Assalamu Alaiqum/Hello Friends of my blurt space Community I'm @gulshanpupry from Bangladesh.
Today I bring you the story of the budgerigar bird.

Budgerigars are very small, their plumage is beautiful. They chirp all the time and run around in their cages. They live in cages on the balcony of the house. Separate food is bought for them, they eat apples, grapes, ripe guava, white rice, and durba grass. Their food bowls are small. There is water in one bowl.
The bird cages have been brought to the roof in the sweet morning sun. Being under the open sky on the roof, their running around seems to have increased, chirping, running around, eating grass in the tub next to the cage, drinking water from the water bowl. After an hour of watching the sun on the roof, the cages are brought back to the balcony.
আজ বাজারিগার পাখির গল্প নিয়ে আসলাম।
বাজরিগার পাখি খুব ছোট, ওদের গাঁয়ের রঙ গুলো সুন্দর হয়। সারাক্ষণ কিচিরমিচির করে আর খাঁচার মধ্যে ছুটাছুটি করে। ঘরের বারান্দায় খাঁচায় থাকে। ওদের জন্য আলাদা খাবার কিনে আনা হয়, আপেল, আঙুর, পাকা পেয়ারা, সাদা ভাত, দুর্বা ঘাস খায়। ওদের খাওয়ার বাটি গুলো ছোট ছোট। একটা বাটিতে পানি থাকে।
সকালের মিষ্টি রোদে পাখির খাঁচা ছাদে এনে রাখা হয়েছে। ছাদে খোলা আকাশের নিচে এসে ওদের ছুটছুটি যেন বেশি বেড়ে গেছে, কিচিরমিচির শব্দ করছে, ছুটাছুটি করছে, খাঁচার পাশেই টবের ঘাস খাচ্ছে, পানির বাটি থেকে পানি খাচ্ছে। এক ঘন্টার মতো ছাদে রোদ দেখার পর খাঁচা আবার বারান্দায় এনে রাখা হয়।
A clay pot has been placed in the cage to incubate the eggs. The eggs have been incubating in the clay pot. Both birds take turns incubating the eggs.
ডিম পারার জন্য মাটির হাঁড়ি দেওয়া হয়েছে খাঁচার মধ্যে। মাটির হাঁড়ির মধ্যে ডিম পেরেছে। দুইটা পাখিই পালাক্রমে ডিমে তা দেয়।
✨Thank you for visiting my blog✨