Various types of noodles recipe

in blurt-188398 •  17 days ago 

"Bismillahir Rahmanir Raheem"

Assalamu Alaiqum/Hello Friends of my blurt space Community I'm @gulshanpupry from Bangladesh

Noodles are healthy food. Noodles are given in children's tiffins, noodles are on the breakfast menu when guests come to the house. Noodles are for myself in the evening breakfast. Noodles are my favorite breakfast. I eat noodles almost every day and evening. I cook noodles in a different style just for myself. I cook noodles without oil, onion, and chili. I boil them in boiling hot water with salt, tomato sauce, noodles, and noodle spices, and boil eggs in another pot. This is how I usually make my favorite noodles for myself.

নুডলস হেলদি ফুড। বাচ্চাদের টিফিনে নুডলস দেওয়া হয়, বাড়িতে মেহমান আসলে নাস্তার মেনুতে নুডলস থাকে। সন্ধ্যার নাস্তায় নিজেদের জন্য নুডলস থাকে। নুডলস আমার খুব প্রিয় নাস্তা। আমি প্রায় দিন সন্ধ্যায় নুডলস খাই। আমি শুধু মাত্র নিজের জন্য ভিন্ন স্টাইলে নুডলস রান্না করি। তেল, পিয়াজ, মরিচ ছাড়া নুডলস রান্না করে খাওয়া হয় আমার। ফুটন্ত গরম পানিতে লবন, টমেটো সস, নুডলস আর নুডলসের মসলা দিয়ে সিদ্ধ করে নেই আর অন্য পাত্রে ডিম সিদ্ধ করে নেই।। এভাবেই সাধারণত আমি নিজের জন্য বানিয়ে ফেলি পছদের নুডলস।

I cook this noodle dish like this... I add salt to the water while boiling the water, first boil the noodles in boiling hot water, then take the boiled noodles out and heat them in another pot, fry the onion and chilli until brown, then add the egg, add the boiled noodles with light salt and noodle spices, then fry for a while.

এই নুডলসের পদ আমি রান্না করি এভাবে... পানি ফুটানোর সময় পানিতে লবণ দেই, প্রথমে ফুটন্ত গরম পানিতে নুডলস সিদ্ধ করে নেই , তারপর সিদ্ধ নুডলস নামিয়ে অন্য পাত্রে গরম করে নিয়ে পিয়াজ মরিচ বাদামি করে ভেজে এরমধ্যে ডিম ছেড়ে দেই , হাল্কা লবণ আর নুডলসের মসলা দিয়ে সিদ্ধ নুডলস দিয়ে দেই তারপর কিছুক্ষণ ভেজে নামিয়ে নেই ।

BEST REGARDS_ @gulshanpupry

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!