Friends of my blurt space Community
I'm @gulshanpupry from Bangladesh
প্রকৃতি আমার খুব ভালো লাগে। তাই সুযোগ পেলেই ছুটে যাই প্রকৃতি মাঝে , নদীর ধারে। ঘুড়ে বেড়াই বিভিন্ন জায়গায়।
ছবিতে , নদীর বুকে চর জেগেছে একটা নৌকা চরে বাধা আছে। নৌকার কাছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। মনোমুগ্ধকর দৃশ্য ব্রীজের উপর দাঁড়িয়ে অনেক সময় ধরে দেখছিলাম, স্মৃতি হিসেবে ক্যামেরা বন্দী করেছি।
নদীর তীরে দাঁড়িয়ে নদীর দৃশ্য উপভোগ করছিলাম। আমি নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে ছিলাম পাশেই এই নৌকা টা বাঁধা ছিলো। ছবিতে যে ব্রীজটি দেখা যাচ্ছে , এই ব্রিজটির নাম মহিপুর ব্রিজ।
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তের ছবি। নদীর বুকে প্রকৃতি তার অপরুপ আভা ধারণ করেছে। আমার ভীষণ ভালো লাগছিলো এসব দৃশ্য দেখতে। আমি উপভোগ করছিলাম এই দৃশ্য গুলি দেখতে।
মহিশের গাড়ি গ্রামীণ জনপদে এখনও আছে। পোয়াল, খড়, কাঠ এসব জিনিস নিয়ে একজায়গা থেকে আরেক জায়গায় বহন করে। মহিশের গাড়ি অনেক আগে গ্রাম - শহর সবখানেই দেখা যেত, তখন এর প্রচলন ছিলো খুব। তবে আগের মতো এখন আর এর প্রচলন নাই। তাই গ্রাম ছাড়া এখন আর চোখেই পড়ে না মহিশের গাড়ি।
একটা ব্রিজ নদীর দুই পাড়ের সংযোগ স্থাপন করে। মানুষ সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। ব্রীজের উপর দিয়ে দুই পাড়ের মানুষের নিত্য দিনের যাতায়াত। দুই পাড়ের মানুষের অনেক সুবিধা হয়েছে।
✨Thank you for visiting my blog✨