মাসুম বেগুনা বাচ্চাদেরকে ছোট থেকে যেভাবে গড়ে তুলবো সেভাবেই তারা গড়ে উঠবে বা বড় হবে আমরা যদি তাদেরকে ভালো কিছু শিক্ষা দিই তাহলে তারা ভালো কিছু শিখেই বড় হবে আর যদি আমরা তাদেরকে খারাপ কিছু শিক্ষা দেই তাহলে সেভাবেই সে তার জীবনটাকে গড়ে তুলবে।
তো যাই হোক দীর্ঘদিন পড়ালেখার পরে আজকে তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এ জন্য মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
ধন্যবাদ আজকের আর্টিকেল পড়ার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.