Spring Iftar arrangements at home

in blurt-188398 •  16 days ago 

Bismillahir Rahmanir Raheem

Assalamu Alaiqum/Hello Friends of my blurt space Community I'm @gulshanpupry from Bangladesh

What happens if iftar is not good after fasting all day? Not so much is organized every day. Usually, iftar is bought and brought. But one day, you have to organize it at home, so today I made all the arrangements as I like. So what if it took a little effort, if you want to do something good, you have to work a little. I started working from 2 pm and all the work was finished before 5 pm. I organized everything single-handedly. I did everything from fasting, I was wondering how it would taste, but after not eating, I saw that everything was perfect.
I made beef biryani and chicken chop with it. There were many types of fruits. There was mutton halim. There was sweet, there was jilapi and sherbet. After finishing all the work, I made sherbet and kept it in the fridge so that it would stay cold. First I cooked biryani, then chicken chop. After finishing the cooking, it was time to prepare the fruits. I washed the fruits that were at home, cut them beautifully and arranged them on plates. I grew halim in everyone's bowl. The sweets were taken out of the fridge and arranged on plates. Then, prepare iftar and wait for the call to prayer.

সারাদিন রোজা করে ইফতার একটু ভালো না হলে কি হয়। প্রতিদিন এতো আয়োজন করা হয় না। সাধারণত বেশির ভাগ সময় ইফতার কিনে আনা হয়।কিন্তু একটা দিন তো বাসায় আয়োজন করতে হয়, তাই আজ বানিয়ে ফেললাম মনের মতোন সব আয়োজন। পরিশ্রম একটু হয়েছে তাতে কি, ভালো কিছু করতে গেলে তো একটু পরিশ্রম করতেই হয়। দুপুর ২ টা থেকে কাজ শুরু করছিলাম বিকাল ৫ টার আগেই সব কাজ শেষ হয়ে যায়। একা হাতে সব আয়োজন করেছি। রোজা থেকে সব কাজ করেছি, চিন্তা হচ্ছিলো যে স্বাদ কেমন হবে, কিন্তু না খাওয়ার পর দেখলাম যে সব কিছুই পারফেক্ট ছিলো।
বিফ বিরিয়ানি করেছিলাম আর সাথে চিকেন চপ। অনেক ধরনের ফল ছিলো। মাটন হালিম ছিলো। মিষ্টি ছিলো, জিলাপি ছিলো আর শরবত। সব কাজ শেষ করে শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা থাকে। প্রথমে বিরিয়ানি রান্না করছি তারপর চিকেন চপ। রান্নার কাজ শেষ করে ফল রেডি করার পালা। বাসায় যা যা ফল ছিলো সেসব ফল ধুয়ে সুন্দর করে কেটে প্লেটে সাজিয়েছি। হালিম প্রত্যেকের বাটিতে বেড়েছি। মিষ্টি গুলো ফ্রিজ থেকে বের করে প্লেটে সাজানো হয়েছে। তারপর ইফতার সামনে নিয়ে আযানের অপেক্ষা করা।

✨Thank you for visiting my blog✨

BEST REGARDS @gulshanpupry
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp