আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন সবাই?? আজকের দিনটা আমার খুব ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে আমার মন ভাল হওয়ার কারন বলতে আসছি ।
আজকের দিনটা আমার খুব ভালো কাটছে। ১৫ বছর পর কলেজের বান্ধুবির সাথে দেখা হইছে সেদিনেউ তো কলেজ থেকে বের হয়ে গেলাম দেখতে দেখতে ১৫ টা বছর কেটে গেছে বুঝতেই পারলাম না। কলেজ থেকে বের হওয়ার। এত বছর পর বান্ধুবিকে পেয়ে মন অনেক খুশি হয়ে গেছে। আমারা বাহিরে দেখা করছি, আমরা একটা রেস্টুরেন্টে বসছিলাম। অনেক গল্প করছি, অতীতের স্মৃতিচারণ আর বর্তমানের অনেক গল্প। একসাথে সারাদিন কাটাইছি। বান্ধুবি আমার জন্য উপহার নিয়ে আসছে । যাবার সময় আমাকে উপহার প্যাকেটটা দিল, আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়ে গেছি । উপহার প্যাকেটে ঘড়ির একটা বক্স ছিলো। বক্স খুলে দেখি ব্রান্ডের খুব সুন্দর একটা ঘড়ি। ঘড়ি পেয়ে আমি খুব খুশি, কারন ঘড়ি আমার পছন্দের একটা জিনিস। আজ এই পর্যন্ত , নতুন কোনো গল্প নিয়ে আবার আসব আপনাদের মাঝে।