সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে যাওয়া

in blurt-188398 •  17 days ago 

Assalamu Alaiqum/Hello
Friends of my blurt space Community
I'm @gulshanpupry from Bangladesh

বন্ধুরা কেমন আছেন সবাই?? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর মনোরম পরিবেশে হাঁটতে যাওয়ার গল্প নিয়ে।

কয়েকদিন আগে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আমি শ্যামলী তে থাকি তাই শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার বাসা থেকে খুব কাছে। আমি, আমার বান্ধুবি আর বান্ধুবির মেয়ে সহ আমরা তিনজন সকালে হাঁটতে হাঁটতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে গেছিলাম। বাহির থেকে এর সৌন্দর্য বুঝা যায় না কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে অপার সৌন্দর্য। খুব সুন্দর মনরোম পরিবেশ।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরটা অনেক সুন্দর। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কৃষি জমি আছে অনেক, অনেক ধরনের চাষাবাদ দেখলাম। আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হাঁটতে হাঁটতে একটা খুব সুন্দর জায়গা পেলাম, অনেকটা পার্কের মতো দেখতে। খুব সুন্দর একটা পুকুর আছে, সান বাঁধানো, বসার সুব্যবস্থা, পুকুরের চারিদিক ঘেরা আবার পুকুরের চারদিকে রাস্তা আছে। পুকুরের সামনের জায়গা টা পার্কের মতো পরিপাটি করে সাজানো , একদম নিরিবিলি মন জুড়ানো পরিবেশ। আমরা ওখানে অনেক ক্ষণ ছিলাম, পুকুর পাড়ে বসে ছিলাম। আমার বান্ধুবির মেয়ে উর্বা অনেক আনন্দ করেছে, পার্কের মধ্যে দৌড়াদৌড়ি করছে। আমরা ছবি তুলছি, ভিডিও করছি। অনেক সময় থাকার পর আমরা ওখান থেকে চলে আসছি বাসায়। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!