আমার ছাদ বাগানের অপরাজিতা ফুলের গাছ

in blurt-188398 •  13 days ago 

Assalamu Alaiqum/Hello
Friends of my blurt space Community
I'm @gulshanpupry from Bangladesh

অপরাজিতা ফুল কয়েকটা রঙের হয়। সব রঙের অপরাজিতা খুব সুন্দর হয় তবে নীল রঙের অপরাজিতা খুব বেশি আকর্ষণীয় আর সুন্দর। আমার পছন্দের হলো নীল অপরাজিতা। আমার বাসায় অপরাজিতা ফুলের গাছ আছে সেই গাছে নীল রঙের ফুল ধরে। আমার বাসার ছাদে আমার তৈরি করা ছোট একটা বাগানে আছে, আমার ছাদ বাগানে অনেক ধরনের ফুল ও ফলের গাছ আছে। তারমধ্যে নীল অপরাজিতা ফুল আমার বাগানের শোভা বৃদ্ধি করেছে।

কয়েক বছর আগে আমার পরিচিত এক আপু আমাকে কিছু অপরাজিতা ফুলের বীজ দেয়, আমি সেই বীজ টবে লাগাই আর নিয়ম করে সকাল সন্ধ্যা পানি দিতাম কয়েক দিন পর দেখি বীজ থেকে চারা গাছ হয়েছে, সেই গাছ এখনো আছে আর ফুলও দেয়। ছাদের এক কোনায় অপরাজিতা ফুলের টবটা রেখেছি, রোদ ছায়া দুটোই পায়। আমি সকাল সন্ধ্যা দুই বেলা পানি দেই আর মাঝে মাঝে টবের মাটি আলগা করে দেই। আমার গাছে অনেক ফুল ফুটে। অপরাজিতা ফুলের গাছ ফলও দেয়, আমি এই বীজ গুলো সংরক্ষণ করে রাখি। আমি মাঝে মাঝে অপরাজিতা ফুলের চা খাই। আমার অপরাজিতা ফুলের চা খেতে ভালো লাগে আর এটা উপকারী।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!