It feels good to get wet in the rain and drink tea

in blurt-188398 •  last month 

"Bismillahir Rahmanir Raheem"

Assalamu Alaiqum/Hello Friends of my blurt space Community I'm @gulshanpupry from Bangladesh

Today I have brought a beautiful story. It feels good to get wet in the light rain. What a peace it feels to drink a cup of milk tea in the light rain.

In a busy life, work and life, rain is not seen in the busy city, these pictures are from the capital Dhaka on a hot day in the afternoon. I had to go out for some work. Suddenly the sky darkened and it started raining. Everyone ran to the nearby shops, tea shops, or took shelter under a building. Some of the shops that were sitting on the sidewalk packed all their things and took shelter in a safe place, while others packed all their things and covered them with triphala. The rain has brought relief to public life. The road is wet. Pedestrians have taken shelter in safe places nearby. I was enjoying the rain while sitting at a tea shop on the side of the road and drinking tea with a cup of milk tea, and the rain water was dripping on me.
Vehicles are moving on the road in the rain, the windows of the buses are closed so that rainwater does not enter the bus through the windows. People are rushing to their respective destinations even in the rain. After having tea and the rain stopped, I finished work and started on my way home.

আজ আমি সুন্দর একটা গল্প নিয়ে আসলাম। হালকা বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে। হালকা বৃষ্টির মধ্যে এক কাপ দুধ চা খেতে কি যে শান্তি লাগে। কর্ম ব্যস্ত জীবনের ব্যস্ত নগরীতে বৃষ্টি দেখা হয় না , এই ছবিগুলো এক গরমের দিনের দুপুর বেলা রাজধানী ঢাকার । একটা কাজের প্রয়োজনে বাহিরে যাওয়া হইছিলো। হঠাৎ আকাশ চারিদিকে অন্ধকার করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো। সবাই দৌড় ঝাপ করে আশেপাশের দোকানে, চায়ের দোকানেযাবার কেউবা কোনো বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছে। ফুটপাতের উপর যে দোকান গুলো বসেছিলো তাদের কেউ নিজেদের সব জিনিস গুলো গুছিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে আবার কেউ সব জিনিস গুছিয়ে ত্রিফলা দিয়ে ঢেকে দিয়েছে। বৃষ্টি হওয়াতে জনজীবনে স্বস্তি মিলেছে। রাস্তা ভিজে গেছে। পথচারীরা আশেপাশে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে। রাস্তার পাশে চায়ের দোকানে বসে এক কাপ দুধ চা নিয়ে চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করছিলাম, আর বৃষ্টির পানি গায়ে ছিটেফোঁটা আসছিলো।
বৃষ্টির মধ্যে রাস্তায় যানবাহন চলছে বাসের জানালা গুলো বন্ধ যাতে বৃষ্টির পানি জানালা দিয়ে বাসে না ঢুঁকে। বৃষ্টির মধ্যেও মানুষ ছুটে যাচ্ছে তার নিজ গন্তব্যে। চা খেয়ে বৃষ্টি থামার পর কাজ শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছি।

✨Thank you for visiting my blog✨

BEST REGARDS @gulshanpupry

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!